ট্রাইয়ের ‘পরামর্শে’ ফ্রি পরিষেবা বন্ধের ঘোষণা জিও-র, ইতিমধ্যেই নথিভুক্তদের কী হবে ?

Last Updated:

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-এর পরামর্শ শেষপর্যন্ত মেনেই নিয়েছে জিও ৷

#মুম্বই: টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-এর পরামর্শ শেষপর্যন্ত মেনেই নিয়েছে জিও ৷ ‘জিও প্রাইম’ প্রকল্পের সময়সীমা বাড়াতে গিয়ে যে সমস্ত বাড়তি সুবিধাগুলি গ্রাহকদের দিচ্ছিল সংস্থা, সেগুলি এবার প্রত্যাহারেরই সিদ্ধান্ত নিল জিও ৷ অর্থাৎ তিন মাস বাড়তি কোনও রিচার্জ না করেই পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা ৷ তবে ইতিমধ্যেই যে সব জিও প্রাইম গ্রাহকরা ওই পরিষেবা নিয়েছেন, তাঁদের জন্য অবশ্য এই দুর্দান্ত ফ্রি অফার বহাল থাকছে ৷
গত একবছর সম্পূর্ণ বিনামূল্যে কল এবং ইন্টারনেট পরিষেবা দেওয়ার পর জিও বাজারে এনেছে তাদের প্রাইম প্যাক ৷ সেখানে গ্রাহকদের ৯৯ টাকা দিয়ে সিম প্রাইম-এ আপগ্রেড করার পর মাসিক ৩০৩ টাকা রিচার্জের বিনিময় ফ্রি ডেটা ও কল পরিষেবা ব্যবহারের সুযোগ করে দিয়েছে জিও ৷ প্রাইমে আপগ্রেড করার শেষ তারিখ গত ৩১ মার্চ থাকলেও সেই সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সংস্থা ৷ পাশাপাশি  ‘সামার সারপ্রাইজ’ প্রকল্পে ১৫ এপ্রিলের মধ্যে ৯৯ টাকায় নথিভুক্তির পাশাপাশি প্রথম রিচার্জে ৩০৩ বা তার বেশি টাকা দিলেই আরও তিন মাস নিখরচায় পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করে জিও ৷ কিন্তু সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় যে ট্রাইয়ের পরামর্শ মেনেই এই অফার প্রত্যাহার করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ অবশ্য ইতিমধ্যেই যে-সব জিও-প্রাইম গ্রাহকরা ওই পরিষেবা নিয়েছেন, তাঁদের আশ্বস্ত করে সংস্থা জানিয়েছে, শুধু তাঁরাই নন, যাঁরা এই পরিষেবা বন্ধ হওয়ার আগে তা নেবেন, সকলেই সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।
advertisement
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রাইয়ের ‘পরামর্শে’ ফ্রি পরিষেবা বন্ধের ঘোষণা জিও-র, ইতিমধ্যেই নথিভুক্তদের কী হবে ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement