#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে এখন হচ্ছে একদম সঠিক সময় ৷ বর্তমানে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোন গ্রাহকদের জন্য মনসুন ধামাকা অফারের ঘোষণা করেছে ৷ এই অফারে এসবিআই হোম লোনের প্রোসেসিং ফি-র উপরে ১০০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করেছে ৷
স্টেট ব্যাঙ্কের হোম লোনে সুদের হার ৬.৭০ শতাংশ থেকে শুরু হয় ৷ ব্যাঙ্কের তরপে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ০.৪০ শতাংশ প্রোসেসিং ফি দিতে হয় ৷ এখন এই ফি দিতে না হলে অনেকটাই স্বস্তি পাবেন গ্রাহকরা ৷ তব এই অফার নির্দিষ্ট একটি সময়ের জন্য অর্থাৎ ৩১ অগাস্ট ২০২১ পর্যন্ত প্রযোজ্য ৷
It’s raining offers for new home buyers! Apply for a Home Loan with NIL* processing fee. What are you waiting for? Visit: https://t.co/N45cZ1V1Db *T&C Apply #HomeLoan #SBI #StateBankOfIndia #MonsoonDhamakaOffer pic.twitter.com/nDbPb7oBhF
— State Bank of India (@TheOfficialSBI) July 31, 2021
ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই অফারের বিষয়ে জানানো হয়েছে ৷ নতুন বাড়ি কিনলে ০ প্রোসেসিং ফি-তে স্টেট ব্যাঙ্কের লোন নিতে পারবেন গ্রাহকরা ৷ এর জন্য গ্রাহকদের https://sbiyono.sbi ভিজিট করতে হবে ৷ ৩১ অফার ২০২১ পর্যন্ত এই অফার মিলবে ৷
স্টেট ব্যাঙ্কের এমডি সি এস সেট্টি জানিয়েছেন, ‘হোম লোন গ্রাহকদের জন্য ব্যাঙ্ক এই অফার নিয়ে এসেছে ৷ প্রোসেসিং ফি-তে ছাড় দেওয়ায় বাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের অনেকটাই সুবিধা হবে ৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Home Loan, Processing fee, SBI