Reliance Retail | 7-Eleven stores: রিলায়েন্স রিটেলের হাত ধরে এবার ভারতেও খুলছে 7-Eleven স্টোর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Reliance Retail to launch 7-Eleven stores in India: প্রথম 7-Eleven স্টোরটির উদ্বোধন হচ্ছে শনিবার ৯ অক্টোবর মুম্বইয়ের আন্ধেরি ইস্টে ৷
মুম্বই: এবার ভারতেও দেখা যাবে আমেরিকার সংস্থা সেভেন-ইলেভেনের স্টোর (7-Eleven convenience stores in India) ৷ আর সেটা সম্ভব হচ্ছে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্সের (RRVL) সৌজন্যেই ৷ মুকেশ আম্বানির সংস্থা বৃহস্পতিবার, ৭ অক্টোবর একটি বিবৃতির মাধ্যমে ঘোষণা করে যে ভারতে এবার সেভেন ইলেভেন স্টোর লঞ্চ করতে চলেছে সংস্থা ৷
প্রথম 7-Eleven স্টোরটির উদ্বোধন হচ্ছে শনিবার ৯ অক্টোবর মুম্বইয়ের আন্ধেরি ইস্টে ৷ তবে এখানেই থেমে না থেকে মুম্বই ও গ্রেটার মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এই স্টোর খুব তাড়াতাড়ি খুলতে দেখা যাবে ৷ রিলায়েন্স রিটেলের পক্ষ থেকে এদিন একটি বিবৃতিতে জানানো হয়, "Reliance Retail Ventures Limited ("RRVL"), নিজের সহযোগী সংস্থার মাধ্যমে 7-Eleven, Inc. সঙ্গে একটি মাস্টার ফ্র্যাঞ্চাইজি চুক্তি হয়েছে ৷ যার মাধ্যমে সেভেন-ইলেভেন স্টোর এখন ভারতেও খোলা হবে (7-India Convenience Retail Limited) ৷ ’’
advertisement
Reliance Industries: Reliance Retail to launch 7-Eleven Convenience stores in India. Subsidiary 7-India Convenience enters into a master franchise agreement with 7-Eleven Inc. First 7-Eleven store will open on October 9 in Andheri East, Mumbai pic.twitter.com/ZhFVKM8MDt
— CNBC-TV18 (@CNBCTV18Live) October 7, 2021
advertisement
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) রিটেল বিভাগটি হল আরআরভিল (RRVL) বা রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড ৷
উল্লেখ্য, 7-Eleven, Inc.-এর সঙ্গে ফিউচার গ্রুপ (Future Group) নিজেদের চুক্তি বাতিলের কথা ঘোষণা করার পরের দিনই আরআরভিএল (RRVL)-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হল ৷ রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের ডিরেক্টর ইশা আম্বানি জানান, ‘‘গ্রাহকদের সবসময়ে সেরাটা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর রিলায়েন্স ৷ তাই 7-Eleven স্টোর ভারতে লঞ্চ করতে পেরে আমরা গর্বিত ৷ রিটেলের দুনিয়ায় সেভেন-ইলেভেন অত্যন্ত বড় নাম ৷ এই সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের গ্রাহকরা দুর্দান্ত জিনিসপত্র তাদের ঘরের সামনেই পেতে পারবেন ৷’’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2021 11:00 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail | 7-Eleven stores: রিলায়েন্স রিটেলের হাত ধরে এবার ভারতেও খুলছে 7-Eleven স্টোর