Reliance Retail | 7-Eleven stores: রিলায়েন্স রিটেলের হাত ধরে এবার ভারতেও খুলছে 7-Eleven স্টোর

Last Updated:

Reliance Retail to launch 7-Eleven stores in India: প্রথম 7-Eleven স্টোরটির উদ্বোধন হচ্ছে শনিবার ৯ অক্টোবর মুম্বইয়ের আন্ধেরি ইস্টে ৷

Photo: CNBC-TV-18
Photo: CNBC-TV-18
মুম্বই: এবার ভারতেও দেখা যাবে আমেরিকার সংস্থা সেভেন-ইলেভেনের স্টোর (7-Eleven convenience stores in India) ৷ আর সেটা সম্ভব হচ্ছে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের (RRVL) সৌজন্যেই ৷ মুকেশ আম্বানির সংস্থা বৃহস্পতিবার, ৭ অক্টোবর একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা করে যে ভারতে এবার সেভেন ইলেভেন স্টোর লঞ্চ করতে চলেছে সংস্থা ৷
প্রথম 7-Eleven স্টোরটির উদ্বোধন হচ্ছে শনিবার ৯ অক্টোবর মুম্বইয়ের আন্ধেরি ইস্টে ৷ তবে এখানেই থেমে না থেকে মুম্বই ও গ্রেটার মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এই স্টোর খুব তাড়াতাড়ি খুলতে দেখা যাবে ৷ রিলায়েন্স রিটেলের পক্ষ থেকে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, "Reliance Retail Ventures Limited ("RRVL"), নিজের সহযোগী সংস্থার মাধ্যমে 7-Eleven, Inc. সঙ্গে একটি মাস্টার ফ্র্যাঞ্চাইজি চুক্তি হয়েছে ৷ যার মাধ্যমে সেভেন-ইলেভেন স্টোর এখন ভারতেও খোলা হবে (7-India Convenience Retail Limited) ৷ ’’
advertisement
advertisement
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) রিটেল বিভাগটি হল আরআরভিল (RRVL) বা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড ৷
উল্লেখ্য, 7-Eleven, Inc.-এর সঙ্গে ফিউচার গ্রুপ (Future Group) নিজেদের চুক্তি বাতিলের কথা ঘোষণা করার পরের দিনই আরআরভিএল (RRVL)-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হল ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ইশা আম্বানি জানান, ‘‘গ্রাহকদের সবসময়ে সেরাটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর রিলায়েন্স ৷ তাই 7-Eleven স্টোর ভারতে লঞ্চ করতে পেরে আমরা গর্বিত ৷ রিটেলের দুনিয়ায় সেভেন-ইলেভেন অত্যন্ত বড় নাম ৷ এই সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের গ্রাহকরা দুর্দান্ত জিনিসপত্র তাদের ঘরের সামনেই পেতে পারবেন ৷’’
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail | 7-Eleven stores: রিলায়েন্স রিটেলের হাত ধরে এবার ভারতেও খুলছে 7-Eleven স্টোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement