বাড়তে পারে বিমানযাত্রার খরচ, এই পরিষেবায় চার্জ বাড়াচ্ছে সংস্থাগুলি

Last Updated:
#নয়াদিল্লি: বিমানযাত্রীদের জন্য দুঃসংবাদ। অচিরেই বাড়তে পারে আপনার বিমানযাত্রার খরচ। দেশের মধ্যে বিমানে ভ্রমণের ক্ষেত্রে একলাফে বাড়তে চলেছে অতিরিক্ত চেক-ইন লাগেজের মাসুল।
আরও কড়া হতে চলেছে বিমানের লাগেজ পরিবহণ নীতি। দেশের প্রায় সবকটি বেসরকারি বিমান সংস্থা অতিরিক্ত চেক-ইন লাগেজের ক্ষেত্রে চার্জ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। টিকিট কাটার সময়ে বুক করা হোক বা বিমানবন্দরে এসে লাগেজ বুকিং, দুই ক্ষেত্রেই এবার থেকে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে।
সম্প্রতি ইন্ডিগো, স্পাইসজেট এবং গো-এয়ারের মতো বিমান সংস্থাগুলি জানিয়েছে, এবার থেকে চেক-ইন লাগেজে নির্দিষ্ট ওজনের থেকে বেশি ওজনের জিনিস বহন করলে যাত্রীদের আগের থেকে ৩০ শতাংশ বেশি মাসুল দিতে হবে। লাগেজের ওজন ১৫ কেজি ছাড়ানোর পর প্রতি কেজিতে অতিরিক্ত ৪০০ টাকা করে চার্জ দিতে হবে যাত্রীদের। ২২ জুন থেকেই এই নয়া চার্জ লাগু করা হয়েছে। যদিও বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এখনও নিজেদের পরিবর্তিত চার্জ সম্পর্কে কিছু জানায়নি।
advertisement
advertisement
আরও পড়ুন 
উল্লেখ্য, সম্প্রতি জেট এয়ারওয়েজ দেশের মধ্যে সফর করার সময় বিমানে চেক-ইন লাগেজের সংখ্যাও বেঁধে দিয়েছে। ইকনমি ক্লাসে যাঁরা যাত্রা করবেন, তাঁরা বিনামূল্যে ১৫ কেজি বা তার কম ওজনের মাত্র ১টি ব্যাগ চেক–ইন লাগেজে দিতে পারবেন। প্রিমিয়াম ক্লাস যাত্রীরা বিনামূল্যে চেক–ইন লাগেজে মাত্র ২টি ব্যাগ নিতে পারবেন। তবে ওজন ৩০ কেজির বেশি হলে চলবে না। ১৫ জুলাই থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়তে পারে বিমানযাত্রার খরচ, এই পরিষেবায় চার্জ বাড়াচ্ছে সংস্থাগুলি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement