জিও-র হাত ধরে ফের এল বিদেশি লগ্নি, Jio-Vista-র চুক্তি সম্পর্কে জেনে নিন সব তথ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মাত্র ১৭ দিনে বিশ্বের তিনটি বিখ্যাত সংস্থা টাকা ঢালল রিলায়েন্স জিও-তে। শুক্রবার রিলায়েন্সের ঘোষণা, জিও-তে লগ্নি করেছে মার্কিন সংস্থা ভিস্তা ইক্যুইটি পার্টনার।
#মুম্বই: লকডাউনের মধ্যেই একের পর এক কামাল দেখাচ্ছে রিলায়েন্স জিও। ১৭ দিনের মধ্যে জিও-প্ল্যাটফর্মে লগ্নি করল ৩টি সংস্থা। মোট বিনিয়োগ ৬০ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। শুক্রবার জিও-তে ২.৩ শতাংশ শেয়ার কিনতে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা ঢালল ভিস্তা ইক্যুইটি পার্টনার।
লকডাউনে থমকে বিশ্ব অর্থনীতি। তার মধ্যে আন্তর্জাতিক লগ্নিকারীদের নজরে রিলায়েন্স জিও। মাত্র ১৭ দিনে দুনিয়ার তিনটি বিখ্যাত সংস্থা টাকা ঢালল রিলায়েন্স জিও-তে। শুক্রবার রিলায়েন্সের ঘোষণা, জিও-তে লগ্নি করেছে মার্কিন সংস্থা ভিস্তা ইক্যুইটি পার্টনার।
- জিও-তে ১১ হাজার ৩৬৭ কোটি টাকা ঢেলেছে ভিস্তা ইক্যুইটি পার্টনার
advertisement
- রিলায়েন্স জিও-র ২.৩২ শতাংশ শেয়ার কিনতে এই লগ্নি
advertisement
গত ২১ এপ্রিল রিলায়েন্স জিও-তে বিপুল লগ্নির কথা ঘোষণা করে ফেসবুক। মার্ক জুকারবার্গের সংস্থার পর জিও-তে টাকা ঢেলেছে আরও একটি মার্কিন সংস্থা সিলভার লেক।
লগ্নিকারীদের নজরে জিও ৷ ৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে ৪৩ হাজার ৫৭৪ কোটি লগ্নি করেছে ফেসবুক ৷ ৫ হাজার ৬৫৬ কোটি টাকা বিনিয়োগ সিলভার লেকের ৷ ৩ সপ্তাহে জিও-তে ৬০ হাজার ৫৯৬ কোটি টাকা বিদেশি লগ্নি ৷ এবার ভিস্তা ইক্যুইটি পার্টনারের পালা।
advertisement
ভিস্তা মার্কিন দুনিয়ার অন্যতম বড় ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা ৷ ভিস্তার মূলধনী সম্পদ ৫ হাজার ২০০ কোটি ডলারেরও বেশি ৷ সম্ভাবনাময় সংস্থায় লগ্নি করাই এই সংস্থার বৈশিষ্ট্য ৷ গত ১০ বছরে ৬২টি সংস্থায় লগ্নি করেছে ভিস্তা ৷ প্রতিটি লগ্নি থেকেই মুনাফা এসেছে ৷ এই সাফল্য আর কোনও সংস্থার নেই ৷
গত কয়েকদিনে ভারতে বিদেশি লগ্নির গ্রাফটাই পালটে দিয়েছে রিলায়েন্স জিও। ২১ দিনে টানা এতবড় বিদেশি লগ্নির ঘটনা আগে কখনও হয়নি ৷ এই মুহূর্তে জিও-র সম্পদ ৫ লক্ষ ১৬ হাজার কোটি টাকা ৷
advertisement
রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানির বক্তব্য, জিও প্ল্যাটফর্মে ভিস্তা যুক্ত হওয়ায় রিলায়েন্স গর্বিত। ভিস্তার অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও উদ্ভাবনের পথে হাঁটবে রিলায়েন্স। ডিজিটাল ভারতের পথে এটি বিরাট পদক্ষেপ ৷
ভিস্তা ইক্যুইটি পার্টনারের সিইও চেয়ারম্যান ও সিইও রবার্ট এফ স্মিথের দাবি, ডিজিটাল দুনিয়ার সম্ভাবনা ও পরিস্থিতির নিরিখে এই কৌশল অত্যন্ত কার্যকর হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2020 5:45 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও-র হাত ধরে ফের এল বিদেশি লগ্নি, Jio-Vista-র চুক্তি সম্পর্কে জেনে নিন সব তথ্য