RIL Q2 Results: তেল থেকে রাসানিক উৎপাদনের ব্যবসা মার খেলেও নিট মুনাফা বেড়েছে প্রায় ৩০ শতাংশ! দাবি RIL-এর

Last Updated:

RIL Q2 Results: ২৭ অক্টোবরের প্রকাশিত রিপোর্টে ২০২৩-২৪ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৯,৮৭৮ কোটি টাকা নিট মুনাফার বিষয়টি জানানো হয়েছে। গত বছরের তুলনায় যা ২৯.৭ শতাংশ বেশি।

তেল থেকে রাসানিক উৎপাদনের ব্যবসা মার খেলেও নিট মুনাফা বেড়েছে প্রায় ৩০ শতাংশ! দাবি RIL-এর
তেল থেকে রাসানিক উৎপাদনের ব্যবসা মার খেলেও নিট মুনাফা বেড়েছে প্রায় ৩০ শতাংশ! দাবি RIL-এর
গত বছরের তুলনায় প্রায় ২৯.৭ শতাংশ মুনাফা বাড়িয়ে নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। ২৭ অক্টোবরের প্রকাশিত রিপোর্টে ২০২৩-২৪ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ১৯,৮৭৮ কোটি টাকা নিট মুনাফার বিষয়টি জানানো হয়েছে। গত বছরের তুলনায় যা ২৯.৭ শতাংশ বেশি। যদিও সংস্থার তৈল-রাসায়নিক ব্যবসায় রাজস্ব হ্রাস পেয়েছে। রিটেল, জিও এবং আপস্ট্রিম ব্যবসার ক্ষেত্রে শক্তিশালী কর্মক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে সংস্থার দাবি।
গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের সবচেয়ে দামি সংস্থা হিসেবে মোট রাজস্ব ২.৫৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে রিলায়েন্স। গত বছর এই পরিমাণ ছিল ২.৫২ লক্ষ কোটি টাকা।
সংস্থার মালিকদের জন্য নিট মুনাফা এই ত্রৈমাসিকে ১৭,৩৯৪ কোটি টাকা। গত বছর একই সময়ে তা ছিল ১৩,৬৫৬ কোটি টাকা ছিল। MoneyControl-এর সমীক্ষায় অনুমান করা হয়েছিল এই নিট লাভের পরিমাণ এবার ২৭.২ শতাংশ বেড়ে ১৭,৪৮২ কোটি টাকায় দাঁড়াবে। RIL-এর একত্রিত নিট বিক্রয় ২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ২.৩১ লক্ষ কোটি টাকায় দাঁড়াতে পারে বলে ইঙ্গিত রয়েছে। যা বছরে ০.৫ শতাংশের বেশি এবং ত্রৈমাসিকে ১১ শতাংশ।
advertisement
advertisement
২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে সুদ, কর, পরিকাঠামো এবং পরিশোধ (EBITDA)-এর পূর্বে RIL এর আয় ৩০.২ শতাংশ বেড়ে ৪৪,৮৬৭ কোটি টাকা হয়েছে।
সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, ‘শক্তির বাজারে অস্থিরতা সত্ত্বেও O2C সেগমেন্টের স্থিতিস্থাপক কর্মক্ষমতা সরবরাহ-সীমাবদ্ধ বাজারে জ্বালানির চাহিদার শক্তিশালী বৃদ্ধির নেতৃত্বে ছিল। দুর্বল বৈশ্বিক চাহিদা এবং সরবরাহ-ওভারহ্যাং ডাউনস্ট্রিম মার্জিনকে প্রভাবিত করে চলেছে।’
advertisement
তিনি বলেন, ‘তেল ও গ্যাস ব্যবসার বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য। KGD6 ব্লক থেকে উৎপাদন বেড়েছে এবং ভারতীয় অর্থনীতিতে শক্তি পরিবর্তনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।’
O2C বা তেল থেকে রাসায়নিকের ব্যবসা—
রিলায়েন্সের O2C ব্যবসার জন্য রাজস্ব ১.৪৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এখানে ৭.৩ শতাংশ হ্রাস হয়েছে মুনাফা। অপরিশোধিত তেলের দাম বছরে ১৪ শতাংশ পতনের ফলে পণ্য মূল্য কম আদায় হয়েছে বলেই এই ফলাফল।
advertisement
RIL-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শ্রীকান্ত ভেঙ্কটাচারি বলেন, লোয়ার ডেল্টা পলিথিন (-৮%), পলিপ্রোপিলিন (-১৭%), পলিয়েস্টার চেন (-১৩%) –এর চাহিদা হ্রাস পেয়েছে। ইথেনের দামে ৪৬শতাংশ পতন এবং অভ্যন্তরীণ বিক্রয়ের কারণও দায়ী।
সংস্থার O2C ব্যবসার মধ্যে রয়েছে রিফাইনিং, পেট্রোকেমিক্যাল, এবং রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেডের মতো খুচরা জ্বালানী ও বিমানের জ্বালানী এবং পাইকারি বিপণন।
advertisement
তেল ও গ্যাস ব্যবসা—
সংস্থার তেল ও গ্যাসের রাজস্ব বেড়েছে। শেষ ত্রৈমাসিকে তা ৭১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০২৪ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে KGD6 গ্যাস থেকে প্রতি MMBTU (মিলিয়ন মেট্রিক ব্রিটিশ থার্মাল ইউনিট)-এ মিলেছে ১০.৪৬ ডলার। গত অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৯.৮৬ ডলার MMBTU। অন্যদিকে CBM গ্যাসের গড় মূল্য শেষ ত্রৈমাসিকে মিলেছে ১৩.৭২ ডলার। গত অর্থবর্ষে তা ছিল ২৩.৩৪ ডলার প্রতি MMBTU।
advertisement
সেগমেন্টের EBITDA বেড়ে হয়েছে ৪,৭৬৬ কোটি টাকা, যা বার্ষিক ৫০.৩ শতাংশ বৃদ্ধি।
রিলায়েন্সের দাবি, এমজে কূপের জন্য খনন ও সমাপ্তি অভিযান সফল। মোট আটটি কূপ এখন পুরোদমে কাজ করছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা দাবি করেছে, ‘এমজে ফিল্ড থেকে ক্রমবর্ধমান গ্যাস উৎপাদন, ক্লাস্টার এবং স্যাটেলাইট ক্লাস্টার ক্ষেত্র থেকে চলমান উৎপাদনের সঙ্গে ব্লক KGD6 বর্তমানে ~২৯ MMSCMD উৎপাদন করছে।
advertisement
জিও প্ল্যাটফর্ম—
জিও প্ল্যাটফর্মের মুনাফা শেষ ত্রৈমাসিকে দাঁড়িয়েছে ৫,২৯৭ কোটি টাকা, যা ১২ শতাংশ বৃদ্ধি। টেলিকম এবং স্ট্রিমিং ব্যবসায়িক বিভাগের আয় ৩১,৫৩৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে ছিল ২৮,৫০৬ কোটি টাকা।
জিও ইনফোকমের চেয়ারম্যান আকাশ আম্বানি বলেছেন, ‘Jio True5G শীঘ্রই শুরু হবে ভারতে। ভারতীয়দের জন্য একটি নতুন ডিজিটাল যুগের সূচনা হবে। JioAirFiber গ্রাহকদের আগ্রহ দেখে দেশে ব্রডব্যান্ড পরিকাঠামোকে রূপান্তরিত করতে আমরা প্রস্তুত। সর্বব্যাপী 5G, JioBharat এবং JioAirFiber-এর দৌলতে Jio তিনটি বড় গ্রোথ ইঞ্জিন পেয়েছে, যা বাজারের শেয়ার লাভকে ত্বরান্বিত করবে।’
