PNB: জিরো প্রসেসিং চার্জ এবং ডকুমেন্টেশন ফিতে ১০০% ছাড়, পিএনবি-র ছাড়ের দিন শেষ হওয়ার মুখে, জেনে নিন বিশদে
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
PNB: দি কেউ ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এটি একটি ভাল সময়। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সংক্ষেপে পিএনবি থেকে হোম লোন নিয়ে যে কেউ প্রচুর সাশ্রয় করতে পারেন
কলকাতা: দরকার হলে ঋণ গ্রহণ করতেই হয়। সবার হাতে সব সময়ে থোক টাকা থাকে না। তবে, এই ঋণ গ্রহণ নিঃসন্দেহেই এক ব্যয়বহুল পদ্ধতি। কেন না, যে সব সংস্থাগুলো ঋণ দেয়, সেটা তাদের ব্যবসা। ফলে, সুদের হার এখানে বেশিই হয়ে থাকে। এর সঙ্গে আবার যুক্ত হয় প্রসেসিং চার্জ। সব মিলিয়ে, যে পরিমাণ টাকা ঋণ নেওয়া হল, তার অনেকটাই বেশি পরিশোধ করতে হয়।
তবে, যদি কেউ ঋণ নেওয়ার কথা ভেবে থাকেন, তাহলে এটি একটি ভাল সময়। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সংক্ষেপে পিএনবি থেকে হোম লোন নিয়ে যে কেউ প্রচুর সাশ্রয় করতে পারেন। দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পিএনবি, একটি বিশেষ খুচরো ঋণ প্রকল্প ‘পিএনবি নির্মাণ ২০২৫’ চালু করেছে। পিএনবি নির্মাণ ২০২৫ স্কিমে প্রসেসিং এবং ডকুমেন্টেশন চার্জের উপর ১০০% ছাড় দেওয়া হচ্ছে। এই স্কিমটি ২১ এপ্রিল শুরু হয়েছে এবং ২০ জুন ২০২৫ তারিখে শেষ হবে।
advertisement
যদি হোম লোন ৫০ লাখ টাকার বেশি হয়, তাহলে অন্যান্য চার্জ যেমন NEC/আইনি/মূল্যায়ন চার্জ ব্যাঙ্ক বহন করবে। গৃহ, গাড়ি এবং শিক্ষা ঋণের উপর ৫ বেসিস পয়েন্ট (০.০৫%) সুদের হারে ছাড়ও দেওয়া হচ্ছে।
advertisement
ব্যাঙ্ক কি ভ্যালুয়েশন চার্জের মতো অন্যান্য চার্জও বহন করবে –
না, হোম লোনের পরিমাণ ৫০ লাখ টাকার বেশি না হলে ব্যাঙ্ক এই চার্জ বহন করবে না।
advertisement
সব ধরনের লোণের উপর কি ১০০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে –
এই ছাড় মূলত দুই ধরনের ঋণের উপর দেওয়া হচ্ছে – হোম লোন এবং কার লোন।
ঋণের জন্য কোথায় আবেদন করতে হবে –
PNB শাখায় গিয়ে এই স্কিমের সুবিধা নেওয়া যেতে পারে। এর পাশাপাশি, ডিজিটাল প্ল্যাটফর্ম PNB One App এবং অফিসিয়াল ওয়েবসাইট – pnbindia.in/loans.html-এও এই স্কিমের সুবিধা পাওয়া যাবে।
advertisement
পিএনবির নতুন এমসিএলআর হার (১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর)
ওভারনাইট – ৮.৪০%
১ মাস – ৮.৫০%
৩ মাস- ৮.৭০%
৬ মাস- ৮.৯০%
১ বছর – ৯.০৫%
৩ বছর – ৯.৩৫%
পিএনবির নতুন আরএলএলআর হার –
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১০ এপ্রিল, ২০২৫ থেকে তার রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) ৮.৯০ শতাংশ থেকে কমিয়ে ৮.৬৫ শতাংশ করেছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2025 5:28 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB: জিরো প্রসেসিং চার্জ এবং ডকুমেন্টেশন ফিতে ১০০% ছাড়, পিএনবি-র ছাড়ের দিন শেষ হওয়ার মুখে, জেনে নিন বিশদে










