অ্যালার্ট জারি স্টেট ব্যাঙ্কের! এই নম্বর থেকে থাকুন সাবধান, একটি মেসেজে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
SBI গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচানোর জন্য অ্যালার্ট জারি করেছে ৷
#নয়াদিল্লি: প্রায় প্রতিদিনই অনলাইন ফ্রডের ঘটনা বেড়েই চলেছে ৷ সম্প্রতি অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে একটি অ্যালার্ট জারি করা হয়েছে ৷ আপনারও যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সাবধান হয়ে যান ৷
আপনার একটি ছোট ভুলের কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খালি হয়ে যেতে পারে সমস্ত টাকা ৷ SBI গ্রাহকদের অনলাইন ফ্রড থেকে বাঁচানোর জন্য অ্যালার্ট জারি করেছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank account) থেকে Unauthorized transactions বাড়তে থাকা মামলা দেখে গ্রাহকদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্কের নাম করে ফ্রড মেসেজ আসছে গ্রাহকদের কাছে ৷ এই বিষয়ে একজন স্টেট ব্যাঙ্ককে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ফ্রড মেসেজটি নিয়ে একজন গ্রাহক @TheOfficialSBI ও @Cybercellindia ট্যাগ করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India) থেকে এই সংক্রান্ত তথ্য জানার চেষ্টা করেছেন ৷
advertisement
advertisement
ব্যাঙ্কের তরফে ওই ব্যক্তির এই পদক্ষেপকে প্রশংসা করা হয়েছে ৷ পাশাপাশি এরকম মেসেজ থেকে সাবধান থাকার কথা বলা হয়েছে ৷ শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা গিয়েছে, একটি বন্ধ অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করার জন্য ফেক মেসেজ পাঠানো হয়েছে ৷ মেসেজে 8509007591 পাঠিয়ে বলা হয়েছে এই নম্বরে সার্পোট টিমের সঙ্গে যোগাযোগ করে আপনার তথ্য শেয়ার করুন ৷
advertisement
এই ধরনের মেসেজ, ইমেল, ফোন কল বা লিঙ্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের ৷ সাইবার ক্রাইমের ঘটনা যে ভাবে বেড়ে চলেছে তার জন্য প্রতিনিয়ত ব্যাঙ্কের তরফে গ্রাহকদের সাবধান ও সতর্ক থাকতে বলা হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য ভুলেও শেয়ার করতে মানা করা হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে এরকম পার্সোনাল তথ্য কখনও ফোনে চাওয়া হয় না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2021 10:56 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অ্যালার্ট জারি স্টেট ব্যাঙ্কের! এই নম্বর থেকে থাকুন সাবধান, একটি মেসেজে খালি হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট