রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমাল RBI, রিভার্স রেপো রেট কমে ৩.৩৫ শতাংশ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কমতে পারে ঋণের কিস্তি, করোনা ক্ষতে আরও মলম আরবিআইয়ের ৷
#নয়াদিল্লি: করোনা ক্ষতে আরও প্রলেপ ৷ রেপো রেট ফের কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ৷ ৪০ বেসিস পয়েন্ট কমল রেপো রেট ৷ ৪.৪% থেকে কমে রেপো রেট ৪% করা হল ৷ রেপো রেট কমার জেরে কমবে সুদের হার ৷ এর ফলে GDP বৃদ্ধির হার কমের দিকে থাকবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৷ পাশাপাশি রিভার্স রেপো রেটও কমল ৩.৩৫ শতাংশ ৷
The repo rate cut by 40 basis points from 4.4 % to 4%. Reverse repo rate stands reduced to 3.35%: Reserve Bank of India (RBI) Governor Shaktikanta Das pic.twitter.com/z9N8fr7vRT
— ANI (@ANI) May 22, 2020
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক যে হারে ব্যাঙ্কগুলোকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। রেপো রেট কমানোর অর্থ সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলোকে উৎসাহিত করা। যাতে মানুষ আরও ঋণ নেয় ও বাজারে টাকার জোগান বাড়ে। এদিন রিভার্স রেপো রেটও ৪০ বেসিস পয়েন্ট কমানো হল। নতুন রিভার্স রেপো রেট হল ৩.৩৫ শতাংশ।
advertisement
The GDP growth in 2020-21 is expected to remain in the negative category with some pick up in second half: RBI Governor Shaktikanta Das pic.twitter.com/wq3VUcBK7C
— ANI (@ANI) May 22, 2020
ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখলে যে পরিমাণ সুদ পায় তাকে রিভার্স রেপো রেট বলে। তা কমানোর অর্থ হল, রিজার্ভ ব্যাঙ্কে টাকা জমা রাখতে ব্যাঙ্কগুলোকে নিরুৎসাহিত করা। ব্যাঙ্কগুলি যাতে রক্ষণশীলতা ছেড়ে বাজারে আরও বেশি টাকা ঋণ দিতে উৎসাহী হয়।রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি রেপো রেট কমানোর পক্ষে ৫:১ অনুপাতে ভোট দিয়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2020 10:55 AM IST