রিলায়েন্স রিটেলের মিশন ‘ভোকাল ফর লোকাল’, লাভের মুখ দেখেছেন দেশের অসংখ্য কারিগর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
‘Indie by AJIO’ and ‘Swadesh’-এর মাধ্যমে স্থানীয় কারিগরদের কর্মসংস্থানের পাশাপাশি জিনিসপত্রের বিক্রিও বেড়েছে ৷
#মুম্বই: আত্মনির্ভর ভারত গড়ার ডাক আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কাজে হাত মিলিয়েছে দেশের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান ৷ পিছিয়ে নেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও ৷ স্থানীয় কারিগরদের তৈরি জিনিসপত্রকেই এবার আধিক্য দিচ্ছে রিলায়েন্স রিটেল ৷ এই উৎসবের সময়ে ৪০ হাজারের বেশি কারিগরের জিনিস দেশের ৫০-এর বেশি জিআই ক্লাস্টারে প্রদর্শিত হয়েছে ৷ ‘Indie by AJIO’ and ‘Swadesh’-এর মাধ্যমে স্থানীয় কারিগরদের কর্মসংস্থানের পাশাপাশি জিনিসপত্রের বিক্রিও বেড়েছে ৷ এর সঙ্গে এখন ৩০ হাজারের বেশি কারিগররা যুক্ত ৷ জামাকাপড়, টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডমেড বিভিন্ন জিনিসপত্রে এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ৷
রিলায়েন্স ফ্যাশন ও লাইফস্টাইলের প্রেসিডেন্ট অখিলেশ প্রসাদ জানান, ‘‘আমরা খুশি যে গত কয়েক বছর ধরে আমাদের উন্নয়নের প্রচেষ্টা সফল হয়েছে ৷ অনেক বেশি সংখ্যক কারিগররা এর সঙ্গে জড়িত ৷ কারিগরদের কাজের দক্ষতাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ৷ ’’

advertisement
কারিগরদের দক্ষতা বাড়ায় কাজের মানেরও উন্নতি হয়েছে ৷ রিলায়েন্স রিটেলের সাফল্যের পিছনে বিরাট অবদান রয়েছে বিভিন্ন ঐতিহ্যশালী হ্যান্ডমেড প্রডাক্টের ৷ যার চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ গ্রাহকদের পছন্দ এবং চাহিদার কথা মাথায় রেখেই জিনিসগুলি তৈরি করা হচ্ছে ৷ Indie by AJIO হল একটি স্থানীয় কারিগর এবং তাদের হাতে বানানো জিনিসের জন্য অনলাইন বাজার ৷ অন্যদিকে AJIO প্ল্যাটফর্মের মাধ্যমে জামাকাপড়, জুয়েলারি থেকে শুরু করে জুতো সবধরণের লাইফস্টাইল প্রডাক্ট পাওয়া যায় ৷ ইক্কত, শিবোরি, বেনারসী, বাগ, অজরখ, জামদানি, টাঙ্গাইল, চন্দেরির মতো আরও অনেক কিছুর সঙ্গে জড়িত স্থানীয় শিল্পীরা ৷ গুজরাত, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো দেশজুড়ে ৫০-র বেশি জিআই ক্রাফ্টস ক্লাস্টারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন কারিগররা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2020 7:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রিলায়েন্স রিটেলের মিশন ‘ভোকাল ফর লোকাল’, লাভের মুখ দেখেছেন দেশের অসংখ্য কারিগর