#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এবার এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৷ করোনা থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য রিলায়েন্স এবার এক দারুণ পদক্ষেপ নিল ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার টেক্সটাইল এবং ফেব্রিক তৈরির সংস্থা অলোক ইন্ডাস্ট্রিজকে পুরোটাই কাজে লাগিয়েছে PPE তৈরির ক্ষেত্রে ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রিলায়েন্সের তৈরি এই PPE কিট চিন থেকে এদেশে আমদানি করা PPE কিট থেকে অনেক বেশি সস্তা ৷ দামের দিক থেকে দেখলে, চিনা PPE কিটের দাম যেখানে কিট প্রতি ২০০০ টাকার মতো ৷ সেখানে রিলায়েন্সের তৈরি এই PPE কিটের দাম পড়বে মাত্র ৬৫০ টাকা ৷
দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ এই সময়ে দাঁড়িয়ে দেশের মানুষের স্বাস্থ্যই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ এই বিষয়টিকে মাথায় রেখেই রিলায়েন্সের এই উদ্যোগ ৷ গুজরাতে অলোক ইন্ডাস্ট্রিজের সিলভাসা ইউনিটকেই এ ব্যাপারে কাজে লাগাচ্ছে রিলায়েন্স ৷ করোনা মোকাবিলায় যেভাবে দেশের ডাক্তার, নার্স ও অন্যান্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দিন রাত লড়ে যাচ্ছেন, তাঁদেরকে কুর্নিশ জানিয়েই এই উদ্যোগ নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ৷ এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন প্রায় ১ লাখের বেশি PPE কিট বানানো শুরু করেছে এই সংস্থা ৷
এই PPE কিট বানানোর ক্ষেত্রে কাঁচামাল আসছে রিলায়েন্সের নিজস্ব প্লান্ট থেকেই ৷ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ১০ হাজার মতো সেলাইয়ের কারিগর৷ এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছে এই PPE তৈরির কাজ ৷ PPE তৈরির ক্ষেত্রে JCT Phagwara, Gokaldas Exports, এবং Aditya Birla-র উৎপাদনের থেকে অনেক বেশি এগিয়ে রিলায়েন্স, তা প্রমাণ করে দিয়েছে সংস্থা প্রথম দিন থেকেই ৷
রিলায়েন্সের তৈরি PPE ঠিক কেমন?
এই PPE স্যুট তৈরি হয়েছে একটি মাত্র সিঙ্গল চেন, অনেকটা তা জাম্প স্যুটের মতো দেখতে ৷ পুরো পোশাকটিই তৈরি হয়েছে anti-microbial tape সহযোগে৷ এই স্যুটে ব্যবহার করা হয়েছে polypropylene ৷ রিলায়েন্সের তৈরি এই PPE কিটের ওজন খুবই সামান্য, যা কিনা অন্যান্য PPE কিট থেকে একে আলাদা করে ৷ এই PPE কিটে থাকছে coveralls, gloves, shoe covers আর N95 face masks ৷ ভাইরাস থেকে সুরক্ষার কথা মাথায় রেখেই তৈরি হয়েছে রিলায়েন্সের এই PPE কিট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, PPE, Reliance