#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেশের মহিলাদের জন্য সময় সময়ে একাধিক নতুন যোজনা নিয়ে হাজির হয়ে থাকে ৷ পিএনবি এবার মহিলাদের জন্য পাওয়ার সেভিংস অ্যাকাউন্টের সুবিধা নিয়ে হাজির হয়েছে ৷ এটি মহিলাদের জন্য একটি বিশেষ যোজনা ৷ এর মাধ্যমে মহিলারা অ্যাকাউন্ট খুলে একাধিক যোজনার লাভ নিতে পারবেন ৷ আপনি জয়েন্ট অ্যাকাউন্টে খুলতে পারবেন, তবে অ্যাকাউন্টে প্রথম নাম মহিলার হতে হবে ৷
পিএনবি-র তরফে এই বিষয়ে ট্যুইট করে জানানো হয়েছে ৷ ট্যুইট পিএনবি জানিয়েছে, ‘এটা মহিলাদের জন্য একটি বিশেষ যোজনা ৷ জয়েন্ট অ্যাকাউন্ট এই যোজনায় খোলা যেতে পারে ৷ তবে সে ক্ষেত্রে মহিলার নাম প্রথমে হতে হবে ৷’
গ্রাম বা শহর যে কোনও জায়গায় এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন ৷ গ্রামে মাত্র ৫০০ টাকায় এই অ্যাকাউন্ট খোলায় যেতে পারে ৷ এছাড়া শহরতলিতে ১০০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ শহরের ক্ষেত্রে ২০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে ৷ এই অ্যাকাউন্ট খোলার জন্য মহিলাদের ভারতের নাগরিক হতে হবে ৷
কী কী সুবিধা মিলবে -১. এই অ্যাকাউন্টে বছরে ৫০ পাতার চেকবুক দেওয়া হবে বিনামূল্যে ৷
২. এছাড়া পেয়ে যাবেন NEFT-র সুবিধা ৷৩. ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্ল্যাটিনাম ডেবিট কার্ড মিলবে বিনামূল্যে ৷৪. SMS অ্যালার্ট সুবিধা মিলবে বিনামূল্যে ৷৫. ৫ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার মিলবে ৷৬. প্রতিদিন আপনি ৫০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারবেন ৷পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাওয়ার সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের এমন বেশ কিছু সুবিধা দিয়ে থাকে যা অন্যান্য গ্রাহকদের দেওয়া হয় না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pnb