নেই কোনও লক-ইন পিরিয়ড, SBI-এর এই FD হয়ে উঠতে পারে বিনিয়োগের দারুণ বিকল্প
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
এখানে এসবিআই (এমওডিএস) স্কিমের কথা বলা হচ্ছে। এর পুরো নাম হল- SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম।
বিনিয়োগকারীদের জন্য এসবিআই এমন একটি এফডি স্কিম তৈরি করেছে, যেখানে লক-ইন পিরিয়ডের কোনও ঝামেলা নেই। বিনিয়োগকারী যত দিন চাইবেন, তত দিন এতে টাকা জমা রাখতে পারেন। আর সেই এফডি-তে সুদ পেতে পারেন। তবে এক্ষেত্রে প্রয়োজনে বিনিয়োগকারী এটিএম থেকে টাকাও তুলতে পারবেন। এমনিতে সাধারণ ভাবে যখন বিনিয়োগকারী এফডি-তে বিনিয়োগ করেন, তখন তাঁকে মেয়াদপূর্তি পর্যন্ত টাকা জমা রাখতেই হয়। মাঝে যদি তা ভেঙে ফেলা হয়, তাহলে জরিমানা গুনতে হয়। তাই এসবিআই-এর এই বিশেষ এফডি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই স্কিমটি কী?
এখানে এসবিআই (এমওডিএস) স্কিমের কথা বলা হচ্ছে। এর পুরো নাম হল- SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম। এই স্কিমে বিনিয়োগকারী অন্যান্য এফডি-র মতোই সুদ পান। এই স্কিমের সুবিধা হল- এখানে বিনিয়োগকারীর টাকা সব সময় লিক্যুইড থাকে। অর্থাৎ বিনিয়োগকারী এফডি-র মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় টাকা তুলতে পারবেন। কিন্তু তাতেও তাঁকে শাস্তির মুখে পড়তে হবে না।
advertisement
advertisement
এটিএম থেকে টাকা তোলার সুবিধা:
বিনিয়োগকারী এটিএম বা চেকের মাধ্যমে তুলতে পারবেন এই টাকা। আসলে এই এফডি স্কিমটি গ্রাহকের সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে রাখা হয়। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা এটিএমের সাহায্যে যে কোনও সময় এফডি থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তোলার সুবিধা পেয়ে যান।
advertisement
সম্পূর্ণ পরিমাণ টাকা তোলার প্রয়োজন নেই:
সাধারণত যখন বিনিয়োগকারী একটি এফডি ভাঙেন, তখন তিনি সম্পূর্ণ পরিমাণ টাকা তুলে নেন। কিন্তু SBI (MODS)-এর ক্ষেত্রে এটি করার প্রয়োজন হয় না। বিনিয়োগকারী নিজের প্রয়োজন অনুযায়ী ১,০০০ টাকার গুণিতকে অর্থাৎ ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা করে টাকা তুলতে পারবেন। টাকা তোলার পরে অবশিষ্ট টাকার উপর এফডি-তে সুদ আসতে থাকবে।
advertisement
SBI (MODS)-এর সুদের হার:
SBI (MODS)-এ আপনি এক বছর থেকে ৫ বছর পর্যন্ত সময়ের জন্য টাকা জমা করতে পারবেন। সুদের হার বছরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। সাধারণ এফডির মতো এক্ষেত্রেও প্রবীণ নাগরিকরা ০.৫০% অতিরিক্ত সুদ পান। এই স্কিমে নমিনির সুবিধাও পাওয়া যায়।
advertisement
জরুরি তথ্য:
বিনিয়োগকারী প্রয়োজনে এই অ্যাকাউন্টটি অন্য শাখায় স্থানান্তর করতে পারেন। MOD অ্যাকাউন্টে অটো-স্যুইপ ফেসিলিটিও পাওয়া যায়। আসলে এক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করতে হয়। এর ফলে বিনিয়োগকারীর ডিপোজিটের পরিমাণ সেই সীমার উপরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্ক অটো-স্যুইপের মাধ্যমে সেই অতিরিক্ত টাকা এফডি-তে জমা করে দেয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 30, 2025 3:57 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নেই কোনও লক-ইন পিরিয়ড, SBI-এর এই FD হয়ে উঠতে পারে বিনিয়োগের দারুণ বিকল্প