SBI Scheme: SBI গ্রাহকদের জন্য বিরাট সুখবর! প্রতি মাসে টাকা পাবেন ঘরে বসে, কীভাবে মিলবে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
SBI Scheme: আপনি যদি এমন একটি স্কিমও খুঁজছেন তাহলে আপনি SBI-এর অ্যানুইটি ডিপোজিট স্কিমে ভাল রিটার্ন পেতে পারেন
নয়া দিল্লি: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর গ্রাহক রয়েছেন। গ্রাহকদের সাধারণত লক্ষ্য থাকে নিরাপদে কোনও স্কিমে বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের সঠিক উপায়। আপনি যদি এমন একটি স্কিমও খুঁজছেন, তাহলে আপনি SBI-এর অ্যানুইটি ডিপোজিট স্কিমে ভাল রিটার্ন পেতে পারেন।
SBI-এর এই স্কিমে আপনাকে কিছু টাকা জমা করতে হবে। এরপর প্রতি মাসে সুদসহ আয়ের নিশ্চয়তা থাকে। SBI-এর অ্যানুইটি ডিপোজিট স্কিম (annuity deposit scheme) গ্রাহককে প্রতি মাসে মূল পরিমাণের সঙ্গে মোটা সুদ দেওয়া হয়। অ্যাকাউন্টে জমা করা পরিমাণের উপর প্রতি ত্রৈমাসিকে সুদের চক্রবৃদ্ধির হিসাব করা হয়।
advertisement
কত টাকা জমা করা যাবে?
এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, আপনাকে সেভিংস অ্যাকাউন্টের চেয়ে অ্যানুইটি ডিপোজিট স্কিমের অধীনে জমা করা পরিমাণে বেশি সুদ দেওয়া হয়। এই স্কিমে সর্বোচ্চ টাকা জমার কোনও সীমা নেই। আপনি এই স্কিমের মধ্যে ন্যূনতম আমানত কমপক্ষে ১০০০ টাকা জমা করতে পারেন। এতে, ব্যাঙ্ক আপনাকে ইউনিভার্সাল পাসবুকও জারি করবে।
advertisement
এই স্কিমের অধীনে বিনিয়োগ ৩৬, ৬০, ৮৪ এবং ১২০ মাসের জন্য করা যেতে পারে। ওভারড্রাফ্ট সুবিধাও পাওয়া যায়। এই স্কিমে ডিপোজিটের পরের মাসে নির্ধারিত তারিখ থেকে বার্ষিক অর্থ প্রদান করতে হবে। টিডিএস কেটে নেওয়ার পরে বার্ষিক অর্থ প্রদান করা হবে। গ্রাহকের ব্যাঙ্কে থাকা সেভিংস অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্টে টাকা জমা করা হবে।
advertisement
এসবিআই-এর এই স্কিমটি জরুরি অবস্থাতেও প্রয়োজনের সমস্ত সাহায্য করবে। প্রয়োজনে আপনি বার্ষিক ভারসাম্যের ৭৫ শতাংশ পর্যন্ত ওভারড্রাফ্ট করতে পারেন। আপনি যদি SBI-এর অ্যানুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনি যে কোনও নিকটবর্তী শাখায় গিয়ে এর জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। এই স্কিমটি SBI-এর সমস্ত শাখায় উপলব্ধ।
advertisement
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্কিমের অ্যাকাউন্ট ব্যাঙ্কের এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করা যেতে পারে। এতে ই-নোমিনেশনের সুবিধাও রয়েছে। এই অ্যাকাউন্টে একক বা যৌথ হোল্ডিং হতে পারে। আমানতকারীর মৃত্যুর ক্ষেত্রে এই স্কিমটি সময়ের আগেই বন্ধ করা যেতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 1:42 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI Scheme: SBI গ্রাহকদের জন্য বিরাট সুখবর! প্রতি মাসে টাকা পাবেন ঘরে বসে, কীভাবে মিলবে