রানা কাপুরকে ৬০০ কোটি ঘুষ দিয়েছিল ডিএইচএফএল, অভিযোগ সিবিআই-এর

Last Updated:

সিবিআইয়ের অভিযোগ, রানা কাপুর ডিএইচএফএলের কপিল ওয়াধওয়ানের সঙ্গে অর্থনৈতিক ষড়যন্ত্রে জড়িত ছিলেন৷

#নয়া দিল্লি: সোমবার ইয়ের ব্যাঙ্ক নিয়ে অভিযোগের ভিত্তিতে সাতটি জায়গায় তল্লাশি চালাল সিবিআই৷ অভিযোগ, ডিএইচএফএল ইয়েস ব্যাঙ্কের রানা কাপুর ও তাঁর পরিবারকে ৬০০ কোটি টাকা ঘুষ দিয়েছিল৷ অভিযোগের প্রেক্ষিতে মুম্বইয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷
সিবিআইয়ের অভিযোগ, রানা কাপুর ডিএইচএফএলের কপিল ওয়াধওয়ানের সঙ্গে অর্থনৈতিক ষড়যন্ত্রে জড়িত ছিলেন৷ ডিএইচএফএলকে ইয়েস ব্যাঙ্ক থেকে বেশ কিছু অর্থনৈতিক সাহায্য পাইয়ে দিতে ইয়েস ব্যাঙ্ক প্রধানকে বেআইনিভাবে অর্থনৈতিক সাহায্য করা হয়েছিল৷
সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে, ২০১৮ সালের এপ্রিল-জুন নাগাদ এই দুর্নীতির ঘটনা ঘটতে শুরু করে৷ ইয়েস ব্যাঙ্ক প্রায় ৩৭০০ কোটি টাকা দেওয়ার হাউজিং প্রোজেক্টে বিনিয়োগ করে৷ পরিবর্তে রানা কাপুর ও তাঁর পরিবারকে ৬০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয় বলে অভিযোগ৷
advertisement
advertisement
এর আগে, সমস্যায় জর্জরিত ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)৷ তাঁর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ ওঠে৷ প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রবিবার ভোররাতে তাঁকে গ্রফতার করা হয়৷ শুক্রবার থেকেই রানা কাপুরের বাড়িতে পৌঁছয় ইডি কর্তারা৷ সেখান থেকেই গ্রেফতার হন ইয়েস ব্যাঙ্ক প্রতিষ্ঠাতা৷
১ মাস ৫০হাজার টাকার বেশি ইয়েস ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন না গ্রাহকরা, রিজার্ভ ব্যাঙ্কের এমন নির্দেশের পরই চাঞ্চল্য তৈরি হয়৷ তারপরই রানা কাপুরের বাড়িতে হানা দেন ইডি কর্তারা৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রানা কাপুরকে ৬০০ কোটি ঘুষ দিয়েছিল ডিএইচএফএল, অভিযোগ সিবিআই-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement