ফের রিলায়েন্স ধামাকা! সংস্থার রিটেল ব্যবসায় ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Silver Lake-এর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিটেল ব্যবসায় মোট ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে SLP ৷
#মুম্বই: জিও প্ল্যাটফর্মের শেয়ার আগেই কিনেছিল সংস্থা ৷ এবার রিলায়েন্সের রিটেল ব্যবসাতেও বিপুল অঙ্কের লগ্নি করার কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক পার্টনার্স (SLP) ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রিটেল ব্যবসায় মোট ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছে সংস্থা ৷ কয়েক দিন আগেই ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি সাক্ষর হয়েছিল রিলায়েন্সের ৷ তারপর কয়েকদিন যেতে না যেতেই মুকেশ আম্বানির সংস্থার জন্য আরও একটা সুখবর ৷ এবার রিলায়েন্স রিটেলের ১.৭৫ শতাংশ শেয়ার কিনছে সিলভার লেক ৷
এই নিয়ে দ্বিতীয়বার রিলায়েন্সের কোনও ব্যবসায় বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক ৷ এর আগে জিও-তে ১০,২০৩ কোটি টাকা লগ্নি করেছে সংস্থা ৷ এবার তাই জিও-র পাশাপাশি রিলায়েন্স রিটেলও আরও সমৃদ্ধ হল ৷ সংস্থার রিটেল ব্যবসায় সিলভার লেকের এই বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই উচ্ছ্বসিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ আমি খুশি যে সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর ৷ দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷ ’’
advertisement
advertisement
সিলভার লেক পার্টনার্স এর আগে Twitter, Airbnb, Alibaba, Dell Technologies, ANT Financials, Twitter, Alphabet’s Waymo এবং Verily-র মতো বিশ্বের সেরা বেশ কিছু সংস্থায় বিনিয়োগ করেছে ৷ এবছর ভারতে রিলায়েন্সের টেলিকম সংস্থা জিও-তে বিনিয়োগের পরেই এবার মুকেশ আম্বানির রিটেল ব্যবসাতেও বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা ৷
এর আগে কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠী (Future Group) অধিগ্রহণের কথা ঘোষণা করে, খুচরো ও পাইকারি ব্যবসায় বড়সড় চমক দিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Ltd)। চুক্তি অনুযায়ী, ২৪ হাজার ৭১৩ কোটি টাকার বিনিময়ে ফিউচার গোষ্ঠীর খুচরো ও পাইকারি ব্যবসার পাশাপাশি পণ্য পরিবহণ ও গুদামের ব্যবসার রাশ রিলায়েন্সের হাতে থাকবে। বাণিজ্যমহলের ধারণা, এই অধিগ্রহণের ফলে টেলিকমের মতোই দেশের খুচরো ব্যবসায় প্রতিযোগিতা আরও তীব্র হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2020 10:40 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের রিলায়েন্স ধামাকা! সংস্থার রিটেল ব্যবসায় ৭৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা Silver Lake-এর