অ্যালার্ট জারি স্টেট ব্যাঙ্কের! এই নম্বর থেকে থাকুন সাবধান, একটি মেসেজে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

SBI গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচানোর জন্য অ্যালার্ট জারি করেছে ৷

#নয়াদিল্লি: প্রায় প্রতিদিনই অনলাইন ফ্রডের ঘটনা বেড়েই চলেছে ৷ সম্প্রতি অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি অ্যালার্ট জারি করা হয়েছে ৷ আপনারও যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যান ৷
আপনার একটি ছোট ভুলের কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যেতে পারে সমস্ত টাকা ৷ SBI গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচানোর জন্য অ্যালার্ট জারি করেছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank account) থেকে Unauthorized transactions বাড়তে থাকা মামলা দেখে গ্রাহকদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের নাম করে ফ্রড মেসেজ আসছে গ্রাহকদের কাছে ৷ এই বিষয়ে একজন স্টেট ব্যাঙ্ককে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ফ্রড মেসেজটি নিয়ে একজন গ্রাহক @TheOfficialSBI ও @Cybercellindia ট্যাগ করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) থেকে এই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করেছেন ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে ওই ব্যক্তির এই পদক্ষেপকে প্রশংসা করা হয়েছে ৷ পাশাপাশি এরকম মেসেজ থেকে সাবধান থাকার কথা বলা হয়েছে ৷ শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, একটি বন্ধ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করার জন্য ফেক মেসেজ পাঠানো হয়েছে ৷ মেসেজে 8509007591 পাঠিয়ে বলা হয়েছে এই নম্বরে সার্পোট টিমের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্য শেয়ার করুন ৷
advertisement
এই ধরনের মেসেজ, ইমেল, ফোন কল বা লিঙ্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের ৷ সাইবার ক্রাইমের ঘটনা যে ভাবে বেড়ে চলেছে তার জন্য প্রতিনিয়ত ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সাবধান ও সতর্ক থাকতে বলা হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য ভুলেও শেয়ার করতে মানা করা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে এরকম পার্সোনাল তথ্য কখনও ফোনে চাওয়া হয় না ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অ্যালার্ট জারি স্টেট ব্যাঙ্কের! এই নম্বর থেকে থাকুন সাবধান, একটি মেসেজে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement