ভুলে এই লিঙ্কে ক্লিক করবেন না, খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সতর্ক করল SBI

Last Updated:

সম্প্রতি ফ্রি গিফ্টের নাম করে গ্রাহকদের নিজেদের ফাঁদে ফেলছে প্রতারকরা ৷

#নয়াদিল্লি: ৪৪ কোটি গ্রাহকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল স্টেট ব্যাঙ্ক ৷ সম্প্রতি ফ্রি গিফ্টের নাম করে গ্রাহকদের নিজেদের ফাঁদে ফেলছে প্রতারকরা ৷ এই বিষয়ে ব্যাঙ্কের পক্ষে সতর্ক করা হল গ্রাহকদের ৷ ব্যাঙ্কের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, প্রতারকরা ফ্রি গিফ্টের নামে একটি লিঙ্ক পাঠাচ্ছে গ্রাহকদের এবং তাতে ক্লিক করতে বলা হচ্ছে ৷ লিঙ্কে ক্লিক করলেই প্রতারকরা আপনার সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে, যা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে বা অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ৷
স্টেট ব্যাঙ্কের ট্যুইটে কী বলা হয়েছে ?
ট্যুইটে স্টেট ব্যাঙ্কের তরফে জিজ্ঞাসা করা হয়েছে, আপনাদের কাছেও এরকম লিঙ্ক এসেছে কী ? যদি ইনবক্সে এরকম কোনও লিঙ্ক থাকে ভুলেও তাতে ক্লিক করবেন না ৷ এই ফিশিং লিঙ্কে ক্লিক করলেই আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে ৷ অজানা বা অচেনা কোনও লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না ৷
advertisement
গ্রাহকদের সতর্ক করল স্টেট ব্যাঙ্ক
advertisement
  • আপনার জন্মদিন, ডেবিট কার্ড নম্বর, ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার আইডি ও পাসওয়ার্ড, ডেবিট কার্ড পিন,সিভিভি ও ওটিপি নম্বর ভুলেও কারোর সঙ্গে শেয়ার করবেন
  • এছাড়া এসবিআই, আরবিআই, সরকার, অফিস, পুলিশ ও কেয়াইসি অথোরিটির নামে ফোন এলে সাবধান হয়ে যাবেন
  • অচেনা সোর্স থেকে ভুলেও কোনও অ্যাপ ডাউনলোড বা খুলবে না
  • অচেনা কেউ কোনও মেল বা লিঙ্ক পাঠালে ভুলেও ক্লিক করবেন না
  • ফেক অফার্স ও মেসেজ এখন সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ৷ সব সময় সতর্ক থাকবেন ৷ একটা ভুলে খোয়াতে পারেন আপনার সমস্ত টাকা
advertisement
এছাড়া স্টেট ব্যাঙ্কের তরফে একাধিকবার গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে যে কোনও রকমের ব্যাঙ্কিং লেনদেন করার সময় পাবলিক ইন্টারনেট পরিষেবা ব্যবহার না করতে ৷ পাবলিক ইন্টারনেট থেকে লিক হয়ে যেতে পারে আপনার তথ্য ৷ লকডাউনের পর থেকে যেমন ডিজিটাল লেনদেন বেড়েছে তেমনই বেড়েছে অনলাইন ফ্রডের ঘটনা ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ভুলে এই লিঙ্কে ক্লিক করবেন না, খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সতর্ক করল SBI
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement