জমা পড়া বাড়তি টাকার ১০০ শতাংশই এবার ব্যাঙ্কগুলিকে দিতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে

Last Updated:

ব্যাঙ্কের হাতে আসা এই বাড়তি তহবিলকে এখন নিজেদের হাতে তোলার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷

#নয়াদিল্লি:  নোট বাতিলের জেরে এখন প্রচুর পরিমাণে টাকা জমা পড়েছে দেশের ব্যাঙ্কগুলিতে ৷ কিন্তু ব্যাঙ্কের হাতে আসা এই বাড়তি তহবিলকে এখন নিজেদের হাতে তোলার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ গত ১৬ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে জমা পড়া বাড়তি আমানতের গোটাটাই এবার জমা দেওয়ার নির্দেশ দিল আরবিআই ৷
জমা পড়া টাকার মধ্যে একটা অংশ ব্যাঙ্কগুলিকে জমা রাখতে হয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৷ কিন্তু সেই পরিমাণটা হয় অনেকই কম ৷ এবার জমা পড়া বাড়তি আমানতের ১০০ শতাংশই জমা দিতে হবে আরবিআই-কে ৷ ২৬ নভেম্বর থেকে এই প্রক্রিয়া দেওয়ার শুরু হয়েছে ৷ এর ১৫ দিনের মধ্যেই সব টাকা জমা দিতে হবে সব ব্যাঙ্কগুলিকে ৷ আগামী ৯ ডিসেম্বর এর রিপোর্ট খতিয়ে দেখা হবে ৷ 
advertisement
এই নতুন নিয়ম চালু করাতে আরবিআইয়ের হাতে বাড়তি ৩.২৫ কোটি টাকা আসতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকা অনেক বেশি সংখ্যায় জমা পড়ায় তা নিজেদের হাতে তুলে নিতে চাইছে শীর্ষ ব্যাঙ্ক ৷ তবে এই ব্যবস্থা অস্থায়ী বলেই জানিয়েছে আরবিআই ৷
advertisement
ব্যাঙ্কগুলি যাতে তাদের হাতে আসা বাতিল নোট সরাসরি আরবিআইয়ের দফতরে জমা দিয়ে নগদ জমার অনুপাত অনুসারে নিজেদের অংশ হাতে পেতে পারে, সে ব্যবস্থাও চালু করেছে শীর্ষ ব্যাঙ্ক। ‘গ্যারান্টি স্কিম’ নামে নগদ জমার এই সুযোগ থাকলেও তেমন ভাবে এত দিন চালু ছিল না।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জমা পড়া বাড়তি টাকার ১০০ শতাংশই এবার ব্যাঙ্কগুলিকে দিতে হবে রিজার্ভ ব্যাঙ্ককে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement