হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
৩০ দিনের ফ্রি ট্রায়াল ! দুর্দান্ত স্পিডের জিও ফাইবারের প্ল্যান শুরু ৩৯৯ টাকায়

JioFiber: ৩০ দিনের ফ্রি ট্রায়াল ! দুর্দান্ত স্পিডের জিও ফাইবারের প্ল্যান শুরু ৩৯৯ টাকায়

জিও ফাইবার সঙ্গে এখন প্রধান প্রতিদ্বন্দ্বীতা Airtel Xstream, ACT Broadband, Spectra, Tata Sky Broadband ৷ কিন্তু বাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে জিও ফাইবার ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দ্রুত ইন্টারনেট পরিষেবার জন্য জিওফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের জুড়ি মেলা ভার ৷ আর গ্রাহকদের জন্যও অত্যন্ত ভাল খবর ৷ সেটা হল জিওফাইবারের প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা দিয়ে ৷ এখানেই শেষ নয় ৷ সব নতুন ব্যবহারকারীদের জন্য জিও ফাইবার প্ল্যান দিচ্ছে ৩০ দিনের ফ্রি ট্রায়াল ৷ তাই কোনও প্ল্যান নেওয়ার আগে বিনামূল্যে জিওফাইবার ব্যবহার করে দেখে নেওয়ার সুযোগও থাকছে ৷

জিও ফাইবারের সঙ্গে এখন প্রধান প্রতিদ্বন্দ্বীতা Airtel Xstream, ACT Broadband, Spectra, Tata Sky Broadband-এর ৷ কিন্তু বাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে জিও ফাইবার ৷ ৩৯৯ টাকার প্ল্যানে ৩০ Mbps স্পিড এবং ৬৯৯ টাকার প্ল্যানে ১০০Mbps স্পিড, ৯৯৯ টাকায় ১৫০ এমবিপিএস স্পিড এবং ১৪৯৯ টাকায় ৩০০ এমবিপিএস স্পিড ৷ রিলায়েন্স জিও-র তরফে অবশ্য জানানো হয়েছে, জিও ফাইবারের সব প্ল্যানই আনলিমিটেড প্ল্যান ৷

৬৯৯ টাকার প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিড এর আগে প্রতি মাসে ৩৫০ জিবি ডেটা পর্যন্ত পাওয়া যেত ৷ এবার নতুন এই আনলিমিটেড অফার অবশ্যই আরও বেশি লাভজনক এবং আকর্ষণীয় গ্রাহকদের কাছে ৷ Airtel Xstream ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের থেকেও জিওফাইবারের প্ল্যানগুলি তাই বেশি লাভজনক ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Reliance JioFiber