ট্রাইয়ের ‘পরামর্শে’ ফ্রি পরিষেবা বন্ধের ঘোষণা জিও-র, ইতিমধ্যেই নথিভুক্তদের কী হবে ?

Last Updated:

টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-এর পরামর্শ শেষপর্যন্ত মেনেই নিয়েছে জিও ৷

#মুম্বই: টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-এর পরামর্শ শেষপর্যন্ত মেনেই নিয়েছে জিও ৷ ‘জিও প্রাইম’ প্রকল্পের সময়সীমা বাড়াতে গিয়ে যে সমস্ত বাড়তি সুবিধাগুলি গ্রাহকদের দিচ্ছিল সংস্থা, সেগুলি এবার প্রত্যাহারেরই সিদ্ধান্ত নিল জিও ৷ অর্থাৎ তিন মাস বাড়তি কোনও রিচার্জ না করেই পরিষেবা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মুকেশ আম্বানির সংস্থা ৷ তবে ইতিমধ্যেই যে সব জিও প্রাইম গ্রাহকরা ওই পরিষেবা নিয়েছেন, তাঁদের জন্য অবশ্য এই দুর্দান্ত ফ্রি অফার বহাল থাকছে ৷
গত একবছর সম্পূর্ণ বিনামূল্যে কল এবং ইন্টারনেট পরিষেবা দেওয়ার পর জিও বাজারে এনেছে তাদের প্রাইম প্যাক ৷ সেখানে গ্রাহকদের ৯৯ টাকা দিয়ে সিম প্রাইম-এ আপগ্রেড করার পর মাসিক ৩০৩ টাকা রিচার্জের বিনিময় ফ্রি ডেটা ও কল পরিষেবা ব্যবহারের সুযোগ করে দিয়েছে জিও ৷ প্রাইমে আপগ্রেড করার শেষ তারিখ গত ৩১ মার্চ থাকলেও সেই সময়সীমা বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেয় সংস্থা ৷ পাশাপাশি  ‘সামার সারপ্রাইজ’ প্রকল্পে ১৫ এপ্রিলের মধ্যে ৯৯ টাকায় নথিভুক্তির পাশাপাশি প্রথম রিচার্জে ৩০৩ বা তার বেশি টাকা দিলেই আরও তিন মাস নিখরচায় পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করে জিও ৷ কিন্তু সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হয় যে ট্রাইয়ের পরামর্শ মেনেই এই অফার প্রত্যাহার করারই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ অবশ্য ইতিমধ্যেই যে-সব জিও-প্রাইম গ্রাহকরা ওই পরিষেবা নিয়েছেন, তাঁদের আশ্বস্ত করে সংস্থা জানিয়েছে, শুধু তাঁরাই নন, যাঁরা এই পরিষেবা বন্ধ হওয়ার আগে তা নেবেন, সকলেই সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।
advertisement
(Disclosure: News18.com is part of Network18 Media & Investment Limited which is owned by Reliance Industries Limited that also owns Reliance Jio)
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রাইয়ের ‘পরামর্শে’ ফ্রি পরিষেবা বন্ধের ঘোষণা জিও-র, ইতিমধ্যেই নথিভুক্তদের কী হবে ?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement