#কলকাতা: এক কেবলেই ফোন, ইন্টারনেট, টিভি, ওটিটি। ধামাকা অফার আনল রিলায়েন্স জিও। নতুন গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ। জিও ফাইবার প্ল্যান সব অর্থেই যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ।
টিভি দেখা, দ্রুত গতির নেট পরিষেবা, দেশের জনপ্রিয় সব ওটিটি দেখার সুযোগ সঙ্গে ভয়েস কল -- এক ম্যাজিক বক্সেই সব হাজির। স্মার্ট টিভিও লাগবে না। সাধারণ টিভিতেই দেখা যাবে ওটিটি চ্যানেল। শুধু প্রয়োজন জিও ফাইবার বক্স। এক বক্সেই থাকছে অনেক সুযোগ। বিনোদন থেকে অফিসের কাজ -- জিও ফাইবার প্ল্যান পকেটের দিক থেকেও স্বস্তি দিচ্ছে।
জিও ফাইবার যেন উপহারের ডালি ৷ এতে থাকছে ফ্রি ভয়েস কল, দ্রুতগতির ইন্টারনেট, লাইভ টিভি এবং ওটিটি প্ল্যাটফর্ম ৷ ভারতে এখন ওটিটি-র রমরমা। বিপুল সাবস্ক্রিপশন ফি-র জন্য অধিকাংশ গ্রাহকই একাধিক ওটিটি নিতে পারেননা। জিও ফাইবারে দেশের প্রথম সারির সবকটি ওটিটি দেখার সুযোগ থাকছে।
জিও ফাইবারে ফ্রি ওটিটির তালিকা
--------------নেটফ্লিক্সঅ্যামাজন প্রাইমডিজনি হটস্টারজি ফাইভসোনি LIVVOOTএএলটি বালাজিসান NXTআলাদাভাবে এই ওটিটি নিতে গেলে খরচ অনেক। নেটফ্লিক্স - - ৭৯৯ টাকা (মাসে) ৷ আমাজন প্রাইম - ১২৯ টাকা ( মাসে) ৷ ডিজনি হটস্টার - ৩৯৯ টাকা ( বছরে) ৷ জি ফাইভ - ৯৯৯ টাকা (বছরে) ৷
জিও-র প্ল্যানে সবকটি ওটিটি-ই পাওয়া যাচ্ছে বিনামূল্যে ৷ রিলায়েন্স জিও-র ডিরেক্টর আকাশ আম্বানির দাবি, ‘‘জিও ফাইবারের মাধ্যমে আমরা প্রত্যেকের ঘরে পৌঁছতে চাই। জিও ফাইবার ভারতবাসীর জীবনকে আরও সহজ করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে ৷’’নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reliance JioFiber