#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে ২৪ মার্চ ২০২০ থেকে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছিলেন যে আগামী ৩ মাসের জন্য ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না গ্রাহকদের ৷ পাশাপাশি ৩ মাসের জন্য এটিএম চার্জেও ছাড় দেওয়া হয়েছিল ৷ অর্থমন্ত্রী জানান গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন ৷ এবং যত বার ইচ্ছে লেনদেন করতে পারবেন ৷ এর মূল উদ্দেশ্য ছিল যে গ্রাহকদের যাতে ব্যাঙ্কে বা দূরে কোনও এটিএমে যেতে না হয় ৷ এই ছাড় ৩০ জুন পর্যন্ত দেওয়া হয়েছিল ৷
দেশের বেশিরভাগ ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রাহদের থেকে পেনাল্টি চার্জ নেওয়া হয়ে থাকে ৷ কেন্দ্রের তরফে দেওয়া ছাড় ৩০ জুন অর্থাৎ গতকাল শেষ হয়ে গিয়েছে ৷ তবে এরপর কোনও ব্যাঙ্কের তরফে তা বাড়ানোর কোনও ঘোষণা করা হয়নি ৷ ফলে এই মাস থেকে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে গ্রাহকদের বলে মনে করা হচ্ছে ৷ এবং তা না রাখলে দিতে হবে পেনাল্টি চার্জ ৷ একই ভাবে এটিএম থেকে লেনদেনের ক্ষেত্রেও নির্ধারিত লিমিটের বেশি লেনদেন করলে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷
আগের নিয়ম অনুযায়ী গ্রাহকরা মেট্রো শহরে ৮ ও নন মেট্রো শহরে ১০টি ট্রানজাকশন করতে পারবেন বিনামূল্যে৷ নির্ধারিত লিমিটের বেশি লেনদেনের ক্ষেত্রে দিতে হবে অতিরিক্ত চার্জ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM Withdrawal Charges, Banking Service, Minimum Balance, Savings bank account