Ashneer Grover Resigns from Bharat Pe: ভারত পে-এর পদ ছাড়লেন অশনির গ্রোভর, শার্ক ট্যাঙ্কে করা বিনিয়োগের কী হবে, মাথায় হাত

Last Updated:

Bharat Pe: বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিখ্যাত একটি রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক। মূলত বিদেশের জনপ্রিয় রিয়েলিটি শো-এর আদলে তৈরি করা এই শো-টির অন্যতম এক শার্ক অশনির।

শার্ক ট্যাঙ্কে অশনির
শার্ক ট্যাঙ্কে অশনির
#নয়াদিল্লি: হঠাৎ করেই পদ ছেড়ে দিলেন ভারত পে-এর কো-ফাউন্ডার অশনির গ্রোভর (Ashneer Grover Resigns from Bharat Pe)। তিনি সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তিনি ই-মেল মারফত পাঠিয়ে দেওয়া পদত্যাগপত্রে লিখেছে, আমি অত্যন্ত ব্যথিত হৃদয়ে লিখছি, আমাকে বাধ্য করা হচ্ছে আমারই প্রতিষ্ঠা করা ও গড়ে তোলা সংস্থা থেকে বিদায় নিতে। কয়েকদিন আগেই তাঁর বিরুদ্ধে একটি তদন্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে করা একটি আবেদন খারিজ হওয়ার পরেই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন (Ashneer Grover Resigns from Bharat Pe)। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের এক কর্মচারীকে কু-কথা বলার অভিযোগের ভিত্তিতেই একটি বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের নিরিখেই তদন্তও হয়।
বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিখ্যাত একটি রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক। মূলত বিদেশের জনপ্রিয় রিয়েলিটি শো-এর আদলে তৈরি করা এই শো-টির অন্যতম এক শার্ক অশনির। শো-টিতে স্টার্ট আপ সংস্থারা তাঁদের জন্য ফান্ড বা বিনিয়োগ তুলতে আসেন। অশনিক ছাড়াও এই শো-তে আছেন লেন্সকার্ট অধিকর্তা পীযূষ বনসল, শাদি ডটকমের প্রধান অনুপ মিত্তলরা। শো-এ একটু কটূ কথা বলাই অভ্যাস অশনিরের। সেই কারণেই তাঁর জনপ্রিয়তাও।
advertisement
advertisement
পদত্যাগপত্রে (Ashneer Grover Resigns from Bharat Pe) অশনির লিখেছেন, ভারত পে পৃথিবীর শ্রেষ্ট ফিনান্সিয়াল টেকনোলজি সংস্থাগুলির মধ্যে অন্যতম, এতে গর্বে আমার মাথা উঁচু হয়। কিন্তু ২০২২ সালের পর থেকে ক্রমাগত আমাকে ও আমার পরিবারকে কিছু মানুষ কয়েকটি ভিত্তিহীন বিষয়কে কেন্দ্র করে আক্রমণ করে এসেছে। আমার চরিত্র কালিমালিপ্ত করার চেষ্টা করে এসেছে। শুধু আমাকে নয়, আমার সংস্থাকেও বাজে কথা বলা হয়েছে।
advertisement
এই বছরের শুরুর দিকে, একটি ফোন কথোপকথন ভাইরাল হয়েছিল যেখানে একজন ব্যক্তি, যাঁকে আশনির গ্রোভার বলে দাবি করেছেন অভিযোগকারী, তাঁকে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের একজন কর্মচারীকে গালি দিতে শোনা যায় যখন। প্রথমে, ভারত পে-এর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি অডিওটিকে 'ভুয়ো' বলে দাবি করেছিলেন। পরে তিনি টুইটটি মুছে দেন। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তাদের কর্মীদের বিরুদ্ধে "অনুপযুক্ত ভাষা" ব্যবহার করার জন্য আশনির গ্রোভার এবং তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা শুরু করে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Ashneer Grover Resigns from Bharat Pe: ভারত পে-এর পদ ছাড়লেন অশনির গ্রোভর, শার্ক ট্যাঙ্কে করা বিনিয়োগের কী হবে, মাথায় হাত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement