Reliance Jio Q2: বাড়ল আয়, দ্বিতীয় ত্রৈমাসিকেও দারুণ লাভের মুখ দেখল রিলায়েন্স জিও

Last Updated:

Reliance Jio Q2, Profit at Rs 3,528 crore: সেপ্টেম্বর ২০২১-এর হিসেব বলছে সংস্থার নিট লাভ (Standalone Net Profit) এই ত্রৈমাসিকে ৩,৫২৮ কোটি টাকা ৷

মুম্বই: রিলায়েন্স জিও ৷ দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই একের পর এক চমক দিয়ে আসছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা ৷ চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারেও দারুণ ফল করল জিও ৷ সেপ্টেম্বর ২০২১-এর হিসেব বলছে সংস্থার নিট লাভ (Standalone Net Profit) এই ত্রৈমাসিকে ৩,৫২৮ কোটি টাকা ৷
এর আগে জুনে প্রথম ত্রৈমাসিকের শেষে জিও-র নেট প্রফিট ছিল ৩,৫০১ কোটি টাকা ৷ অর্থাৎ দ্বিতীয় ত্রৈমাসিকে সামান্য হলেও তার থেকে বেশি লাভ হয়েছে সংস্থার ৷ এর পাশাপাশি রেভেনিউর দিক থেকে আগের কোয়ার্টারের (১৭,৯৯৪ কোটি টাকা) থেকে ৪ শতাংশ বেশি ১৮,৭৩৫ কোটি টাকা হয়েছে দ্বিতীয় ত্রৈমাসিকে ৷ দেশের টেলিকম বাজারে রিলায়েন্স জিও যে ‘কিং’, এ ব্যাপারে আর কোনও সন্দেহ কারোর মনেই নেই ৷ যত সময় যাচ্ছে প্রতিযোগিতার বাজারে বাকিদের অনেকটাই পিছনে ফেলতে সক্ষম মুকেশ আম্বানির সংস্থা ৷
advertisement
advertisement
জিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থার রেভেনিউ ইউজার প্রতি (ARPU) সেপ্টেম্বর ত্রৈমাসিকে হয়েছে সাবস্ক্রাইবার পিছু প্রতি মাসে ১৪৩.৬ টাকা ৷ গত ত্রৈমাসিকে যা ছিল ১৩৮.৪০ টাকা ৷ দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ডেটা ট্রাফিক ২৩.০ বিলিয়ন জিবি ৷ বৃদ্ধির হার ৫০.৯ শতাংশ ৷ ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত জিও-র টোটাল কাস্টমার বেস দাঁড়িয়েছে ৪২৯.৫ মিলিয়ন ৷ গ্রাহক সংখ্যা বেড়েছে ২৩.৮ মিলিয়ন ৷
advertisement
দ্বিতীয় ত্রৈমাসিকে (2Q FY22) গড় ডেটা এবং ভয়েস কল কনসাম্পশন (Data and Voice consumption) প্রতি মাসে ইউজার প্রতি বেড়েছে ১৭.৬ জিবি এবং ৮৪০ মিনিট ৷ জিও এবং গুগল দুই সংস্থা একসঙ্গে মিলে কাজ করছে যাতে জিওফোন নেক্সট (JioPhone Next) উৎসবের মরশুমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনো সম্ভব হয় ৷
advertisement
এদিকে আবির্ভাবের কয়েক মাসের মধ্যেই চমকে দিয়েছে জিও ফাইবারও ৷ রিলায়েন্সের ব্রডব্যান্ড পরিষেবা এখন গ্রাহকদের দারুণ পছন্দের ৷ ৪ মিলিয়নেরও বেশি জায়গায় এখন জিও ফাইবার পরিষেবা দিচ্ছে ৷ পাশাপাশি জিও ৫জি (Jio 5G)-র ফিল্ড ট্রায়াল শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ৷ ৫জি পরিষেবার চালু করার জন্য Global System Integrators এবং SaaS provider-দের সঙ্গে মিলেই কাজ করছে জিও ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Jio Q2: বাড়ল আয়, দ্বিতীয় ত্রৈমাসিকেও দারুণ লাভের মুখ দেখল রিলায়েন্স জিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement