নয়াদিল্লি: লকডাউন চলাকালীন ১ এপ্রিল ২০২০ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের সংযুক্তিকরণ লাগু করে দেওয়া হয়েছে ৷ এর জেরে পিএনবি এখন দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক ৷ মার্জারের পর থেকে এই তিন ব্যাঙ্কের গ্রাহকদের মনে এটিএম কার্ড, অ্যাকাউন্ট নম্বর থেকে ব্যাঙ্কের এটিএম নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে ৷ এটিএম কার্ড ও ব্যাঙ্ক নিয়ে আগেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছিল ৷ ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এখনই কোনও এটিএম কার্ড বন্ধ করা হচ্ছে না ৷ পুরনো এটিএম কার্ড দিয়েই গ্রাহকরা টাকা তুলতে পারবেন ৷ পুরনো ক্রেডিট কার্ডও আপনার কার্ডের Expiry Date পর্যন্ত চলবে ৷ ব্যাঙ্কের তরফে পরবর্তী নোটিফিকেশন জারি না করা পর্যন্ত মার্জারের পরও পুরনো Account No., IFSC, MICR, Debit Card বৈধ থাকবে ৷ এদিন অবশ্য ট্যুইট করে এটিএম নেটওয়ার্ক নিয়ে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ৷
পিএনবি-র তরফে জানানো হয়েছে আপাতত তাদের এটিএম বন্ধ করা হবে না ৷ গ্রাহকরা অতিরিক্ত চার্জ না দিয়ে ১৩,০০০ এর বেশি এটিএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ৷পাশাপাশি কোনও গ্রাহকের ইমেল আইডি বা ফোন নম্বর আপডেট করার হলে তাদের মুল ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে সেটা করতে পারবেন ৷
এর আগে কোনও বড় প্রোজেক্টে ইনভেস্ট করতে হলে পিএনবি-কে ১০-১২টি ব্যাঙ্ক থেকে লোন নিতে হত ৷ এখন মার্জারের পর এক-দুটো ব্যাঙ্কের সঙ্গে মিলে বড় প্রোজেক্টে ফান্ডিং করতে পারবেন পিএনবি ৷ মার্জারের পর পিএনবি-র এখন মোট ১৮০০০ এটিএম, ১১০০০ ব্যাঙ্ক শাখা হয়ে গিয়েছে ৷ পিএনবি-র মোট ব্যবসা এখন ১৮ লক্ষ কোটি টাকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM Cards Blocked, Bank Merger, Pnb