২২ জুলাই থেকে মাস্টারকার্ড ব্যান করল RBI!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২০১৮ সালের ৬ এপ্রিল মাস্টারকার্ড-সহ প্রতিটি সিস্টেম প্রোভাইডারকে জানানো হয় আগামী ছয় মাসের মধ্যে পেমেন্ট সিস্টেম সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
#নয়াদিল্লি: আগামী ২২ জুলাই থেকে মাস্টারকার্ড কোনও গ্রাহককে ক্রেডিট ডেবিট বা প্রিপেইড কার্ড দিতে পারবে না। সংস্থাটি প্রয়োজনীয় নথি সরবরাহ করতে না পারার দরুনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মাস্টারকার্ডের বর্তমান গ্রাহকদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আশ্বস্ত করে জানিয়েছে তারা নির্দ্বিধায় এই কার্ড ব্যবহার করতে পারবেন।
আরবিআই-এর তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, মাস্টারকার্ডকে বেশ কিছুটা সময় দেওয়া হয়েছিল। বারংবার সুযোগ পাওয়া সত্ত্বেও তারা পেমেন্ট সিস্টেম সংক্রান্ত তথ্যের দাবি পূরণ করেনি। সেই কারণেই এই ব্যবস্থা গ্রহণ। যদিও প্রতিটি মাস্টারকার্ড শাখাকে গ্রাহকদের আশ্বস্ত করে নির্দেশিকা দেওয়ার কথা বলেছে আরবিআই।
২০১৮ সালের ৬ এপ্রিল মাস্টারকার্ড-সহ প্রতিটি সিস্টেম প্রোভাইডারকে জানানো হয় আগামী ছয় মাসের মধ্যে পেমেন্ট সিস্টেম সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। বলাই বাহুল্য মাস্টারকার্ড দেশের অন্যতম বড় পেমেন্ট সিস্টেম অপারেটর। কিন্তু বারংবার তারা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা এড়িয়ে গিয়েছে।
advertisement
advertisement
এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কিং অ্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিলো। উল্লেখ্য এই ধরনের সার্ভিস প্রোভাইডারকে ছ'মাস সময় দিয়ে পেমেন্ট ইনস্ট্রাকশন, গ্রাহকের থেকে যে তথ্য নেওয়া হয় তার ফিরিস্তি এবং ট্রানজাকশন ডিটেল-সহ অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়েছিল।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 15, 2021 12:31 AM IST