ফের জিও-র দুর্দান্ত অফার ! মাত্র ৪৯ টাকায় পাওয়া যাবে কী সুবিধা ? দেখে নিন

Last Updated:

একের পর এক দুর্দান্ত অফার নিয়ে প্রতিনিয়তই হাজির হচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷

#কলকাতা: দেশের টেলিকম ব্যবসায় বিপ্লব এনেছে জিও ৷ সস্তায় ডেটা এবং ফ্রি কলিংয়ের সুবিধা প্রথম জিও-র হাত ধরেই পেয়েছেন দেশবাসী ৷ কিন্তু অফার যেন কখনই শেষ হচ্ছে না জিওর ৷ একের পর এক দুর্দান্ত অফার নিয়ে প্রতিনিয়তই হাজির হচ্ছে মুকেশ আম্বানির সংস্থা ৷ এবার আরও সস্তায় যাতে গ্রাহকরা ডেটা ব্যবহারের সুবিধা পান ৷ তার জন্য মাত্র ৪৯ টাকার নতুন ট্যারিফ প্ল্যান চালু করল জিও ৷ এই প্ল্যান ২৮ দিনের জন্য বৈধ ৷ ফ্রি ভয়েস কলের পাশাপাশি ১ জিবি ডেটা পাওয়া যাবে এই ট্যারিফে ৷ তবে এই অফার শুধুমাত্র জিওফোন ব্যবহারকারীদের জন্যই ৷
4G VoLTE জিওফোন ডিসেম্বর ত্রৈমাসিকে দেশের এক নম্বর ফিচার ফোন হওয়ার পরই নতুন এই প্ল্যান বাজারে আনল জিও ৷ এর পাশাপাশি ১১, ২১,৫১ এবং ১০১ টাকার কম দামের ট্যারিফ প্ল্যানও বাজারে এনেছে সংস্থা ৷ জিওফোন কিনতে পাওয়া যাচ্ছে দেশের প্রায় সব রিটেলারের কাছেই ৷ পাশাপাশি অনলাইনে এই ফোন কেনা যাবে MyJio App বা Jio.com - এ ৷ সস্তার জিওফোন বাজারে আসার আগে প্রি-বুকিং করা যাচ্ছিল শুধুমাত্র সংস্থার ওয়েবসাইট থেকেই ৷ কিন্তু এই ফোনের চাহিদা এতটাই বেশি ছিল যে ওয়েবসাইটে বুকিং বন্ধই করে দিতে হয় রিল্যায়েন্স জিও-কে ৷ প্রথম প্রথম ফোনের ব্যাটারি এবং চিপসেট সরবরাহে কিছুটা সমস্যা দেখা গেলেও পরবর্তীকালে সেই সমস্যা মিটিয়ে নিয়েছে রিল্যায়েন্স ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের জিও-র দুর্দান্ত অফার ! মাত্র ৪৯ টাকায় পাওয়া যাবে কী সুবিধা ? দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement