টাকায় রেকর্ড পতন !
Last Updated:
শুক্রবার টাকার দাম পড়ল সবচেয়ে বেশি ৷ ডলারের তুলনায় টাকার মূল্য হল ৬৯ টাকা ১২ পয়সা , যা সাম্প্রতিক কালে সবচেয়ে কম ৷ এর কারণ হিসেবে উঠে আসছে চিনা মুদ্রার দাম পড়ে যাওয়া ৷
#মুম্বই: শুক্রবার টাকার দাম পড়ল সবচেয়ে বেশি ৷ ডলারের তুলনায় টাকার মূল্য হল ৬৯ টাকা ১২ পয়সা , যা সাম্প্রতিক কালে সবচেয়ে কম ৷ এর কারণ হিসেবে উঠে আসছে চিনা মুদ্রার দাম পড়ে যাওয়া ৷ মার্কিন ডলারের তুলনায় চিনা মুদ্রা ইউয়ানের দাম কমেছে প্রায় ৬. ৭৯ শতাংশ ৷ গত ২ বছরে এই রেকর্ড পতনের সাক্ষী থাকছে চিন ৷ চিন-আমেরিকা বাণিজ্য সম্পর্কে জটিলতার ফলে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বিধা রয়েছে ৷ যে কারণে এশিয়ার অন্যান্য দেশগুলিতেও কমেছে তাঁদের নিজস্ব মুদ্রার দাম। যার প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রায় ৷ সকালে টাকার মূল্য অনেকটা কম থাকলেও, পরের দিকে তা বেড়ে দাঁড়ায় ৬৮.৮৫ ৷
advertisement
এর আগে ২৮ জুন টাকার মূল্য কমে দাঁড়িয়েছিল ৬৯ টাকা ১০ পয়সা। কিন্তু শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় তা বেড়ে যায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2018 5:38 PM IST