৮ জুন থেকে খুলতে চলেছে রেস্তোরাঁ, মানতে হবে এই নিয়মগুলি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পাঁচতারা হোটেলগুলিতে ইতিমধ্যেই এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷
#নয়াদিল্লি: প্রায় দু’মাসের উপর লকডাউন চলছে দেশজুড়ে ৷ ৮ জুন দেশে রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার ৷ কিন্তু এবার থেকে রেস্তোরাঁয় খেতে গেলে সবকিছুই নতুন লাগবে আপনার কাছে ৷ কারণ করোনা ভাইরাসের জেরে একাধিক নিয়ম লাগু করা হবে ৷ বসার জায়গা থেকে রেস্তোরাঁর কিচেন সব জায়গায় এই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক ৷
পাঁচতারা হোটেলগুলিতে ইতিমধ্যেই এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ বেশিরভাগ রেস্তোরাঁ কনট্যাক্টলেস বা যতটা কম সম্ভব ততটা কনট্যাক্ট ছাড়া খাওয়ার সার্ভ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ROSEATE HOTELS N RESORTS এর সিইও কুশ কাপুর জানিয়েছেন, ভারতে প্রথমবার এই সিস্টেম লঞ্চ করা হয়েছে ৷ মোবাইল থেকে গ্রাহকরা কিচেনের সমস্ত ছবি দেখতে পাবেন ৷ গ্রাহকরা নিজেরা দেখতে পাবেন কী ভাবে খাওয়ার তৈরি করা হচ্ছে এবং হাইজিন মেনে চলা হচ্ছে কি না ৷
advertisement
অর্ডার দেওয়ার ক্ষেত্রে যাতে দূরত্ব বজায় রাখা যায় সেই জন্য রেস্তোরাঁগুলি ডিজিটাল অর্ডারের উপরে জোর দিচ্ছে ৷ অর্ডার থেকে পেমেন্ট সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে করতে পারবেন ৷
advertisement
কুক ও হোটেলের বাকি কর্মীদের মাস্ক পরা ও কয়েক ঘণ্টা বাদে বাদে হাত ধোয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ শুধু গ্রাহক নয় কর্মীদের নিজেদের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
advertisement
কিছু রেস্তোরাঁয় গ্রাহকদের থার্মাল চেকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে ৷ বসার জায়গায় দূরত্ব বজায় রাখতে হবে ৷ বেশ কিছু হোটেলে অ্যাপের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে ৷ অ্যাপের মাধ্যমেই খাওয়ার অর্ডার দিতে হবে এবং কিচেনের লাইফ ফিড দেখতে পাবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 04, 2020 3:46 PM IST