Sourav Ganguly: রাজ্যে ফের লগ্নি করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, খুব শীঘ্রই মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়বেন 'দাদা'

Last Updated:

Sourav Ganguly: চমক দিতে বরাবরই পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রীড়া ক্ষেত্রে ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা আমাদের সকলেরই জানা। কিন্তু মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ স্পেন সফরে গিয়ে নতুন আরও এক চমক দেবেন দাদা, তা কল্পনাও করতে পারেননি অনেকেই।

মাদ্রিদ: চমক দিতে বরাবরই পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রীড়া ক্ষেত্রে ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথা আমাদের সকলেরই জানা। কিন্তু মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ স্পেন সফরে গিয়ে নতুন আরও এক চমক দেবেন দাদা, তা কল্পনাও করতে পারেননি অনেকেই। এবার বাংলার উন্নতির স্বার্থে লগ্নিকারীর ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। খুব শীঘ্রই মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করবেন বলে মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে ঘোষণা সৌরভের।
লগ্নি টানতে বর্তমানে স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান শিল্প সম্মেলনেও যোগ দেন তিনি। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেই শিল্প সম্মেলন থেকেই আগামি ৫ থেকে ৬ মাসের মধ্যে মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করার কথা জানান সৌরভ। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”আমি খেলাধূলা নিয়ে থাকলেও আমার পরিবার ব্যবসায়ী পরিবার। আমার ঠাকুরদা ৫০-৫৫ বছর আগে বাংলাতে ব্যবসা শুরু করেছিলেন। সে সময় আমরা রাজ্যের সমর্থন পেয়েছিলাম। বাংলা সবসময় বিশ্বকে ব্যবসার জন্য আমন্ত্রণ জানায়। রাজ্যের সার্বিক উন্নয়নের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। যুব সমাজের উন্নতির জন্য কাজ করতে চায় রাজ্য সরকার। তা খুব স্পষ্ট। দিনে দিনে তা আরও উন্নতির দিকে এগিয়ে চলেছে।”
advertisement
advertisement
এরপরই মহাচমক দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেন,’আগামী ৫-৬ মাসে মেদিনীপুরে নতুন ইস্পাত কারখানা গড়ব। এটি রাজ্যে আমার তৃতীয় ইস্পাত কারখান হবে। প্রথমটি গড়েছিলাম ২০০৭ সালে। তা হয়তো অনেকের কাছেই অজানা। নতুন এই কাজে মুখ্যমন্ত্রীর সবরকম সাহায্য পেয়েছি। আশা করি আগামী এক বছরের মধ্যেই তা কার্যকরী হবে।’
advertisement
প্রসঙ্গত, শুক্রবার মাদ্রিদে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আদলে আয়োজন করা হয় অনুষ্ঠান। রাজ্য সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। এই সম্মেলনে একাধিক মউ স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা,”আমরা সবরকমভাবে শিল্প বিস্তারের জন্য প্রস্তুত। শুধু আপনাদের আসার অপেক্ষা”।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sourav Ganguly: রাজ্যে ফের লগ্নি করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, খুব শীঘ্রই মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়বেন 'দাদা'
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement