কলকাতা: পুজোর সময় কলকাতায় আসা এবং এই ছুটিতে অন্য শহরে ঘুরতে যাওয়ার একেবারে হিড়িক পড়ে যায় সবার মধ্যে ৷ আর সেটা হবে নাই বা কেন, ছুটি যে পাওয়া যায় এখনই ৷ অনেকেই রয়েছেন, পুজোয় ভিড় এড়াতে আগেভাগেই কলকাতা ছেড়ে অন্য কোথাও বেড়ানোর প্ল্যান বানিয়ে ফেলেন ৷ আবার অনেকেই রয়েছেন অষ্টমী বা নবমী পর্যন্ত কলকাতায় পুজো উপভোগ করে তারপর পাড়ি দেন অন্যত্র ৷
পুজোর ছুটিতে ভরপুর আনন্দ করাটা সবারই চাই ৷ বিমানযাত্রীর সংখ্যাও তাই গত কয়েকদিনে দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এ শহরে ৷ যা অবশ্যই ভালো খবর, বিমানসংস্থাগুলি জন্য ৷ করোনার দ্বিতীয় ঢেউইয়ের ধাক্কা কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিমানসংস্থাগুলি ৷ পুজোর মাসে দারুণভাবে বিমানযাত্রীর সংখ্যা বাড়ছে ৷ গত তিন দিনে হঠাৎ করেই কলকাতা (Kolkata Airport) থেকে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর অনুযায়ী, রবিবারই কলকাতা বিমানবন্দরের গেটের বাইরে যাত্রীদের বিশাল বড় লাইন চোখে পড়েছিল ৷ এরপর সোমবার এবং মঙ্গলবারও যথেষ্ট সংখ্যায় বিমানযাত্রী লক্ষ্য করা গিয়েছে কলকাতায় ৷
আরও পড়ুন-দলনেত্রীর নির্দেশ, পুজোয় অসহায়দের পেটপুরে মাংস-ভাতে রাখবে 'মমতাময়ী ক্যান্টিন'!
গত বছর করোনার জেরে অনেকেই পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবেননি ৷ এ বছর কিন্তু ছবিটা অন্য ৷ অধিকাংশেরই কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷ তাই অনেকটা সাহস করেই ঘুরতে বেরিয়ে গিয়েছেন অনেকেই ৷
বিমানবন্দর সূত্রে খবর, গত শনিবার ৪৪,৪০২ জন যাত্রী ওঠানামা করেছেন কলকাতা বিমানবন্দর থেকে ৷ শুক্রবার সেই সংখ্যাটা ছিল আরও বেশি ৪৭,০৬৮ ৷ গত বছরের দুর্গাপুজো শুরু হওয়ার আগের যাত্রীসংখ্যা থেকে এই সংখ্যা নিঃসন্দেহে অনেকটাই বেশি ৷ তাই সবমিলিয়ে এখন কলকাতা বিমানবন্দরে কর্মীদের মধ্যে ব্যস্ততা ভালোমতোই বেড়েছে ৷
আরও পড়ুন- পুজোয় ঘুরে নিন আগেভাগে, 'এই' জেলাগুলিতে অষ্টমী থেকেই বৃষ্টির সতর্কবার্তা!
দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি গোয়া, বাগডোগরা এবং পোর্ট ব্লেয়ারের যাত্রী সংখ্যা কলকাতা থেকে অনেক বেশি ৷ বিমানবন্দরের ডিরেক্টরের কথায়, অতিমারির আগে কলকাতায় প্রতিদিন গড়ে ৭০ হাজার যাত্রী যাতায়াত করতেন ৷ সেই সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল ৷ পুজোর আগে প্রতিদিন ৪০-৪৫ হাজার যাত্রী হচ্ছে ৷ যা অবশ্যই ভালো খবর ৷ এয়ার ইন্ডিয়াও পুজোর মেনু চালু করেছে ৷ মুরগির কালিয়া, ছানার ডালনা, বাসন্তী পোলাও, রাধাবল্লবী, মাংসের রেজালা, মিষ্টি দই, রাজভোগ এবং ছানার পায়েসের মতো আরও অনেক জিভে জল আনার মতো খাবারই রয়েছে মেনুতে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata Airport