Reliance Brands Limited | Manish Malhotra: মনীশ মালহোত্রার সংস্থার সঙ্গে জুড়ছে RBL, কিনছে ৪০ শতাংশ স্টেক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Reliance Brands Limited Partners With Manish Malhotra: দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনারের ১৬ বছরের পুরনো লাক্সারি লেবেলের ৪০ শতাংশ অংশীদারিত্ব এবার থাকবে আরবিএলের দখলে ৷
মুম্বই: মনীশ মালহোত্রার সঙ্গে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা এবার রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড (RBL)-এর ৷ দেশের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনারের ১৬ বছরের পুরনো লাক্সারি লেবেলের ৪০ শতাংশ স্টেক এবার থাকবে আরবিএলের দখলে ৷ এইভাবে কোনও ব্র্যান্ড যা এতদিন ব্যক্তিগতভাবে ডিজাইনারের দখলেই ছিল, তার সঙ্গে প্রথমবার জুড়তে চলেছে আরবিএল (Reliance Brands Limited Partners With Manish Malhotra) ৷
#Reliance Brands Limited signs a definitive agreement to invest in founder &creative director, #ManishMalhotra’s eponymous brand for a 40% minority stake. This is the 1st external investment for the brand, which had so far been privately held by Malhotra.#strategicpartnership pic.twitter.com/mjI3zVFyLA
— CNBC-TV18 (@CNBCTV18Live) October 15, 2021
advertisement
advertisement
মনীশ মালহোত্রার এই লাক্সারি রিটেল শুরু হয়েছিল ২০০৫-এ মুম্বই, দিল্লি এবং হায়দরাবাদে চারটি ফ্ল্যাগশিপ স্টোর দিয়ে ৷ সোশ্যাল মাধ্যমেও এর ফলোয়ার্সের সংখ্যা ১২ মিলিয়নের বেশি ৷ পাশাপাশি ফ্যাশনের জগতে মনীশ মালহোত্রা নিজেই একজন বড় নাম ৷ তাঁর ব্র্যান্ডের কালেকশনের চাহিদা গত ৩১ বছর ধরেই অনেক বেশি ৷ প্রায় ৭০০ কর্মী এর সঙ্গে যুক্ত ৷ যা এতদিন মনীশ মালহোত্রা নিজেই পরিচালনা করে এসেছেন ৷ এবার সেই সংস্থারই (MM Styles Private Limited) ৪০ শতাংশ স্টেক কিনতে চলেছে আরবিএল ৷
advertisement
আরবিএল-এর ডিরেক্টর ইশা আম্বানি জানান, মনীশ মালহোত্রার সঙ্গে আমাদের সংস্থার এই পার্টনারশিপ, ওই সংস্থার প্রতি এবং ভারতীয় শিল্প এবং সংস্কৃতির প্রতি সম্মান জানিয়েই ঘোষণা করা হয়েছে ৷ মনীশ, যিনি এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত, তিনি নিজের সময় এবং ইন্ডাস্ট্রিতে একজন বিশেষ নাম৷ ভারতীয় ফ্যাশনের কাজকর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দিতেই মনীশের সঙ্গে এই পার্টনারশিপ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2021 11:19 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Brands Limited | Manish Malhotra: মনীশ মালহোত্রার সংস্থার সঙ্গে জুড়ছে RBL, কিনছে ৪০ শতাংশ স্টেক