#নয়াদিল্লি: কোনও রকম ঝুঁকি না নিয়ে সঞ্চিত অর্থ থেকে একটু বেশি সুদ পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাধারণত সেভিংস এ অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন বার্ষিক রিটার্ন পাওয়া যায় ২.৭% । এসবিআই-এর অফিশিয়াল ওয়েবসাইট বলছে, এসবিআই সেভিং প্লাস অ্যাকাউন্ট খুললে এর থেকে বেশি সুদ মিলবে।
সংস্থার বিবৃতিতে বলা হচ্ছ, এই অ্যাকাউন্টটি একটি মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ অ্যাকাউন্টটির উদ্বৃত্ত অর্থ ১০০০- এর গুণিতক হিসেবে ১ থেকে ৫ বছরের মেয়াদে টার্ম ডিপোজিট হিসেবে সঞ্চিত থাকবে।
টার্ম ডিপোজিটের ক্ষেত্রে ১০ হাজার থেকে ৩৫ হাজার টাকা ওই অ্যাকাউন্ট থেকে আলাদা করে সরিয়ে রাখা যাবে এক একবারে।
পাশাপাশি কাস্টমারকে ২৫ পাতার একটি চেকবুক দেওয়া হবে। এর জন্য নেয়া হবে ন্যূনতম একটি খরচ।
অন্যান্য এসবিআই সেভিংস অ্যাকাউন্টের মতই এসবিআই সেভিংস অ্যাকাউন্টের এটিএম কার্ড নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস অ্যালার্ট সুবিধা পাওয়া যাবে।
এমনকি এমওডিএস অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহক ঋণের জন্য আবেদন জানাতে পারেন।
সর্বাধিক ব্যালেন্সের কোন উর্ধ্বসীমা নেই এই অ্যাকাউন্টে।
অ্যাকাউন্টে মাসে টাকা রাখার কোনও গড় রাশি নেই।
ভ্যালিড কেওয়াইসি নথি থাকলে যে কেউ এই অ্যাকাউন্টে টাকা রাখার যোগ্য। একা বা যৌথ ভাবে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।