New Business Idea: ১০ হাজার টাকা বিনিয়োগ করে, প্রতি মাসে ১ লাখ টাকা আয় করা যেতে পারে এই ব্যবসায়!

Last Updated:

এই টিফিন সার্ভিস ব্যবসা এমন এক ধরনের সার্ভিস যার ওপরে নির্ভরশীল যুব সম্প্রদায়, ব্যাচেলর এমনকি চাকরিজীবী মহিলারাও।

#কলকাতা: করোনা মহামারীর ফলে অনেকেই হারিয়েছে নিজেদের চাকরি। এর ফলে অনেকেই শুরু করেছে নিজেদের ব্যবসা। কেউ যদি কম বিনিয়োগ করে বেশি আয় করতে চায়, তাহলে তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া। এটি এমন একটি ব্যবসা, যেখানে ৮-১০ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ১-২ লাখ টাকা আয় করা সম্ভব। অল্প পুঁজিতে ঘরে বসেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। এটি হল টিফিন সার্ভিস ব্যবসা।
টিফিন সার্ভিস ব্যবসা-
বর্তমানে দিল্লির মতো মেট্রো শহরগুলোতে তেজ গতিতে বাড়তে শুরু করেছে এই ব্যবসা। এই টিফিন সার্ভিস ব্যবসা এমন এক ধরনের সার্ভিস যার ওপরে নির্ভরশীল যুব সম্প্রদায়, ব্যাচেলর এমনকি চাকরিজীবী মহিলারাও। প্রতি দিন অফিসের কাজে বেরিয়ে যাওয়ার পর খাওয়ার দিকে আর কারও খেয়াল থাকে না। সময়ের চাপে বাড়ি থেকে খাবার আনা এবং অফিসের বাইরে গিয়েও খাওয়ার সময় থাকে না। খাওয়ার এই চাহিদা মেটানোর জন্যই শুরু করা হয়েছে এই টিফিন সার্ভিস ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে গ্রাহকের অফিসে, বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। মাসিক খরচের ভিত্তিতে দেওয়া হয় এই সার্ভিস। কেউ আবার নির্দিষ্ট দিনের জন্যও নিতে পারে এই সার্ভিস। যে সব শহরে অফিসের সংখ্যা যত বেশি, সেখানে এই ব্যবসা তত লাভজনক। এই ব্যবসায় প্রতি মাসে ভালো আয় করা সম্ভব।
advertisement
advertisement
১০ হাজার টাকা বিনিয়োগ করেই শুরু করা যায় এই ব্যবসা-
টিফিন সার্ভিস ব্যবসা শুরু করার জন্য কোনও রকম সার্টিফিকেট নেওয়ার দরকার পড়ে না। কারণ এটি নিজেদের বাড়িতেই শুরু করা যায়। এই সার্ভিসের ব্যবসা শুরু করার জন্য ৮ থেকে ১০ হাজার টাকাই যথেষ্ট। এই টিফিন সার্ভিস ব্যবসা শুরু করার কয়েক মাসের মধ্যেই লাভ হওয়া শুরু হয়ে যাবে। ব্যবসা শুরু করার পর লাভ হওয়া শুরু করলে এটি আরও বাড়ানো সম্ভব। টিফিন সার্ভিস ব্যবসায়ী দিল্লীনিবাসী নিমিশা জৈন জানিয়েছেন যে, এই ব্যবসায় খাবারের গুণমান ভালো হলে এবং কাস্টমারদের পছন্দ হলে খুব দ্রুতই প্রতি মাসে ১ থেকে ২ লাখ টাকা আয় করা সম্ভব।
advertisement
বজায় রাখতে হবে খাবারের গুণমান-
টিফিন সার্ভিস ব্যবসায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবারের গুণমান। এই ব্যবসায় সব সময় এই বিষয়টি মাথায় রাখতে হবে। খাবারের উপকরণের গুণমান যাচাই করার সঙ্গে সঙ্গে খাবারের গুণমানও বজায় রাখতে হবে। ভালো এবং সুস্বাদু খাবার পরিবেশন করলে খুব দ্রুত এই ব্যবসায় উন্নতি করা সম্ভব।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ১০ হাজার টাকা বিনিয়োগ করে, প্রতি মাসে ১ লাখ টাকা আয় করা যেতে পারে এই ব্যবসায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement