JioFiber: ৩০ দিনের ফ্রি ট্রায়াল ! দুর্দান্ত স্পিডের জিও ফাইবারের প্ল্যান শুরু ৩৯৯ টাকায়

Last Updated:

জিও ফাইবার সঙ্গে এখন প্রধান প্রতিদ্বন্দ্বীতা Airtel Xstream, ACT Broadband, Spectra, Tata Sky Broadband ৷ কিন্তু বাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে জিও ফাইবার ৷

#কলকাতা: দ্রুত ইন্টারনেট পরিষেবার জন্য জিওফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের জুড়ি মেলা ভার ৷ আর গ্রাহকদের জন্যও অত্যন্ত ভাল খবর ৷ সেটা হল জিওফাইবারের প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা দিয়ে ৷ এখানেই শেষ নয় ৷ সব নতুন ব্যবহারকারীদের জন্য জিও ফাইবার প্ল্যান দিচ্ছে ৩০ দিনের ফ্রি ট্রায়াল ৷ তাই কোনও প্ল্যান নেওয়ার আগে বিনামূল্যে জিওফাইবার ব্যবহার করে দেখে নেওয়ার সুযোগও থাকছে ৷
জিও ফাইবারের সঙ্গে এখন প্রধান প্রতিদ্বন্দ্বীতা Airtel Xstream, ACT Broadband, Spectra, Tata Sky Broadband-এর ৷ কিন্তু বাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে জিও ফাইবার ৷ ৩৯৯ টাকার প্ল্যানে ৩০ Mbps স্পিড এবং ৬৯৯ টাকার প্ল্যানে ১০০Mbps স্পিড, ৯৯৯ টাকায় ১৫০ এমবিপিএস স্পিড এবং ১৪৯৯ টাকায় ৩০০ এমবিপিএস স্পিড ৷ রিলায়েন্স জিও-র তরফে অবশ্য জানানো হয়েছে, জিও ফাইবারের সব প্ল্যানই আনলিমিটেড প্ল্যান ৷
advertisement
advertisement
৬৯৯ টাকার প্ল্যানে ১০০ এমবিপিএস স্পিড এর আগে প্রতি মাসে ৩৫০ জিবি ডেটা পর্যন্ত পাওয়া যেত ৷ এবার নতুন এই আনলিমিটেড অফার অবশ্যই আরও বেশি লাভজনক এবং আকর্ষণীয় গ্রাহকদের কাছে ৷ Airtel Xstream ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানের থেকেও জিওফাইবারের প্ল্যানগুলি তাই বেশি লাভজনক ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
JioFiber: ৩০ দিনের ফ্রি ট্রায়াল ! দুর্দান্ত স্পিডের জিও ফাইবারের প্ল্যান শুরু ৩৯৯ টাকায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement