হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মহিলাদের বিশেষ অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে PNB, ফ্রিতে মিলবে এই সুবিধাগুলি

মহিলাদের বিশেষ অ্যাকাউন্ট খোলার সুযোগ দিচ্ছে PNB, ফ্রিতে মিলবে এই সুবিধাগুলি

এই অ্যাকাউন্ট খোলার জন্য মহিলাদের ভারতের নাগরিক হতে হবে ৷ কী কী সুবিধা মিলবে -

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের মহিলাদের জন্য সময় সময়ে একাধিক নতুন যোজনা নিয়ে হাজির হয়ে থাকে ৷ পিএনবি এবার মহিলাদের জন্য পাওয়ার সেভিংস অ্যাকাউন্টের সুবিধা নিয়ে হাজির হয়েছে ৷ এটি মহিলাদের জন্য একটি বিশেষ যোজনা ৷ এর মাধ্যমে মহিলারা অ্যাকাউন্ট খুলে একাধিক যোজনার লাভ নিতে পারবেন ৷ আপনি জয়েন্ট অ্যাকাউন্টে খুলতে পারবেন, তবে অ্যাকাউন্টে প্রথম নাম মহিলার হতে হবে ৷

পিএনবি-র তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইট পিএনবি জানিয়েছে, ‘এটা মহিলাদের জন্য একটি বিশেষ যোজনা ৷ জয়েন্ট অ্যাকাউন্ট এই যোজনায় খোলা যেতে পারে ৷ তবে সে ক্ষেত্রে মহিলার নাম প্রথমে হতে হবে ৷’

গ্রাম বা শহর যে কোনও জায়গায় এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন ৷ গ্রামে মাত্র ৫০০ টাকায় এই অ্যাকাউন্ট খোলায় যেতে পারে ৷ এছাড়া শহরতলিতে ১০০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ শহরের ক্ষেত্রে ২০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এই অ্যাকাউন্ট খোলার জন্য মহিলাদের ভারতের নাগরিক হতে হবে ৷

কী কী সুবিধা মিলবে -১. এই অ্যাকাউন্টে বছরে ৫০ পাতার চেকবুক দেওয়া হবে বিনামূল্যে ৷

২. এছাড়া পেয়ে যাবেন NEFT-র সুবিধা ৷৩. ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্ল্যাটিনাম ডেবিট কার্ড মিলবে বিনামূল্যে ৷৪. SMS অ্যালার্ট সুবিধা মিলবে বিনামূল্যে ৷৫. ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার মিলবে ৷৬. প্রতিদিন আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারবেন ৷

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাওয়ার সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের এমন বেশ কিছু সুবিধা দিয়ে থাকে যা অন্যান্য গ্রাহকদের দেওয়া হয় না ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Pnb