বড় সুখবর! এবার সেভিংস অ্যাকাউন্টে মিলবে ফিক্সড ডিপোজিটের সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের নতুন সুদের হার ৫ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে ৷
#কলকাতা: সেভিংস অ্যাকাউন্টে জমা টাকায় সুদের হার বৃদ্ধি করল আরবিএল ব্যাঙ্ক (RBL Bank) ৷ ব্যাঙ্কের নতুন সুদের হার ৫ সেপ্টেম্বর থেকে লাগু করা হবে ৷ আরবিএল ব্যাঙ্কের গ্রাহকরা তাদের সেভিংস অ্যাকাউন্টে অধিকতম ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ পেয়ে থাকেন ৷ এই সুদের হার অন্যান্য বেশ কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হারের সমান ৷ দেশের বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই সেভিংসে বর্তমানে অধিকতম ৩.৫০ শতাংশ সুদ দিচ্ছে ৷ স্টেট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টে বছরে ২.৭০ শতাংশ সুদ দিচ্ছে ৷
লাইভ মিন্টের একটি রিপোর্ট অনুযায়ী, আরবিএল ব্যাঙ্ক এখন সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ পর্যন্ত জমা টাকার উপরে ৪.২৫ শতাংশ সুদ দিচ্ছে ৷ ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকায় মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷ ১০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকায় পেয়ে যাবেন ৬ শতাংশ সুদ ৷
advertisement
advertisement
মিলবে ৬.২৫ শতাংশ সুদ
আরবিএল ব্যাঙ্ক ৫ সেপ্টেম্বর থেকে ২৫ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখলে দেওয়া হবে ৬.২৫ শতাংশ বার্ষিক সুদ ৷ এর আগে ৬ শতাংশ দেওয়া হচ্ছিল ৷ ১ কোটি থেকে ৩ কোটি টাকা রাখলে মিলবে ৬.২৫ শতাংশ সুদ এবং ৩ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা রাখলে মিলবে ৬.২৫ শতাংশ সুদ ৷
advertisement
একই ভাবে ১০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত জমা রাশির উপর ৫.৭৫ শতাংশ সুদ দেওয়া হয় ৷ এখন সেটা বাড়িয়ে ৬.১০ শতাংশ করা হয়েছে ৷ একই ভাবে যে সেভিংস অ্যাকাউন্টে ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা জমা থাকবে তাদের ৫.২৫ শতাংশ বার্ষিক সুদ দেওয়া হবে ৷ ১০০ কোটি থেকে ২০০ কোটি টাকা সেভিংস অ্যাকাউন্টে থাকলে ব্যাঙ্ক ৬ শতাংশ সুদ দেবে ৷ ২০০ কোটি থেকে ৫০০ কোটির টাকার ক্ষেত্রে মিলবে ৪ শতাংশ সুদ ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 05, 2022 4:42 PM IST