RIL Q3 Results: সামনে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল, জিও-এর ৫জি গ্রাহক ছাড়াল ১৭০ মিলিয়ন, রিটেল ও O2C সেগমেন্টেও উল্লেখযোগ্য বৃদ্ধি

Last Updated:

Reliance Industries Q3 Results Highlights: পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জিও-এর ৫জি নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা ১৭০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ওয়্যারলেস ট্র্যাফিকের ৪০ শতাংশ আসছে এখান থেকেই।

সামনে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল
সামনে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল
কলকাতা: গত পাঁচ বছরে জিও-এর ARPU (অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার) একলাফে ১০ শতাংশ CAGR-এ বাড়ল। তবে ২০২৪ সালের জুলাইয়ে ট্যারিফ বৃদ্ধির প্রভাব এখনও পুরোপুরি বোঝা যায়নি। ২০২৪-২৫ অর্থবর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল থেকে এই তথ্য সামনে এসেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জিও-এর ৫জি নেটওয়ার্কের গ্রাহক সংখ্যা ১৭০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। ওয়্যারলেস ট্র্যাফিকের ৪০ শতাংশ আসছে এখান থেকেই। যা ত্রৈমাসিকে ১৫ এক্সাবাইটে পৌঁছেছে। শুধু তাই নয়, ভারতে বিক্রি হওয়া ৫জি ডিভাইসের ৭০ শতাংশই জিও-এর।
advertisement
advertisement
২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিও-এর মোট ৬,৪৭৭ কোটি টাকার নিট মুনাফা হয়েছে। গত বছর এই সময় সংস্থার নিট মুনাফা হয়েছিল ৫,২০৮ কোটি টাকা। এই ত্রৈমাসিকে মোট আয় হয়েছে ২৯,৩০৭ কোটি টাকা, বার্ষিক ভিত্তিতে ২৫,৩৬৮ কোটি টাকা থেকে বেড়েছে। EBITDA-তেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। গত অর্থবর্ষের ১৪,০৬৪ কোটি টাকা থেকে ১৫,৪৭৮ কোটি টাকায় পৌঁছেছে। EBITDA মার্জিনও ৫২.৮ শতাংশ হয়েছে, যা গত বছরের এই সময়ে ৫২.৩ শতাংশ ছিল।
advertisement
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেন, ‘‘সাবস্ক্রাইবারের ধারাবাহিক বৃদ্ধি ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করেছে।” পাশাপাশি রিটেল ব্যবসা এবং O2C সেগমেন্টেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। রিটেল সেগমেন্টে EBITDA ৬,৮৪০ কোটি টাকায় পৌঁছেছে। অয়েল টু কেমিক্যাল বা O2C সেগমেন্টে রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ১.৪৯ লাখ কোটি টাকা। যা গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে ১.৪১ লাখ কোটি টাকা ছিল।
advertisement
২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রিলায়েন্স রিটেলে রাজস্ব থেকে আয় হয়েছে ৯০,৩৫১ কোটি টাকা। গত বছরের এই সময়ে যা ৮৩,০৪০ টাকা ছিল। বার্ষিক ভিত্তিতে ৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। কোম্পানির EBITDA ৬,৮৪০ কোটি টাকায় পৌঁছেছে। বার্ষিক ভিত্তিতে বেড়েছে ৯ শতাংশ। গত বছর ছিল ৬,২৭১ কোটি টাকা। ত্রৈমাসিকে EBITDA মার্জিন ছিল ৭.৬ শতাংশ, আগের বছরও একই ছিল।
advertisement
২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট নিট মুনাফা হয়েছে ১৮,৫৪০ কোটি টাকা। গত বছরের এই সময় মোট নিট মুনাফা ছিল ১৭,২৬৫ কোটি টাকা। অর্থাৎ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি হয়েছে। কোম্পানির মোট রাজস্ব ২.৪০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত অর্থবর্ষে ছিল ২.২৫ লাখ কোটি টাকা। মোট EBITDA দাঁড়িয়েছে ৪৩,৭৮৯ কোটি টাকা। গত বছর ছিল ৪০,৬৫৬ কোটি টাকা। EBITDA মার্জিনও বেড়ে ১৮.৩ শতাংশ হয়েছে, যা গত বছরের এই সময়ে ১৮.১ শতাংশ ছিল।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
RIL Q3 Results: সামনে এল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল, জিও-এর ৫জি গ্রাহক ছাড়াল ১৭০ মিলিয়ন, রিটেল ও O2C সেগমেন্টেও উল্লেখযোগ্য বৃদ্ধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement