Reliance Brands Limited | Manish Malhotra: মনীশ মালহোত্রার সংস্থার সঙ্গে জুড়ছে RBL, কিনছে ৪০ শতাংশ স্টেক

Last Updated:

Reliance Brands Limited Partners With Manish Malhotra: দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনারের ১৬ বছরের পুরনো লাক্সারি লেবেলের ৪০ শতাংশ অংশীদারিত্ব এবার থাকবে আরবিএলের দখলে ৷

Manish Malhotra (Managing and Creative Director – MM Styles Pvt. Ltd), Darshan Mehta (MD & CEO – Reliance Brands Limited)
Photography: Prasad Naik
Location: Manish Malhotra Residence
Manish Malhotra (Managing and Creative Director – MM Styles Pvt. Ltd), Darshan Mehta (MD & CEO – Reliance Brands Limited) Photography: Prasad Naik Location: Manish Malhotra Residence
 মুম্বই: মনীশ মালহোত্রার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা এবার রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড (RBL)-এর ৷ দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনারের ১৬ বছরের পুরনো লাক্সারি লেবেলের ৪০ শতাংশ স্টেক এবার থাকবে আরবিএলের দখলে ৷ এইভাবে কোনও ব্র্যান্ড যা এতদিন ব্যক্তিগতভাবে ডিজাইনারের দখলেই ছিল, তার সঙ্গে প্রথমবার জুড়তে চলেছে আরবিএল (Reliance Brands Limited Partners With Manish Malhotra) ৷
advertisement
advertisement
মনীশ মালহোত্রার এই লাক্সারি রিটেল শুরু হয়েছিল ২০০৫-এ মুম্বই, দিল্লি এবং হায়দরাবাদে চারটি ফ্ল্যাগশিপ স্টোর দিয়ে ৷ সোশ্যাল মাধ্যমেও এর ফলোয়ার্সের সংখ্যা ১২ মিলিয়নের বেশি ৷ পাশাপাশি ফ্যাশনের জগতে মনীশ মালহোত্রা নিজেই একজন বড় নাম ৷ তাঁর ব্র্যান্ডের কালেকশনের চাহিদা গত ৩১ বছর ধরেই অনেক বেশি ৷ প্রায় ৭০০ কর্মী এর সঙ্গে যুক্ত ৷ যা এতদিন মনীশ মালহোত্রা নিজেই পরিচালনা করে এসেছেন ৷ এবার সেই সংস্থারই (MM Styles Private Limited) ৪০ শতাংশ স্টেক কিনতে চলেছে আরবিএল ৷
advertisement
আরবিএল-এর ডিরেক্টর ইশা আম্বানি জানান, মনীশ মালহোত্রার সঙ্গে আমাদের সংস্থার এই পার্টনারশিপ, ওই সংস্থার প্রতি এবং ভারতীয় শিল্প এবং সংস্কৃতির প্রতি সম্মান জানিয়েই ঘোষণা করা হয়েছে ৷ মনীশ, যিনি এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, তিনি নিজের সময় এবং ইন্ডাস্ট্রিতে একজন বিশেষ নাম৷ ভারতীয় ফ্যাশনের কাজকর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই মনীশের সঙ্গে এই পার্টনারশিপ ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Brands Limited | Manish Malhotra: মনীশ মালহোত্রার সংস্থার সঙ্গে জুড়ছে RBL, কিনছে ৪০ শতাংশ স্টেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement