রিলায়েন্স রিটেলের মিশন ‘ভোকাল ফর লোকাল’, লাভের মুখ দেখেছেন দেশের অসংখ্য কারিগর

Last Updated:

‘Indie by AJIO’ and ‘Swadesh’-এর মাধ্যমে স্থানীয় কারিগরদের কর্মসংস্থানের পাশাপাশি জিনিসপত্রের বিক্রিও বেড়েছে ৷

#মুম্বই: আত্মনির্ভর ভারত গড়ার ডাক আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কাজে হাত মিলিয়েছে দেশের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান ৷ পিছিয়ে নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও ৷ স্থানীয় কারিগরদের তৈরি জিনিসপত্রকেই এবার আধিক্য দিচ্ছে রিলায়েন্স রিটেল ৷ এই উৎসবের সময়ে ৪০ হাজারের বেশি কারিগরের জিনিস দেশের ৫০-এর বেশি জিআই ক্লাস্টারে প্রদর্শিত হয়েছে ৷ ‘Indie by AJIO’ and ‘Swadesh’-এর মাধ্যমে স্থানীয় কারিগরদের কর্মসংস্থানের পাশাপাশি জিনিসপত্রের বিক্রিও বেড়েছে ৷ এর সঙ্গে এখন ৩০ হাজারের বেশি কারিগররা যুক্ত ৷ জামাকাপড়, টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডমেড বিভিন্ন জিনিসপত্রে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ৷
রিলায়েন্স ফ্যাশন ও লাইফস্টাইলের প্রেসিডেন্ট অখিলেশ প্রসাদ জানান, ‘‘আমরা খুশি যে গত কয়েক বছর ধরে আমাদের উন্নয়নের প্রচেষ্টা সফল হয়েছে ৷ অনেক বেশি সংখ্যক কারিগররা এর সঙ্গে জড়িত ৷ কারিগরদের কাজের দক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ৷ ’’
advertisement
কারিগরদের দক্ষতা বাড়ায় কাজের মানেরও উন্নতি হয়েছে ৷ রিলায়েন্স রিটেলের সাফল্যের পিছনে বিরাট অবদান রয়েছে বিভিন্ন ঐতিহ্যশালী হ্যান্ডমেড প্রডাক্টের ৷ যার চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ গ্রাহকদের পছন্দ এবং চাহিদার কথা মাথায় রেখেই জিনিসগুলি তৈরি করা হচ্ছে ৷ Indie by AJIO হল একটি স্থানীয় কারিগর এবং তাদের হাতে বানানো জিনিসের জন্য অনলাইন বাজার ৷ অন্যদিকে AJIO প্ল্যাটফর্মের মাধ্যমে জামাকাপড়, জুয়েলারি থেকে শুরু করে জুতো সবধরণের লাইফস্টাইল প্রডাক্ট পাওয়া যায় ৷ ইক্কত, শিবোরি, বেনারসী, বাগ, অজরখ, জামদানি, টাঙ্গাইল, চন্দেরির মতো আরও অনেক কিছুর সঙ্গে জড়িত স্থানীয় শিল্পীরা ৷ গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো দেশজুড়ে ৫০-র বেশি জিআই ক্রাফ্টস ক্লাস্টারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কারিগররা ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স রিটেলের মিশন ‘ভোকাল ফর লোকাল’, লাভের মুখ দেখেছেন দেশের অসংখ্য কারিগর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement