আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট....

Last Updated:

সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷

#নয়াদিল্লি: লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল ৷ বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে ৷ সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে ৷ স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ৷
সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে ৷ বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে ৷ রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে ৷ রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ৷
advertisement
advertisement
যাত্রা করার ২৪ ঘণ্টা আগে তৎকাল টিকিট বুকিং করা যাবে ৷ অর্থাৎ ৩০ তারিখ যাত্রা করার থাকলে ২৯ জুন ১০টা থেকে ১১ টার মধ্যে লগইন করতে হবে ৷ মাথায় রাখুন, কয়েক মিনিটের মধ্যে টিকিট বিক্রি হয়ে যায় ৷  যাত্রা করার সময় আইডি প্রুফ দেখানো বাধ্যতামূলক ৷ কনফার্মড তৎকাল টিকিট ক্যানসেল করলে মিলবে না কোনও রিফান্ড ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে শুরু হল Tatkal Ticket বুকিং, দেখে নিন কীভাবে বুক করবেন টিকিট....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement