কম মূল্যের অনলাইন লেনদেনে আর দিতে হবে না OTP
Last Updated:
নগদ সঙ্কট সামলাতে অনলাইন ট্রান্সজাকশনের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ক্যাশলেস লেনদেন ছাড়াও অনলাইন ছোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে শিথিল হল নিয়ম ৷
#মুম্বই: নগদ সঙ্কট সামলাতে অনলাইন ট্রান্সজাকশনের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ক্যাশলেস লেনদেন ছাড়াও অনলাইন ছোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে শিথিল হল নিয়ম ৷ এবার থেকে নেট ব্যাঙ্কিং ব্যবহার করে ২০০০ টাকা বা এর চেয়ে কম অঙ্কের টাকার লেনদেনে আর প্রয়োজন হবে না কোনও OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডের ৷
ছোট অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে দু-ধাপের অথেটিকেশন প্রক্রিয়া তুলে নিল আরবিআই ৷ এবার থেকে ২০০০ টাকা বা এর কম অঙ্কের টাকার অনলাইন ট্রান্সজাকশন করার সময় রেজিস্টার্ড মোবাইল নাম্বারে OTP অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে না ৷ ফলে ছোট অঙ্কের লেনদেন হয়ে গেল আরও সহজ ৷
তবে একইসঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, শুধুমাত্র অনুমোদিত কার্ড নেটওয়ার্কের মাধ্যমেই এই সুবিধে পাওয়া যাবে ৷ তবে অনলাইনে সবচেয়ে কম কত অঙ্কের লেনদেন করা যাবে তা নির্ধারণ করবে ব্যাঙ্কগুলি ৷ লেনদেনের সর্বনিম্ন সীমা বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে হেরফের হতে পারে ৷ তবে রেজিস্টার্ড গ্রাহকদের ২০০০ টাকা অবধি টান্সজাকশনে শুধু লগইন আইডি আর পাসওয়ার্ড দিলেই চলবে ৷
advertisement
advertisement
তবে অথেনটিকেশন প্রসেস সরল হয়ে যাওয়ায় সতর্কও করেছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ গ্রাহকদের অ্যাকাউন্টের নিরাপত্তার কথা ভেবে RBI জানিয়েছে, ‘নির্দিষ্ট ব্যাঙ্ক এবং অনুমোদিত কার্ড নেটওয়ার্কই সম্পূর্ণভাবে গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকবে ৷’
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2016 7:39 PM IST