SBI এর মনসুন অফারে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন বিশেষ ছাড়

Last Updated:

এখন এই ফি দিতে না হলে অনেকটাই স্বস্তি পাবেন গ্রাহকরা ৷

#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে এখন হচ্ছে একদম সঠিক সময় ৷ বর্তমানে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোন গ্রাহকদের জন্য মনসুন ধামাকা অফারের ঘোষণা করেছে ৷ এই অফারে এসবিআই হোম লোনের প্রোসেসিং ফি-র উপরে ১০০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছে ৷
স্টেট ব্যাঙ্কের হোম লোনে সুদের হার ৬.৭০ শতাংশ থেকে শুরু হয় ৷ ব্যাঙ্কের তরপে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ০.৪০ শতাংশ প্রোসেসিং ফি দিতে হয় ৷ এখন এই ফি দিতে না হলে অনেকটাই স্বস্তি পাবেন গ্রাহকরা ৷ তব এই অফার নির্দিষ্ট একটি সময়ের জন্য অর্থাৎ ৩১ অগাস্ট ২০২১ পর্যন্ত প্রযোজ্য ৷
advertisement
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই অফারের বিষয়ে জানানো হয়েছে ৷ নতুন বাড়ি কিনলে ০ প্রোসেসিং ফি-তে স্টেট ব্যাঙ্কের লোন নিতে পারবেন গ্রাহকরা ৷ এর জন্য গ্রাহকদের https://sbiyono.sbi ভিজিট করতে হবে ৷ ৩১ অফার ২০২১ পর্যন্ত এই অফার মিলবে ৷
স্টেট ব্যাঙ্কের এমডি সি এস সেট্টি জানিয়েছেন, ‘হোম লোন গ্রাহকদের জন্য ব্যাঙ্ক এই অফার নিয়ে এসেছে ৷ প্রোসেসিং ফি-তে ছাড় দেওয়ায় বাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI এর মনসুন অফারে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন বিশেষ ছাড়
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement