টাকা তুললে লাগবে চার্জ, জানাচ্ছে SBI

Last Updated:

সার্ভিস চার্জ পুনর্মূল্যায়ন করার পর স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয় যে সমস্ত এটিএম উইথড্রল'-এ চার্জ নেওয়া হবে না।

#নয়াদিল্লি: পাঁচবার কিংবা তিনবার নয়, এসবিআই এটিএম থেকে টাকা তুললে প্রতিবারই কাটবে ২৫ টাকা ৷ জুন মাসের পয়লা দিন থেকেই এমনই নিয়ম জারি করছে স্টেট ব্যাঙ্ক বলে খবর আসে ৷ একইসঙ্গে ৫০০০ টাকার বেশি পুরনো ময়লা নোট পাল্টাতে গেলেও বাড়তি চার্জ লাগু করছে বলে জল্পনা সামনে আসে ৷ বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল ৷ তবে সেই সময় স্টেট ব্যাঙ্কের তরফে কিছু জানানো হয়নি ৷ এইবার সেই বিষয়ে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে সার্ভিস চার্জ পুনর্মূল্যায়ন করা হয়েছে ৷
সার্ভিস চার্জ পুনর্মূল্যায়ন করার পর স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয় যে সমস্ত এটিএম  উইথড্রল'-এ চার্জ নেওয়া হবে না। শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক বাডির মাধ্যমে এটিএম থেকে টাকা তুলে প্রত্যেক লেনদেনের জন্য দিতে হবে ২৫ টাকা ৷ সম্প্রতি ব্যাঙ্কের মোবাইল ওয়ালেটের মাধ্যমে এটিএম থেকে টাকা উইথড্রলয়ের নতুন পরিষেবা চালু করা হয়েছিল স্টেট ব্যাঙ্কের তরফে ৷
advertisement
sbi
advertisement
স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জানিয়েছেন, ‘যদি কোনও গ্রাহক এসবিআই বাডিতে টাকা রেখে থাকেন তাহলে তিনি সেই টাকা এটিএম-র মাধমে তুলতে পারবেন ৷এছাড়াও মোবাইল ওয়ালেটের বিজনেস করসপন্ডেন্স (বিসি) মাধ্যমে টাকা জমা দেওয়া এবং তোলার সুবিধা রয়েছে ৷ নতুন সার্ভিস চার্জ পয়লা জুন থেকে লাগু করা হবে ৷
advertisement
বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডিপোডিট অ্যাকাউন্ট ও জনধন অ্যাকাউন্টে থেকে মাসে বিনামূল্যে চারবার টাকা তোলা যাবে ৷  অন্যান্য সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে মেট্রো শহরে ৮টি এটিএম লেনদেন বিনামূল্যে করা যাবে (৫টি এসবিআই এটিএম, ৩টি অন্যান্য ব্যাঙ্কের এটিএম) ৷ নন মেট্রো শহরের ক্ষেত্রে এসবিআই এটিএম থেকে পাঁচবার ও অন্য এটিএম থেকে তিনবার লেনদেন করা যাবে ৷
advertisement
এছাড়াও IMPS, অনলাইন ফান্ড ট্রান্সফার, পুরনো নোট বদলানো, এটিএম কার্ডের চার্জ ও নতুন চেক বইয়ের জন্য চার্জ পুনর্বিবেচিত করা হয়েছে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকা তুললে লাগবে চার্জ, জানাচ্ছে SBI
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement