আজ থেকে বদলাতে চলেছে ATM ও ব্যাঙ্ক সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি....

Last Updated:

কেন্দ্রের তরফে দেওয়া ছাড় ৩০ জুন অর্থাৎ গতকাল শেষ হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে ২৪ মার্চ ২০২০ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন যে আগামী ৩ মাসের জন্য ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না গ্রাহকদের ৷ পাশাপাশি ৩ মাসের জন্য এটিএম চার্জেও ছাড় দেওয়া হয়েছিল ৷ অর্থমন্ত্রী জানান গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷ এবং যত বার ইচ্ছে লেনদেন করতে পারবেন ৷ এর মূল উদ্দেশ্য ছিল যে গ্রাহকদের যাতে ব্যাঙ্কে বা দূরে কোনও এটিএমে যেতে না হয় ৷ এই ছাড় ৩০ জুন পর্যন্ত দেওয়া হয়েছিল ৷
দেশের বেশিরভাগ ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহদের থেকে পেনাল্টি চার্জ নেওয়া হয়ে থাকে ৷ কেন্দ্রের তরফে দেওয়া ছাড় ৩০ জুন অর্থাৎ গতকাল শেষ হয়ে গিয়েছে ৷ তবে এরপর কোনও ব্যাঙ্কের তরফে তা বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি ৷ ফলে এই মাস থেকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে গ্রাহকদের বলে মনে করা হচ্ছে ৷ এবং তা না রাখলে দিতে হবে পেনাল্টি চার্জ ৷ একই ভাবে এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রেও নির্ধারিত লিমিটের বেশি লেনদেন করলে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷
advertisement
আগের নিয়ম অনুযায়ী গ্রাহকরা মেট্রো শহরে ৮ ও নন মেট্রো শহরে ১০টি ট্রানজাকশন করতে পারবেন বিনামূল্যে৷ নির্ধারিত লিমিটের বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে বদলাতে চলেছে ATM ও ব্যাঙ্ক সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নিয়মগুলি....
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement