SBI ATM Franchise Business Idea: বাকিরা কাজ করবে, পকেট ভরবে আপনার! বাড়িতে বসে এভাবে আয় করুন মাসে ৯০ হাজার টাকা

Last Updated:

SBI ATM Franchise Business Idea: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SBI ATM ফ্র্যাঞ্চাইজি বিজনেস দিয়ে ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে।

বাড়িতে বসে এভাবে আয় করুন মাসে ৯০ হাজার টাকা
বাড়িতে বসে এভাবে আয় করুন মাসে ৯০ হাজার টাকা
নয়া দিল্লি: আপনি ঘরে বসে প্রতি মাসে ৯০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারেন। এটিএম-এর মাধ্যমে আয় করার বড় সুযোগ দিচ্ছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক SBI।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার SBI ATM ফ্র্যাঞ্চাইজি বিজনেস দিয়ে ঘরে বসে আয় করার সুযোগ দিচ্ছে। তবে এই ব্যবসার জন্য কিছু শর্তাবলী রয়েছে, তা মাথায় রেখে আপনি আবেদন করতে পারেন।
এসবিআই এটিএম ফ্র্যাঞ্চাইজি অফার একটি কম খরচে বিনিয়োগ ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে, আপনি প্রতি মাসে ৪৫ হাজার থেকে ৯০ হাজার টাকা আয় করতে পারেন। তবে এটিএম থেকে প্রতিদিন ৩০০ থেকে ৫০০টি লেনদেন হলে তবেই টাকা পাবেন।
advertisement
advertisement
SBI ATM ফ্র্যাঞ্চাইজির জন্য প্রায় ৫ লাখের বিনিয়োগ প্রয়োজন। যার মধ্যে ২ লক্ষ হল SBI দ্বারা সংরক্ষিত ফেরতযোগ্য। বাকি ৩ লক্ষ হল কার্যকরী মূলধন। আপনি যদি চুক্তি শেষ হওয়ার আগে কোনও কারণে এটিএম চালানো বন্ধ করার সিদ্ধান্ত নেন, তাহলে SBI শুধুমাত্র ১ লাখ টাকা ফেরত দেবে।
SBI ফ্র্যাঞ্চাইজিতে এটিএম থেকে নগদে টাকা তোলা কিংবা জমা দেওয়ার ক্ষেত্রে ৮ টাকা এবং ক্যাশলেশ পরিষেবা এটিএমে ব্যবহার করা হলে প্রতি ক্ষেত্রে ২ টাকা মেলে। গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা, মিনি-স্টেটমেন্ট মতো পরিষেবাগুলি ইত্যাদি ক্যাশলেশ লেনদেনের আওতায় আসে।
advertisement
অর্থাৎ, কোনও ক্ষেত্রে একটি এটিএম থেকে যদি গড়ে প্রতিদিন ৩৫০ বার লেনদেন হয়। তাহলে মাসের ৩০ দিন হিসাবে সেটি হবে ১০,৫০০টি লেনদেন। এবার এই লেনদেনগুলি যদি টাকা তোলা কিংবা জমা দেওয়ার মতো হয় তাহলে প্রতিক্ষেত্রে ৮ টাকা মেলার কথা। ফলে এক্ষেত্রে ৮৪,০০০ টাকা পর্যন্ত মিলতে পারে।
এটিএম-এর জন্য বাণিজ্যিক স্থান ৫০ থেকে ৮০ বর্গফুট হওয়া উচিত।আপনার এটিএম অবস্থান থেকে ১০০ মিটারের মধ্যে অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থাকতে পারবে না। আবেদনকারীকে প্রতিদিন কমপক্ষে ৩০০ বা তার বেশি লেনদেনের গ্যারান্টি দিতে হবে। এটিএম সুরক্ষার জন্য একটি শক্ত কংক্রিটের ছাদ থাকা প্রয়োজন। এটিএম V-SAT ইনস্টলেশনের জন্য কর্তৃপক্ষ বা সমিতির কাছ থেকে এনওসি শংসাপত্র প্রাপ্ত করা বাধ্যতামূলক।
advertisement
এসবিআই এটিএম ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য বাধ্যতামূলক কেওয়াইসি যাচাইকরণ সম্পূর্ণ করতে হবে। এর মধ্যে রয়েছে আইডি প্রমাণের জন্য প্যান, আধার বা ভোটার কার্ড, ঠিকানা প্রমাণ হিসাবে বিদ্যুৎ বিল, রেশন কার্ড এবং ব্যাঙ্কের পাসবুক, ৪টি পাসপোর্ট আকারের ছবি, বৈধ ইমেল আইডি, রেজিস্ট্রার করা ফোন নম্বর এবং জিএসটি নম্বর ইত্যাদি।
advertisement
SBI ATM ফ্র্যাঞ্চাইজি আবেদন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে করা যেতে পারে। আবেদন করার পরে, SBI ATM ফ্র্যাঞ্চাইজি টিমের তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনাকে SBI-এর কাছে একটি আবেদনপত্র পূরণ করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
SBI ATM Franchise Business Idea: বাকিরা কাজ করবে, পকেট ভরবে আপনার! বাড়িতে বসে এভাবে আয় করুন মাসে ৯০ হাজার টাকা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement