চরচর করে উঠছে শেয়ারবাজার, সকাল থেকেই ‘এই’ সেক্টর গুলিতে দেদার কেনাবেচা

Last Updated:

বাজেটের পর থেকেই বিভিন্ন সেক্টরে রমরমা শেয়ারবাজারে৷

#নয়াদিল্লি: বাজেট ঘোষণার পর থেকে শেয়ার মার্কেটে যে তেজি সোমবার দেখা গিয়েছিল মঙ্গলবার বাজার খুলতেও সেই একই ধারা বজায় রইল৷ সকাল ৯ টা ১৫ বাজার খোলার সঙ্গে সঙ্গেই নিফটি ১৪,৫০০ পয়েন্ট পার করে যায়৷ বোম্ব স্টক এক্সচেঞ্জে ৩০ শতাংশ শেয়ারের ইনডেক্স সেনসেক্স ৭৩৪ পয়েন্ট অর্থাৎ ১.৫১ শতাংশ বৃদ্ধির সঙ্গে খোলে৷
এর কিছুক্ষণের মধ্যেই ১০০০ পয়েন্ট পেরিয়ে যায় ৷ কারবার ৪৯,৬০০ হয়ে যায়৷ ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে নিফটি ২২০ অঙ্কে ব্যবসা চালাচ্ছে৷ যার জন্য ১.৫৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ আজ শুরুর সময়ে ১০২৭ টি শেয়ারে তেজি দেখা যায়৷ পিছিয়ে পড়েছে ১৭১ টি শেয়ার৷ নিফটি ব্যাঙ্কেরও ৩৪০০০ পয়েন্ট পার করে ফেলেছে৷
advertisement
advertisement
সেক্টর হিসেবে দেখা যাচ্ছে অটো, ব্যাঙ্কিং, আইটি, উপভোগ্য পণ্য, ক্যাপিটাল গুডস সমস্ত শেয়ারের দর বৃদ্ধি হয়েছে৷ বড় মার্কেটের কথা ধরা গেলে মিডক্যাপ ও  স্মল ইনডেক্সে ভালো বৃদ্ধি হচ্ছে৷ সেনসেক্সে ৩০ শেয়ারে হিন্দুস্তান ইউনিলিভার ছাড়া বাকি সব জায়গায় ভালো বৃদ্ধি হচ্ছে৷
এদিকে এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) সোমবার লোকসভায় ২০২১-২২ -র সাধারণ বাজেট  (Budget 2021) পেশ করেন৷ এই বাজেট পেশের সময় একাধিক বড় ঘোষণা করেন৷ বাজেট ঘোষণার পর শেয়ার বাজারে বড় লাফ দেখা গেছে৷ ১৯৯৯ সালের পর প্রথমবার বাজেটের দিন শেয়ার বাজারে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে৷
advertisement
সেনসেক্স বন্ধ হয় ৪৮,৬০০.৬১ পয়েন্টে৷  বিএসই ইনডেক্স পাঁচ শতাংশ ওপরে বন্ধ হয়৷ সেনসেক্স প্রায় ২৩০০ পয়েন্টে অর্থাৎ ৪৮,৬০০.৬১ স্তরে বন্ধ হয়েছে৷ নিফটি  ৬৪৬.৬০ অঙ্ক অর্থাৎ ৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪,২৮১.২০ স্তরে বন্ধ হয়েছে৷ বিইসি -র সমস্ত সেক্টরে কেনাবেচা খুব ভালো হয়েছে৷
১৯৯৯ সালে ৫.১৩ শতাংশ বেড়েছিল সেনসেক্স৷ তারপর শেয়ার বাজারে বাজেট পেশের পর এত বড় লাফ এই প্রথমবার হল৷ এর আগে ১৯৯৯ সালে সেনসেক্সের পয়েন্টে এর চেয়ে বেশি উন্নতি হয়েছিল৷ তার আগে ১৯৯৭ সালে বিএসই (BSE) ইনডেক্স ৬.৫ শতাংশ বেড়েছিল৷ কেনাবেচার দরুণ সেনসেক্স এক সময় ৪৮, ৭৬৪.৪০ অঙ্ক দিনের উচ্চতম স্তরে পৌঁছেছিল৷ শেষে ২,৩১৪.৮৪ অঙ্ক অর্থাৎ পাঁচ শতাংশ বেড়ে ৪৮,৬০০.৬১ অঙ্কে বন্ধ হয়৷ এইভাবে এনএসই -র নিফটি ৬৪৬.৬০ অঙ্কে অর্থাৎ ৪.৭৪ শতাংশ বেড়ে ১৪,২৮১.২০ অঙ্কে বন্ধ হয়৷
advertisement
সেনসেক্স কোম্পানিদের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (Indusind Bank) ১৪ শতাংশ লাভ হয়৷ এছাড়াও আইসিআইসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসর্ভ, এসবিআই, এল অ্যান্ড টি, এইচ ডি এফসি -র শেয়ারেও তেজি এসেছে৷ অন্যদিকে ডক্টর রেড্ডি, টেক মহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার পড়েছে৷ শেয়ারবাজারের ব্যবসায়ীরা বলেছে বিশ্ববাজারে তেজি থাকায় দেশের শেয়ার বাজারে তেজি এসেছে৷ বাজেটে বুনিয়াদি শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়ে জোর দেওয়া হয়েছে৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চরচর করে উঠছে শেয়ারবাজার, সকাল থেকেই ‘এই’ সেক্টর গুলিতে দেদার কেনাবেচা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement