সোনা কিনলে মিলছে ডিসকাউন্ট ? জেনে নিন কোথায়....

Last Updated:

বিনিয়োগকারীদের কাছে সাবস্ক্রিপশন কেনার সময় আজ অর্থাৎ সোমার (১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের) পর্যন্ত রয়েছে ৷

#নয়াদিল্লি: সোমবার থেকে Sovereign Gold Bond-এর সাবস্ক্রিপশন খুলে যাচ্ছে ৷ কেন্দ্র সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ক এবার গোল্ড সাবস্ক্রিপশনের টাকা ৫০৫১ টাকা প্রতি ১০ গ্রামে ঠিক করেছে ৷ অনলাইন আবেদন করলে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় মিলবে ৷ অনলাইন আবেদনকারীদের ক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য হবে ৫০০১ টাকা ৷ এটা ২০২০-২১ আর্থিক বছরের সপ্তম সিরিজ (Sovereign Gold Bond Scheme 2020-21-Series VII) ৷ বিনিয়োগকারীদের কাছে সাবস্ক্রিপশন কেনার সময় আজ অর্থাৎ সোমার (১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের)  পর্যন্ত রয়েছে ৷
গোল্ড বন্ডের ম্যাচিউরিটি পিরিয়ড ৮ বছরের হয়ে থাকে ৷ ইনভেস্টের ৫ বছর পর এটা তুলে নেওয়া যেতে পারে ৷ ম্যাচিউরিটির সময় সোনার তৎকালীন দামের উপর মূল্য ঠিক করা হয় ৷ আপনিও এখানে ইনভেস্ট করতে চাইলে আগে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন ৷
১. অগাস্ট মাসে সোনার দাম এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ছিল ৷ এরপর সোনার দাম পড়তে থাকে ৷ এই গোল্ড বন্ডের ইস্যু এমন সময় আসছে যখন সোনার দাম পড়ছে ৷ বর্তমানে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৫৬,২০০ টাকা ৷
advertisement
advertisement
২. আরবিআই গোল্ড বন্ডে সোনার দাম IBJA এর মাধ্যমে পাবলিশ করা ক্লোজিং প্রাইসের উপর নির্ভর করে ঠিক করেছে ৷ এটা ৯৯৯ শুদ্ধতার সোনার জন্য ৷
৩. এই বন্ডটি কেন্দ্র সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্ক জারি করে থাকে ৷
৪. এই স্কিমটি নভেম্বর ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল ৷ দেশে ফিজিক্যাল গোল্ডের চাহিদা কম করা এবং এর মাধ্যমে সাধারণ মানুষের সেভিংসে সাহায্য করার জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছিল ৷
advertisement
৫. এই স্কিমে ন্যূনতম ১ গ্রাম সোনাতে ইনভেস্ট করতে হবে ৷
৬. গোল্ড বন্ডে স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, পেমেন্ট ব্যাঙ্গ, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া, পোস্ট অফিস, NSE ও BSE এর মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন ৷
৭. ম্যাচিউরিটিতে একাধিক লাভ পাওয়া যাবে এই স্কিমে ৷
৮. গোল্ড বন্ডে বার্ষিক ২.৫০ শতাংশ হিসেবে সুদ পাওয়া যায় ৷
advertisement
৯. এখানে ইনভেস্ট করার ভাল জিনিস হল স্টোরেজের চিন্তা করতে হবে না ৷ ডিম্যাটে রাখলে জিএসটিও দিতে হয় না ৷
১০. গোল্ড বন্ডের ম্যাচিউরিটিতে ক্যাপিটল গেন হলে ট্যাক্স ছাড় মিলবে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সোনা কিনলে মিলছে ডিসকাউন্ট ? জেনে নিন কোথায়....
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement