#মুম্বই: ক্রমশই খারাপ হচ্ছে পরিস্থিতি । গতকালই বিশ্ববাজারে সর্বকালীন পতন হয়েছিল ভারতীয় মুদ্রার । কিন্তু আজ বাজার খুলতেই আরও একবার ঐতিহাসিক পতন হল টাকার ।
গতকাল এক ডলার সাপেক্ষে টাকার দর দাঁড়িয়েছিল ৭০.৮২তে । চলতি বছরেই সেটাই ছিল সর্বকালীন রেকর্ড । কিন্তু আজ সেই মূল্য গিয়ে ঠেকেছে ৭০.৯৬ তে। সকাল ৯টা বেজে ৮ মিনিটেই এই পতন হয় টাকার। এই হ্রাসের হার প্রায় ০.৩১ শতাংশ । আজই প্রথম দফার জিডিপি রিপোর্ট পেশ করবে সরকার, তার মধ্যে টাকার পতন হওয়ার স্বভাবতই বাড়ছে সমস্যা । অর্থনীতিবিদদের মতে এই অঙ্কটা ৭১ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও আছে ।
Indian #Rupee now at 70.96 versus the US dollar. pic.twitter.com/mWhh9oFUpC
— ANI (@ANI) August 31, 2018
একদিকে কমছে টাকার দাম, অন্যদিকে চড়ছে পেট্রোপণ্যের দাম । গতকালই রেকর্ড দাম হয়েছিল ডিজেলের । আজও দিল্লিতে বেড়েছে পেট্রোলের দাম । আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে ডলারের দাম, এদিকে জ্বালানি সরবরাহ করতেই প্রচুর ডলার গুনতে হচ্ছে দিল্লিকে । সবমিলিয়ে অবস্থা এখন রীতিমত আশঙ্কাজনক ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian rupee hits historic low, International price rate, Rupee