Snapdeal IPO: লক্ষ্য ১২৫০ কোটি টাকা জোগাড়, এক নজরে দেখে নিন স্ন্যাপডিলের আইপিও!

Last Updated:

Latest News Over IPO|IPO News|Snapdeal IPO|IPO Market|Business: লক্ষ্য টাকা যোগাড় করা, ১,২৫০ কোটি টাকা রোজগার করার টার্গেট স্ন্যাপডিলের, কোম্পানির বর্তমান শেয়ার ধারকরা নিজেদের আংশিক অংশীদারিত্ব বিক্রি করবে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal তাদের IPO নিয়ে আসতে চলেছে। বিনিয়োগকারী সফটব্যাঙ্ক কর্প (SoftBank Corp) সমর্থিত Snapdeal নিজেদের IPO-এর মাধ্যমে প্রায় ১২৫০ কোটি টাকা জোগাড় করার চেষ্টা করছে। এর জন্য জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal মার্কেট রেগুলেটর সেবিতে (Stock Exchange Board Of India) তাদের আর্জি জমা দিয়েছে। এই IPO-এর জন্য জমা করা ডিআরএইচপি (Draft Red Herring Prospectus) অনুযায়ী এতে ৩ কোটি টাকার বেশি ইক্যুইটি শেয়ারের অফার সেল করা হবে। এর ফলে কোম্পানির বর্তমান শেয়ারধারকরা নিজেদের আংশিক অংশীদারিত্ব বিক্রয় করবে।
আরও পড়ুন: PM Kisan Samman Nidhi Yojana: এই দিন ঠিক বেলা ১২টায় PM Modi ট্রান্সফার করবেন দশম কিস্তির টাকা! কৃষকেরা সরাসরি পাবেন ৪,০০০
এই অফার ফর সেলে সফটব্যাঙ্ক সহ আরও ৭টি শেয়ারধারক নিজেদের আংশিক অংশীদারিত্ব বিক্রয় করবে। এর মধ্যে Foxconn, Sequoia Capital, Ontario Teacher's Pension Plan Board-এর মতো শেয়ারধারকেরা রয়েছে। সব নিয়ে কোম্পানির ইক্যুইটি শেয়ার ক্যাপিট্যালের ৮ শতাংশ অংশীদারিত্ব বিক্রয় করা হবে। জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal-এ রয়েছে ৭১টি শেয়ারধারক, এর মধ্যে সবথেকে বেশি অংশীদারিত্ব রয়েছে সফটব্যাঙ্কের। এর মধ্যে সফটব্যাঙ্কের প্রায় ৩৫.৪১ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal-এর ফাউন্ডার কুণাল বহল এবং রোহিত বনসলের মোট অংশীদারিত্ব রয়েছে ২০.২৮ শতাংশ। এই দুই ফাউন্ডারের মধ্যে একজনও নিজেদের অংশীদারিত্ব বিক্রয় করবেন না। মনে করা হচ্ছে এখান থেকে পাওয়া টাকা ব্যবহার করা হবে কোম্পানির গ্রোথ, লজিস্টিক ক্যাপাসিটি, টেকনোলজি ইনফোস্ট্রাকচার ইত্যাদি উন্নত করার জন্য।
advertisement
advertisement
জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Snapdeal ভারতের বিভিন্ন ছোট শহরের ওপর ফোকাস করেছে। এদের ৮৬ শতাংশের বেশি অর্ডার মেট্রো শহরের বাইরে করা হয়। বিগত সপ্তাহে Snapdeal কোম্পানির ফাউন্ডার কুণাল বহল নিজের ব্লগে জানিয়েছেন, "আমাদের কোম্পানির ব্র্যান্ড মেট্রো শহরের জন্য নয়। Snapdeal এর ৭০ শতাংশ গ্রাহক টিয়ার-২ শহরে বসবাস করে।"
advertisement
নেট ভ্যালু বেড়েছে ৮২.৪৮ শতাংশ
ডিআরএইচপি অনুযায়ী বিগত ২টি ত্রৈমাসিকে Snapdeal-এর নেট ভ্যালু বেড়েছে প্রায় ৮২.৪৮ শতাংশ। Snapdeal-এর নেট ভ্যালু আর্থিক বর্ষ ২০২১-এর চতুর্থ ত্রৈমাসিকে ২০৫ কোটি টাকা ছিল। আর্থিক বর্ষ ২০২২-এর চতুর্থ ত্রৈমাসিকে তা বেড়ে ৩৭৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। এই IPO-এর আগেই Snapdeal-এর সহায়ক কোম্পানি ইউনিকমার্স (Unicommerce) সফটব্যাঙ্কের থেকে প্রায় ৩০ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণ করার জন্য বিনিয়োগ জোগাড় করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Snapdeal IPO: লক্ষ্য ১২৫০ কোটি টাকা জোগাড়, এক নজরে দেখে নিন স্ন্যাপডিলের আইপিও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement