RIL AGM 2025: জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করল, 'প্রত্যেক ভারতীয়ই জিও তৈরি করেছে'...আবেগাপ্লুত আম্বানি

Last Updated:

জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করেছে, শুক্রবার এমনটাই ঘোষণা করেছে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি।

Jio Family Crosses 500 Million Customers, Says Reliance CMD Mukesh Ambani
Jio Family Crosses 500 Million Customers, Says Reliance CMD Mukesh Ambani
গুজরাত: জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করেছে, শুক্রবার এমনটাই ঘোষণা করেছে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি। শুক্রবার কোম্পানির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডারদের উদ্দেশে আম্বানি বলেন, ” আজ আমি গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি, জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করেছে। এই ৫০ কোটির মাইলফলক আপনাদের অটল বিশ্বাস ও সমর্থনের প্রতীক। আপনাদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, ” আমি অনেককে বলতে শুনেছি: ‘জিও আমার জীবন বদলে দিয়েছে’, আর ‘আমি জিওকে ভালোবাসি’। কিন্তু আমি হৃদয় থেকে বলছি: ‘আসলে, প্রত্যেক ভারতীয়ই জিও তৈরি করেছে, তাদের জীবনের অংশ করে নেওয়ার মাধ্যমেই।’”
জিও-র আয় FY-25 অর্থবর্ষে দাঁড়িয়েছে ১,২৮,২১৮ কোটি টাকা (১৫ বিলিয়ন মার্কিন ডলার)।  EBITDA ৬৪,১৭০ কোটি টাকা (৭.৫ বিলিয়ন মার্কিন ডলার)। আম্বানি বলেন, এই পরিসংখ্যানগুলি প্রমাণ করে যে জিও ইতিমধ্যেই বিশাল মূল্য সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও বড় মূল্য সৃষ্টির জন্য তৈরি।
advertisement
advertisement
জিও ভারতবর্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিপ্লবের সূচনা করবে। আমাদের মূলমন্ত্র হলো “AI Everywhere for Everyone” — সবার জন্য সর্বত্র AI। জিও ভারতবর্ষের বাইরেও তার কার্যক্রম বিস্তৃত করবে এবং আমাদের দেশীয় প্রযুক্তিকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে বলে জানিয়েছেন আরআইএল সিএমডি।
শুক্রবার আম্বানি আরও ঘোষণা করেন যে, জিও তার প্রাথমিক শেয়ার ইস্যু (IPO) দাখিল করার প্রস্তুতি নিচ্ছে এবং ২০২৬ সালের প্রথমার্ধে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে।
advertisement
আম্বানি বলেন, “আজ আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, জিও তার IPO দাখিল করার সমস্ত প্রস্তুতি নিচ্ছে। আমরা ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যেই জিও-কে তালিকাভুক্ত করার লক্ষ্য নিয়েছি, সমস্ত প্রয়োজনীয় অনুমোদনের সাপেক্ষে।”
advertisement
আকাশ আম্বানি, যিনি জিও-কে নেতৃত্ব দিচ্ছেন, তিনি বলেন, ” জিও-ই সেই জায়গা যেখানে আমি আমার পেশাগত যাত্রা শুরু করেছি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, শিক্ষা নিয়েছি এবং নিজের লক্ষ্য খুঁজে পেয়েছি। আমি জিও-র সঙ্গে বেড়ে উঠেছি, আর এটিকে একটি স্বাধীন সংস্থা হিসেবে নিজের অবস্থান তৈরি করতে দেখা একইসঙ্গে বিনম্র ও রোমাঞ্চকর অভিজ্ঞতা, কারণ জিও আমারই এক অংশ।”
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL AGM 2025: জিও পরিবার ৫০ কোটি গ্রাহকের সীমা অতিক্রম করল, 'প্রত্যেক ভারতীয়ই জিও তৈরি করেছে'...আবেগাপ্লুত আম্বানি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement