#নয়াদিল্লি: মিডিয়া ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সমস্ত ব্যবসা একত্রিত করল রিলায়্যান্স ইন্ডাস্ট্রি লিমিটেড ৷ Network18 ব্র্যান্ডের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চলছে মিডিয়া ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত সমস্ত ব্যবসা ৷ এর ফলে, Network18-এর বার্ষিক মুনাফা হতে চলেছে ৮ হাজার কোটি টাকা ৷ এই অর্থবর্ষের প্রথম নয় মাসে Zee ও Sun-এর মতো ‘হেভিওয়েট’ সংস্থাকে টপকে গিয়ে সর্ববৃহৎ নথিভুক্ত সংবাদ মাধ্যম সংস্তা হিসাবে নাম লেকাতে চলেছে Network18 ৷ Network18 -এর আওতায় থাকবে সম্প্রচার, কেবল ও ISP ব্যবসা ৷ সোমবার TV18 Broadcast, Hathway Cable & Datacom, Den Networks and Network18 Media & Investments একটি বোর্ড মিটিংয়ে বসেন ৷ আলোচনা পর্ব শেষে রিলায়্যান্সের তরফে এক বিবৃতিতে জানানো হয়, দেশের সেরা সংবাদ ও বিনোদন মাধ্যম, দেশের সর্ববৃহৎ কেবল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক একই ছাতার তলায় আসায় আগামী দিনে তা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে ৷ এতে সংস্থার অংশীদাররাও লাভবান হবেন ৷
#BreakingNews | Reliance Industries consolidates media & distribution businesses; Network18 to house broadcasting, cable & ISP businesses pic.twitter.com/74I8ZUZWQo
— CNBC-TV18 (@CNBCTV18Live) February 17, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Media & distribution businesses, Network 18, Reliance Industries