হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ব্যাঙ্ক মার্জারের পর কী এবার বন্ধ হয়ে যাচ্ছে কোটি কোটি গ্রাহকের ATM কার্ড?

ব্যাঙ্ক মার্জারের পর কী এবার বন্ধ হয়ে যাচ্ছে কোটি কোটি গ্রাহকের ATM কার্ড?

গ্রাহকরা অতিরিক্ত চার্জ না দিয়ে ১৩,০০০ এর বেশি এটিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ৷

  • Last Updated :
  • Share this:

নয়াদিল্লি: লকডাউন চলাকালীন ১ এপ্রিল ২০২০ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ লাগু করে দেওয়া হয়েছে ৷ এর জেরে পিএনবি এখন দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ৷ মার্জারের পর থেকে এই তিন ব্যাঙ্কের গ্রাহকদের মনে এটিএম কার্ড, অ্যাকাউন্ট নম্বর থেকে ব্যাঙ্কের এটিএম নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷ এটিএম কার্ড ও ব্যাঙ্ক নিয়ে আগেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছিল ৷ ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এখনই কোনও এটিএম কার্ড বন্ধ করা হচ্ছে না ৷ পুরনো এটিএম কার্ড দিয়েই গ্রাহকরা টাকা তুলতে পারবেন ৷ পুরনো ক্রেডিট কার্ডও আপনার কার্ডের Expiry Date পর্যন্ত চলবে ৷ ব্যাঙ্কের তরফে পরবর্তী নোটিফিকেশন জারি না করা পর্যন্ত মার্জারের পরও পুরনো Account No., IFSC, MICR, Debit Card বৈধ থাকবে ৷ এদিন অবশ্য ট্যুইট করে এটিএম নেটওয়ার্ক নিয়ে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৷

পিএনবি-র তরফে জানানো হয়েছে আপাতত তাদের এটিএম বন্ধ করা হবে না ৷ গ্রাহকরা অতিরিক্ত চার্জ না দিয়ে ১৩,০০০ এর বেশি এটিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ৷পাশাপাশি কোনও গ্রাহকের ইমেল আইডি বা ফোন নম্বর আপডেট করার হলে তাদের মুল ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে সেটা করতে পারবেন ৷

এর আগে কোনও বড় প্রোজেক্টে ইনভেস্ট করতে হলে পিএনবি-কে ১০-১২টি ব্যাঙ্ক থেকে লোন নিতে হত ৷ এখন মার্জারের পর এক-দুটো ব্যাঙ্কের সঙ্গে মিলে বড় প্রোজেক্টে ফান্ডিং করতে পারবেন পিএনবি ৷ মার্জারের পর পিএনবি-র এখন মোট ১৮০০০ এটিএম, ১১০০০ ব্যাঙ্ক শাখা হয়ে গিয়েছে ৷ পিএনবি-র মোট ব্যবসা এখন ১৮ লক্ষ কোটি টাকার ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: ATM Cards Blocked, Bank Merger, Pnb