Provident Fund : পিএফ অ্যাকাউন্ট থেকেও হতে পারেন কোটিপতি! কীভাবে, জেনে নিন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Provident Fund- EPFO নিয়ম অনুযায়ী, প্রত্যেক নিয়োগকর্তাকে বেতন এবং ডিএ-এর ১২ শতাংশ রাখতে হয় পিএফ-এ।
#নয়াদিল্লি: সব সাধারণ মানুষই স্বপ্ন দেখেন কোটিপতি হওয়ার। এর জন্য কঠোর পরিশ্রম ও কৌশল উভয়ই অবলম্বন করেন সবাই। তবে এর পরও বেশিরভাগ মানুষ তাঁদের স্বপ্ন পূরণ করতে পারেন না। কিন্তু কেউ কি জানেন বেতন থেকে কেটে নেওয়া PF থেকেও কোটিপতি হওয়া সম্ভব? আজ জানব কীভাবে PF-এ সামান্য কিছু টাকা জমা করার ফলে একজন ব্যক্তি হতে পারেন কোটিপতি। প্রতি বছর EPF-এ ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর ট্যাক্স ছাড় পাওয়া যায়। এছাড়া ৫ বছরের বেশি মেয়াদের PF-এ মেয়াদপূর্তির সময়ও পাওয়া যায় ট্যাক্স ছাড়।
কীভাবে PF থেকে হওয়া যায় কোটিপতি?
যদি কোনও ব্যক্তি ২১ বছর বয়সে কাজ করা শুরু করেন এবং তাঁর মৌলিক মাসিক আয় ও DA ২৫০০০ টাকা হয় তাহলে অবসর নেওয়ার সময় পর্যন্ত সেই ব্যক্তির PF অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমা হয়ে যাবে। EPFO নিয়ম অনুযায়ী, প্রত্যেক নিয়োগকর্তাকে বেতন এবং ডিএ-এর ১২ শতাংশ রাখতে হয় পিএফ-এ। একই শতাংশ টাকা প্রতি মাসে কেটে নেওয়া হয় কর্মচারীর বেতন থেকেও, যা অবসর গ্রহণের সময় তুলে নিতে হয় তাদের। নিয়োগকর্তার ১২ শতাংশের মধ্যে পেনশন ফান্ডে রাখা হয় ৮.৩৩ শতাংশ এবং EPFO-তে মাত্র ৩.৬৭ শতাংশ বিনিয়োগ করা হয়। সরকার ২০২২-২৩ অর্থবছরের জন্য PF-এর বার্ষিক সুদের হার নির্ধারণ করেছে ৮.১ শতাংশ। যদি কোনও ব্যক্তি একই সুদের হার পেতে থাকেন এবং অবসর নেওয়া পর্যন্ত সেই ব্যক্তি PF-এর টাকা না তোলেন, তবে অবসর নেওয়ার সময় তাঁর অ্যাকাউন্টে জমা হবে ১ কোটি টাকা।
advertisement
advertisement
বেতন বাড়লে কত বাড়বে ফান্ড?
যদি কোনও ব্যক্তি ২১ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত PF ফান্ডে বিনিয়োগ করেন এবং বার্ষিক সুদ ৮.১ শতাংশ হয়, তবে ৩৯ বছর পর সেই ব্যক্তির PF অ্যাকাউন্টে ১.৩৫ কোটি টাকা জমা হবে। যদি প্রতি বছর বেতন ৫ শতাংশ করে বৃদ্ধি পায়, তবে ৮.১ শতাংশ বার্ষিক সুদে PF অ্যাকাউন্টে জমা হবে ২.৫৪ কোটি টাকা। বেতন বার্ষিক ১০ শতাংশ বৃদ্ধি পেলে এটি বেড়ে হবে ৬ কোটি টাকা৷ তবে বার্ষিক সুদের হারে পরিবর্তন হলে টাকার হিসেবেও পরিবর্তন হবে। এছাড়া, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য অবসর নেওয়ার আগে কোনও টাকা তোলা যাবে না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2022 6:59 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Provident Fund : পিএফ অ্যাকাউন্ট থেকেও হতে পারেন কোটিপতি! কীভাবে, জেনে নিন