এক কেবলেই ফোন, ইন্টারনেট, টিভি, ওটিটি ! JioFiber প্ল্যান যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ

Last Updated:

জিও ফাইবার যেন উপহারের ডালি ৷ এতে থাকছে ফ্রি ভয়েস কল, দ্রুতগতির ইন্টারনেট, লাইভ টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম ৷

#কলকাতা: এক কেবলেই ফোন, ইন্টারনেট, টিভি, ওটিটি। ধামাকা অফার আনল রিলায়েন্স জিও। নতুন গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ। জিও ফাইবার প্ল্যান সব অর্থেই যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ।
টিভি দেখা, দ্রুত গতির নেট পরিষেবা, দেশের জনপ্রিয় সব ওটিটি দেখার সুযোগ সঙ্গে ভয়েস কল -- এক ম্যাজিক বক্সেই সব হাজির। স্মার্ট টিভিও লাগবে না। সাধারণ টিভিতেই দেখা যাবে ওটিটি চ্যানেল। শুধু প্রয়োজন জিও ফাইবার বক্স। এক বক্সেই থাকছে অনেক সুযোগ। বিনোদন থেকে অফিসের কাজ -- জিও ফাইবার প্ল্যান পকেটের দিক থেকেও স্বস্তি দিচ্ছে।
advertisement
advertisement
জিও ফাইবার যেন উপহারের ডালি ৷ এতে থাকছে ফ্রি ভয়েস কল, দ্রুতগতির ইন্টারনেট, লাইভ টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম ৷ ভারতে এখন ওটিটি-র রমরমা। বিপুল সাবস্ক্রিপশন ফি-র জন্য অধিকাংশ গ্রাহকই একাধিক ওটিটি নিতে পারেননা। জিও ফাইবারে দেশের প্রথম সারির সবকটি ওটিটি দেখার সুযোগ থাকছে।
জিও ফাইবারে ফ্রি ওটিটির তালিকা
advertisement
--------------
নেটফ্লিক্স
অ্যামাজন প্রাইম
ডিজনি হটস্টার
জি ফাইভ
সোনি LIV
VOOT
এএলটি বালাজি
সান NXT
আলাদাভাবে এই ওটিটি নিতে গেলে খরচ অনেক। নেটফ্লিক্স - - ৭৯৯ টাকা (মাসে) ৷ আমাজন প্রাইম - ১২৯ টাকা ( মাসে) ৷ ডিজনি হটস্টার - ৩৯৯ টাকা ( বছরে) ৷ জি ফাইভ - ৯৯৯ টাকা (বছরে) ৷
advertisement
জিও-র প্ল্যানে সবকটি ওটিটি-ই পাওয়া যাচ্ছে বিনামূল্যে ৷ রিলায়েন্স জিও-র ডিরেক্টর আকাশ আম্বানির দাবি, ‘‘জিও ফাইবারের মাধ্যমে আমরা প্রত্যেকের ঘরে পৌঁছতে চাই। জিও ফাইবার ভারতবাসীর জীবনকে আরও সহজ করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে ৷’’
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এক কেবলেই ফোন, ইন্টারনেট, টিভি, ওটিটি ! JioFiber প্ল্যান যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement