Reliance Jio Q2: বাড়ল আয়, দ্বিতীয় ত্রৈমাসিকেও দারুণ লাভের মুখ দেখল রিলায়েন্স জিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Reliance Jio Q2, Profit at Rs 3,528 crore: সেপ্টেম্বর ২০২১-এর হিসেব বলছে সংস্থার নিট লাভ (Standalone Net Profit) এই ত্রৈমাসিকে ৩,৫২৮ কোটি টাকা ৷
মুম্বই: রিলায়েন্স জিও ৷ দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই একের পর এক চমক দিয়ে আসছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা ৷ চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারেও দারুণ ফল করল জিও ৷ সেপ্টেম্বর ২০২১-এর হিসেব বলছে সংস্থার নিট লাভ (Standalone Net Profit) এই ত্রৈমাসিকে ৩,৫২৮ কোটি টাকা ৷
এর আগে জুনে প্রথম ত্রৈমাসিকের শেষে জিও-র নেট প্রফিট ছিল ৩,৫০১ কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিকে সামান্য হলেও তার থেকে বেশি লাভ হয়েছে সংস্থার ৷ এর পাশাপাশি রেভেনিউর দিক থেকে আগের কোয়ার্টারের (১৭,৯৯৪ কোটি টাকা) থেকে ৪ শতাংশ বেশি ১৮,৭৩৫ কোটি টাকা হয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে ৷ দেশের টেলিকম বাজারে রিলায়েন্স জিও যে ‘কিং’, এ ব্যাপারে আর কোনও সন্দেহ কারোর মনেই নেই ৷ যত সময় যাচ্ছে প্রতিযোগিতার বাজারে বাকিদের অনেকটাই পিছনে ফেলতে সক্ষম মুকেশ আম্বানির সংস্থা ৷
advertisement
#2QWithCNBCTV18 | @reliancejio Q2 profit at Rs 3,528 crore meets street estimate#RILresults #Jio #JioResulthttps://t.co/ssthO2D55n
— CNBC-TV18 (@CNBCTV18News) October 22, 2021
advertisement
জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার রেভেনিউ ইউজার প্রতি (ARPU) সেপ্টেম্বর ত্রৈমাসিকে হয়েছে সাবস্ক্রাইবার পিছু প্রতি মাসে ১৪৩.৬ টাকা ৷ গত ত্রৈমাসিকে যা ছিল ১৩৮.৪০ টাকা ৷ দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ডেটা ট্রাফিক ২৩.০ বিলিয়ন জিবি ৷ বৃদ্ধির হার ৫০.৯ শতাংশ ৷ ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত জিও-র টোটাল কাস্টমার বেস দাঁড়িয়েছে ৪২৯.৫ মিলিয়ন ৷ গ্রাহক সংখ্যা বেড়েছে ২৩.৮ মিলিয়ন ৷
advertisement
দ্বিতীয় ত্রৈমাসিকে (2Q FY22) গড় ডেটা এবং ভয়েস কল কনসাম্পশন (Data and Voice consumption) প্রতি মাসে ইউজার প্রতি বেড়েছে ১৭.৬ জিবি এবং ৮৪০ মিনিট ৷ জিও এবং গুগল দুই সংস্থা একসঙ্গে মিলে কাজ করছে যাতে জিওফোন নেক্সট (JioPhone Next) উৎসবের মরশুমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো সম্ভব হয় ৷
advertisement
এদিকে আবির্ভাবের কয়েক মাসের মধ্যেই চমকে দিয়েছে জিও ফাইবারও ৷ রিলায়েন্সের ব্রডব্যান্ড পরিষেবা এখন গ্রাহকদের দারুণ পছন্দের ৷ ৪ মিলিয়নেরও বেশি জায়গায় এখন জিও ফাইবার পরিষেবা দিচ্ছে ৷ পাশাপাশি জিও ৫জি (Jio 5G)-র ফিল্ড ট্রায়াল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ৷ ৫জি পরিষেবার চালু করার জন্য Global System Integrators এবং SaaS provider-দের সঙ্গে মিলেই কাজ করছে জিও ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2021 9:56 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio Q2: বাড়ল আয়, দ্বিতীয় ত্রৈমাসিকেও দারুণ লাভের মুখ দেখল রিলায়েন্স জিও