হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
যাত্রীসংখ্যা বেড়েছে অনেকাংশেই, পুজোর মাসে কলকাতা বিমানবন্দরে ব্যস্ততা চরমে

Kolkata Airport: যাত্রীসংখ্যা বেড়েছে অনেকাংশেই, পুজোর মাসে কলকাতা বিমানবন্দরে ব্যস্ততা চরমে

এই গাইডলাইন অনুসারে যাত্রীদের এয়ার সুবিধা পোর্টালে নিজেদের সমস্ত তথ্য জানাতে হবে। নতুন এই গাইডলাইনে 'এইট রিস্ক' অর্থাৎ বিপদসঙ্কুল দেশের থেকে ভারতে আসা যাত্রীদের থাকার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কর্নাটক, মধ্যপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নিয়ম জারি করে দিয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম ১ ডিসেম্বর, বুধবার থেকেই কার্যকর করা হবে।

এই গাইডলাইন অনুসারে যাত্রীদের এয়ার সুবিধা পোর্টালে নিজেদের সমস্ত তথ্য জানাতে হবে। নতুন এই গাইডলাইনে 'এইট রিস্ক' অর্থাৎ বিপদসঙ্কুল দেশের থেকে ভারতে আসা যাত্রীদের থাকার জন্য আলাদা জায়গার ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কর্নাটক, মধ্যপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নিয়ম জারি করে দিয়েছে। আন্তর্জাতিক যাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম ১ ডিসেম্বর, বুধবার থেকেই কার্যকর করা হবে।

Passengers increased in Kolkata Airport During During Puja: পুজোর ছুটিতে ভরপুর আনন্দ করাটা সবারই চাই ৷ বিমানযাত্রীর সংখ্যাও তাই গত কয়েকদিনে দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এ শহরে ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: পুজোর সময় কলকাতায় আসা এবং এই ছুটিতে অন্য শহরে ঘুরতে যাওয়ার একেবারে হিড়িক পড়ে যায় সবার মধ্যে ৷ আর সেটা হবে নাই বা কেন, ছুটি যে পাওয়া যায় এখনই ৷ অনেকেই রয়েছেন, পুজোয় ভিড় এড়াতে আগেভাগেই কলকাতা ছেড়ে অন্য কোথাও বেড়ানোর প্ল্যান বানিয়ে ফেলেন ৷ আবার অনেকেই রয়েছেন অষ্টমী বা নবমী পর্যন্ত কলকাতায় পুজো উপভোগ করে তারপর পাড়ি দেন অন্যত্র ৷

পুজোর ছুটিতে ভরপুর আনন্দ করাটা সবারই চাই ৷ বিমানযাত্রীর সংখ্যাও তাই গত কয়েকদিনে দারুণভাবে বৃদ্ধি পেয়েছে এ শহরে ৷ যা অবশ্যই ভালো খবর, বিমানসংস্থাগুলি জন্য ৷ করোনার দ্বিতীয় ঢেউইয়ের ধাক্কা কাটিয়ে ওঠার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিমানসংস্থাগুলি ৷ পুজোর মাসে দারুণভাবে বিমানযাত্রীর সংখ্যা বাড়ছে ৷ গত তিন দিনে হঠাৎ করেই কলকাতা (Kolkata Airport) থেকে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ ‘দ্য টেলিগ্রাফ’-এর খবর অনুযায়ী, রবিবারই কলকাতা বিমানবন্দরের গেটের বাইরে যাত্রীদের বিশাল বড় লাইন চোখে পড়েছিল ৷ এরপর সোমবার এবং মঙ্গলবারও যথেষ্ট সংখ্যায় বিমানযাত্রী লক্ষ্য করা গিয়েছে কলকাতায় ৷

আরও পড়ুন-দলনেত্রীর নির্দেশ, পুজোয় অসহায়দের পেটপুরে মাংস-ভাতে রাখবে 'মমতাময়ী ক্যান্টিন'!

গত বছর করোনার জেরে অনেকেই পুজোর ছুটিতে বাইরে বেড়াতে যাওয়ার কথা ভাবেননি ৷ এ বছর কিন্তু ছবিটা অন্য ৷ অধিকাংশেরই কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে ৷ তাই অনেকটা সাহস করেই ঘুরতে বেরিয়ে গিয়েছেন অনেকেই ৷

বিমানবন্দর সূত্রে খবর, গত শনিবার ৪৪,৪০২ জন যাত্রী ওঠানামা করেছেন কলকাতা বিমানবন্দর থেকে ৷ শুক্রবার সেই সংখ্যাটা ছিল আরও বেশি  ৪৭,০৬৮ ৷ গত বছরের দুর্গাপুজো শুরু হওয়ার আগের যাত্রীসংখ্যা থেকে এই সংখ্যা নিঃসন্দেহে অনেকটাই বেশি ৷ তাই সবমিলিয়ে এখন কলকাতা বিমানবন্দরে কর্মীদের মধ্যে ব্যস্ততা ভালোমতোই বেড়েছে ৷

আরও পড়ুন- পুজোয় ঘুরে নিন আগেভাগে, 'এই' জেলাগুলিতে অষ্টমী থেকেই বৃষ্টির সতর্কবার্তা!

দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি গোয়া, বাগডোগরা এবং পোর্ট ব্লেয়ারের যাত্রী সংখ্যা কলকাতা থেকে অনেক বেশি ৷ বিমানবন্দরের ডিরেক্টরের কথায়, অতিমারির আগে কলকাতায় প্রতিদিন গড়ে ৭০ হাজার যাত্রী যাতায়াত করতেন ৷ সেই সংখ্যা অনেকটাই কমে গিয়েছিল ৷ পুজোর আগে প্রতিদিন ৪০-৪৫ হাজার যাত্রী হচ্ছে ৷ যা অবশ্যই ভালো খবর ৷ এয়ার ইন্ডিয়াও পুজোর মেনু চালু করেছে ৷ মুরগির কালিয়া, ছানার ডালনা, বাসন্তী পোলাও, রাধাবল্লবী, মাংসের রেজালা, মিষ্টি দই, রাজভোগ এবং ছানার পায়েসের মতো আরও অনেক জিভে জল আনার মতো খাবারই রয়েছে মেনুতে ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Kolkata Airport