খুচরো ব্যবসা—
রিলায়েন্স রিটেল ত্রৈমাসিকে ২,৭৯০ কোটি টাকার মুনাফা করেছে, যা ২১ শতাংশ বৃদ্ধি। শেষ ত্রৈমাসিকে রাজস্ব দাঁড়িয়েছে ৭৭,১৪৮ কোটি টাকা, যা বছরের ১৮.৮ শতাংশ বৃদ্ধি।
গ্রসারি, ফ্যাশন এবং লাইফস্টাইল ব্যবসাতেও বৃদ্ধি অব্যাহত। ইলেকট্রনিকস-এর ক্ষেত্রে ২০২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এই বৃদ্ধি জারি রয়েছে।
রিলায়েন্স রিটেল ৪৭১টি নতুন দোকান খুলেছে। তার ফলে শেষ ত্রৈমাসিকে ভারতে তাদের মোট ১৮,৬৫০টি দোকান রয়েছে। যার আয়তন ৭১.৫ মিলিয়ন বর্গফুট।
রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড (RRVL)-এর এগজিকিউটিভ ডিরেক্টর ইশা আম্বানি বলেন, ‘আরও একটি ত্রৈমাসিক দুর্দান্ত পারফরম্যান্স করেছি আমরা, আর্থিক মেট্রিক্স জুড়ে সর্বকালের সর্বোচ্চ অর্জন করেছি। এটা খুবই আনন্দের খবর। এটা আমাদের যোগ্যতার প্রমাণ। গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এর জন্য দায়ী। এই উৎসবের মরশুমে নতুন করে প্রস্তুত আমরা।’
নিট ঋণের মাত্রা কমেছে—
চলতি বছরের মার্চ মাসে RIL-এর নেট ঋণ ১.১৭ লক্ষ কোটি টাকা কমেছে। শেষ ত্রৈমাসিকে, সংস্থাটি বিনিয়োগ সংস্থাগুলি কেকেআর অ্যান্ড কো এবং কাতার ইনভেস্টমেন্ট অথরিটি (কিউআইএ) থেকে রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডে ১০,৩৪৭ কোটি টাকা সংগ্রহ করেছে। অক্টোবরে আবুধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ)-র থেকে অতিরিক্ত ৪,৯৬৭ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেছে।
কর্তৃপক্ষের দাবি, তাঁরা, ক্যাপএক্সের তীব্রতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারবেন। কারণ, 5G নেটওয়ার্ক এই বছরের চালু হয়ে যাবে।
আগামীর পথ—
RIL-এর আশা, পরিবহণ জ্বালানির ক্ষেত্রে বিশ্বব্যাপী তেলের চাহিদা বৃদ্ধি পাবে। ২০২৩ সালের চাহিদা গড় ১০১.৮ mb/d, ২.২ mb/d, এবং ২০২৪ সালের চাহিদা ১০২.৭ mb/d, ০.৯ mb/d বৃদ্ধি পাবে।
খুচরা ব্যবসার ক্ষেত্রে ফিজিক্যাল এবং অনলাইন—দুইয়ের উপরই জোর দেওয়া হবে। রিলায়েন্স রিটেইলের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং কর্পোরেট ডেভেলপমেন্ট দীনেশ তালুজা বলেন, ‘একত্রীকরণ এবং অধিগ্রহণ আমাদের সম্প্রসারণের জন্য একটি মূল থিম হিসেবে কাজ করে চলেছে৷’
চলতি বছরের শেষ নাগাদ Jio 5G রোলআউট হলেই ২০২৪ অর্থবর্ষের ক্যাপএক্স শীর্ষে উঠবে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q2 Results: তেল থেকে রাসানিক উৎপাদনের ব্যবসা মার খেলেও নিট মুনাফা বেড়েছে প্রায় ৩০ শতাংশ! দাবি RIL-এর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement