Retail Inflation in Indian: ২০১৭-র পরে এই ২০২৫, মোদি জমানায় ফের ঘটল সেই বিরল ঘটনা! হু-হু করে নেমেছে ডিম, ডাল, তেলের দাম, ৮ বছরে সর্বনিম্ন
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সেপ্টেম্বর মাসে গ্রামীণ ও শহরে খাদ্য সংক্রান্ত বিষয়ের উপরে মূল্যস্ফীতির হার যথাক্রমে ২.১৭ শতাংশ এবং -২.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৬৪ বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরের পর সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বনিম্ন।
নয়াদিল্লি: ২০১৭ সালের পরে ২০২৫৷ ৮ বছর পরে এতটা কমল খুচরা মুদ্রাস্ফীতি৷ নেমে দাঁড়াল ১.৫৪%৷ সোমবার জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি ছিল ১.৫৪%। এটি ২০১৭ সালের জুনের পরে সর্বনিম্ন। ২০২৫ সালের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রধান মুদ্রাস্ফীতি ৫৩ বেসিস পয়েন্ট কমেছে।
খাদ্যদ্রব্যের উপরে মুদ্রাস্ফীতি কমার পিছনে মূলত দায়ী আনাজ, খাবার তেল, ফল, ডাল এবং ডাল জাতীয় দ্রব্য, দানা শস্য ও ডিম, জ্বালানি এবং বিদ্যুতের মতো প্রতিদিনের ব্যবহার্য জিনিসের মুদ্রাস্ফীতি হ্রাস পাওয়া৷
সেপ্টেম্বর মাসে গ্রামীণ ও শহরে খাদ্য সংক্রান্ত বিষয়ের উপরে মূল্যস্ফীতির হার যথাক্রমে ২.১৭ শতাংশ এবং -২.৪৭ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ১৬৪ বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরের পর সেপ্টেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি সর্বনিম্ন।
advertisement
advertisement
রাজ্যগুলির মধ্যে, কেরলে সর্বোচ্চ সম্মিলিত মুদ্রাস্ফীতির হার ৯.০৫% রেকর্ড করা হয়েছে, তারপরে জম্মু ও কাশ্মীর (৪.৩৮%), কর্ণাটক (৩.৩৩%), পঞ্জাব (৩.০৬%) এবং তামিলনাড়ু (২.৭৭%)।
খাতভিত্তিক মুদ্রাস্ফীতির স্ন্যাপশট
আবাসন: ৩.৯৮% (আগস্ট মাসে ৩.০৯% থেকে বেশি)
advertisement
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বার্ষিক আবাসন মূল্যস্ফীতির হার ৩.৯৮% (অস্থায়ী)। ২০২৫ সালের আগস্ট মাসে অনুরূপ মূল্যস্ফীতির হার ছিল ৩.০৯%। আবাসন সূচকটি শুধুমাত্র নগর খাতের জন্য সংকলিত।
স্বাস্থ্য: ৪.৩৪% (৪.৪০% থেকে সামান্য কম)
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য খাতে বার্ষিক মূল্যস্ফীতির হার ৪.৩৪% (অস্থায়ী)। ২০২৫ সালের আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৪০%। এটি গ্রামীণ ও নগর উভয় ক্ষেত্রের জন্য সম্মিলিত স্বাস্থ্য খাতে মুদ্রাস্ফীতি।
advertisement
শিক্ষা: ৩.৪৪% (৩.৬০% থেকে কম)
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বার্ষিক শিক্ষা মূল্যস্ফীতির হার ৩.৪৪% (অস্থায়ী)। ২০২৫ সালের আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৬০%। এটি গ্রামীণ এবং শহর উভয় ক্ষেত্রেই সম্মিলিত শিক্ষা মূল্যস্ফীতি।
advertisement
জ্বালানি এবং আলো: ১.৯৮% (২.৩২% থেকে কম)
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জ্বালানি ও হালকা মূল্যস্ফীতির হার ছিল ১.৯৮%। ২০২৫ সালের অগাস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ২.৩২%। এটি গ্রামীণ ও নগর উভয় ক্ষেত্রের জন্য সম্মিলিত মুদ্রাস্ফীতির হার।
পরিবহন ও যোগাযোগ: ১.৮২% (১.৯৪% থেকে কম)
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
October 13, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Retail Inflation in Indian: ২০১৭-র পরে এই ২০২৫, মোদি জমানায় ফের ঘটল সেই বিরল ঘটনা! হু-হু করে নেমেছে ডিম, ডাল, তেলের দাম, ৮ বছরে সর্বনিম্ন