Small Savings Scheme: হাতে আসবে প্রচুর টাকা! ৬ স্কিমে একলাফে অনেকটা সুদ বাড়াল কেন্দ্রীয় সরকার

Last Updated:

Small Savings Scheme: পোস্ট অফিস বা ব্যাঙ্কের ৫ বছরের সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে NSC হল সবচেয়ে বেশি সুদ প্রদানকারী স্কিম।

৬ স্কিমে একলাফে অনেকটা সুদ বাড়াল কেন্দ্রীয় সরকার
৬ স্কিমে একলাফে অনেকটা সুদ বাড়াল কেন্দ্রীয় সরকার
নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম অর্থাৎ NSC-তে সুদের হার বাড়িয়েছে। এখন এপ্রিল-জুন সময়ের জন্য NSC-তে ৭.৭ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এতোদিন পর্যন্ত এই স্কিমে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেত। কেন্দ্রীয় সরকার এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ৭০ বিপিএস (bps) পর্যন্ত বাড়িয়েছে।
পোস্ট অফিস বা ব্যাঙ্কের ৫ বছরের সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে NSC হল সবচেয়ে বেশি সুদ প্রদানকারী স্কিম। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি ছোট সঞ্চয় প্রকল্প। এতে ৫ বছরের জন্য টাকা জমা হয়। ৫ বছর মেয়াদ শেষ হওয়ার পর, আপনার মোট আমানত এবং মোট সুদ একত্রিত করে টাকা ফেরত দেওয়া হয়। পোস্ট অফিস বা ব্যাঙ্কে কমপক্ষে ১০০০ টাকায় NSC শংসাপত্র কেনা যায়।
advertisement
advertisement
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের হার বেড়ে ৮.২ শতাংশ হয়েছে। শুক্রবার জারি করা বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রক জানিয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, মাসিক ইনকাম সেভিংস স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্র, পোস্ট অফিস টাইম ডিপোজিট এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট-র মতো স্কিমগুলিতে সুদের হার সংশোধন করা হয়েছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার এখন ৮ শতাংশ থেকে বেড়ে ৮.২ শতাংশ করা হয়েছে। গত ৯ মাসে এই তৃতীয়বার যে কেন্দ্রীয় সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছে।
advertisement
বর্তমানে, ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার ৪.০ শতাংশ থেকে ৮.২ শতাংশের মধ্যে রয়েছে। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে কেন্দ্র কিছু ছোট সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়িয়েছিল। সরকার ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর মেয়াদের আমানতের সুদের হার বাড়িয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Small Savings Scheme: হাতে আসবে প্রচুর টাকা! ৬ স্কিমে একলাফে অনেকটা সুদ বাড়াল কেন্দ্রীয় সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement