জেনে নিন জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কে ভিড় যাতে না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারীর জেরে দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউনের জেরেই কাজকর্ম সকলেরই বন্ধ ছিল ৷ এর জেরে অর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে বহু মানুষকে ৷ এই সমস্ত মানুষের কথা মাথায় রেখে এবং তাদের আর্থিক সাহায্য করার জন্য মোদি সরকার মহিলাদের জনধন অ্যাকাউন্টে এপ্রিল থেকে তিন মাসের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে ট্রান্সফার করেছে ৷ তৃতীয় মাসের ৫০০ টাকা ৫ থেকে ১০ জুন পর্যন্ত চলে আসবে জনধন অ্যাকাউন্টে ৷
টাকা আসতেই যাতে ব্যাঙ্কে ভিড় জমা না হয় সেই জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ এর আগে সরকার ২ বার ৫০০-৫০০ করে টাকা জনধন অ্যাকাউন্টে পাঠিয়েছে ৷
ব্যাঙ্কে ভিড় যাতে না হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ অ্যাকাউন্ট নম্বরের সংখ্যার উপর নির্ভর করে টাকা তুলতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ ব্যাঙ্কের শাখায় গিয়ে বা এটিএম থেকে টাকা তোলা যেতে পারবে ৷
advertisement
advertisement
টাকা তোলার নিয়ম-
যে জনধন অ্যাকাউন্ট নম্বরের শেষে ০ বা ১ থাকবে তাদের অ্যাকাউন্টে ৫ জুন টাকা ঢুকে গিয়েছে ৷
যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ২ ও ৩ থাকবে ৬ জুন টাকা চলে এসেছে অ্যাকাউন্টে ৷
অ্যাকাউন্ট নম্বরের শেষে ৪ বা ৫ থাকলে তাদের অ্যাকাউন্টে ৮ জুন পর্যন্ত টাকা চলে আসার কথা ৷
advertisement
যাদের অ্যাকাউন্টের শেষে ৬ বা ৭ রয়েছে তারা ৯ জুন টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে ৷
আর যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ৮ বা ৯ রয়েছে তারা ১০ জুন টাকা তুলতে পারবেন ৷
এই যোজনায় গরিব মানুষেরা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট থাকলে গ্রাহকরা একাধিক সুবিধা পেয়ে থাকেন ৷ দেশে বর্তমানে ৩৮.৫৭ কোটি মানুষের জনধন অ্যাকাউন্ট রয়েছে ৷ এর মধ্যে প্রায় ২০.০৫ কোটি অ্যাকাউন্ট মহিলাদের নামে রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2020 11:24 PM IST