৮ জুন থেকে খুলতে চলেছে রেস্তোরাঁ, মানতে হবে এই নিয়মগুলি

Last Updated:

পাঁচতারা হোটেলগুলিতে ইতিমধ্যেই এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: প্রায় দু’মাসের উপর লকডাউন চলছে দেশজুড়ে ৷ ৮ জুন দেশে রেস্তোরাঁ খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার ৷ কিন্তু এবার থেকে রেস্তোরাঁয় খেতে গেলে সবকিছুই নতুন লাগবে আপনার কাছে ৷ কারণ করোনা ভাইরাসের জেরে একাধিক নিয়ম লাগু করা হবে ৷ বসার জায়গা থেকে রেস্তোরাঁর কিচেন সব জায়গায় এই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক ৷
পাঁচতারা হোটেলগুলিতে ইতিমধ্যেই এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ বেশিরভাগ রেস্তোরাঁ কনট্যাক্টলেস বা যতটা কম সম্ভব ততটা কনট্যাক্ট ছাড়া খাওয়ার সার্ভ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ROSEATE HOTELS N RESORTS এর সিইও কুশ কাপুর জানিয়েছেন, ভারতে প্রথমবার এই সিস্টেম লঞ্চ করা হয়েছে ৷ মোবাইল থেকে গ্রাহকরা কিচেনের সমস্ত ছবি দেখতে পাবেন ৷ গ্রাহকরা নিজেরা দেখতে পাবেন কী ভাবে খাওয়ার তৈরি করা হচ্ছে এবং হাইজিন মেনে চলা হচ্ছে কি না ৷
advertisement
অর্ডার দেওয়ার ক্ষেত্রে যাতে দূরত্ব বজায় রাখা যায় সেই জন্য রেস্তোরাঁগুলি ডিজিটাল অর্ডারের উপরে জোর দিচ্ছে ৷ অর্ডার থেকে পেমেন্ট সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে করতে পারবেন ৷
advertisement
কুক ও হোটেলের বাকি কর্মীদের মাস্ক পরা ও কয়েক ঘণ্টা বাদে বাদে হাত ধোয়া বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ শুধু গ্রাহক নয় কর্মীদের নিজেদের মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷
advertisement
কিছু রেস্তোরাঁয় গ্রাহকদের থার্মাল চেকিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে ৷ বসার জায়গায় দূরত্ব বজায় রাখতে হবে ৷ বেশ কিছু হোটেলে অ্যাপের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে ৷ অ্যাপের মাধ্যমেই খাওয়ার অর্ডার দিতে হবে এবং কিচেনের লাইফ ফিড দেখতে পাবেন ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৮ জুন থেকে খুলতে চলেছে রেস্তোরাঁ, মানতে হবে এই নিয়মগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement