PNB দিচ্ছে লাখপতি হওয়ার দুর্দান্ত সুযোগ, মাত্র ২৫০ টাকা দিয়ে খুলতে হবে এই অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পিএনবি-র তরফে ট্যুইট করে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাধিক সুবিধার বিষয়ে জানানো হয়েছে ৷
#নয়াদিল্লি: মেয়ের ভবিষ্যতের জন্য মোটা টাকার ফান্ড জমানোর দারুন সুযোগ নিয়ে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ পিএনবি-তে সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলে মেয়ের জন্য ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন ৷ এই অ্যাকাউন্ট মাত্র ২৫০ টাকা দিয়ে খুলতে পারবেন গ্রাহকরা ৷ কেন্দ্র সরকারের তরফে এই যোজনা শুরু করা হয়েছিল মেয়েদের জন্য ৷ এই স্কিমে টাকা ইনভেস্ট করে মেয়েদের পড়াশোনা ও বিয়ের জন্য মোটা টাকা সহজেই জমাতে পারবেন ৷ পিএনবি-র তরফে ট্যুইট করে সুকন্যা সমৃদ্ধি যোজনার একাধিক সুবিধার বিষয়ে জানানো হয়েছে ৷
বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার অন্তর্গত এই স্কিম শুরু করেছিল কেন্দ্র সরকার ৷ এই যোজনায় বাবা-মা বা অভিভাবকরা মেয়েদের নামে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ অধিকতম দুটি মেয়ের নামে আলাদা দুটি অ্যাকাউন্ট খোলা যাবে ৷ মেয়ের জন্ম থেকে ১০ বছর বয়স হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷
পিএনবি-র ট্যুইট-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ট্যুইট করে জানিয়েছে, কেন্দ্র সরকারের তরফে এই স্মল সেভিংস স্কিম চালানো হয় ৷ এই যোজনায় আপনি ট্যাক্স ছাড় পাবেন ৷ এখানে বছরে ন্যূনতম ২৫০ টাকা ও অধিকতম ১,৫০,০০০ টাকা ইনভেস্ট করা যাবে ৷ এই https://www.pnbindia.in/sukanya-account.html লিঙ্কে ক্লিক করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন ৷ এই যোজনায় বার্ষিক ৭.৬ শতাংশ সুদ পাওয়া যায় ৷ প্রত্যেক তিন মাসে কেন্দ্র সরকারের তরফে সুদের হার রিভাইস করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
बेटियों के लिए केंद्र सरकार की तरफ से एक छोटी सी बचत योजना है ताकि आप उनके बेहतर भविष्य की नींव रख सकें। अधिक जानकारी के लिए क्लिक करें: https://t.co/Vn1mEsaMUD #SukanyaSamriddhi pic.twitter.com/CV1hJHDLG5
— Punjab National Bank (@pnbindia) September 6, 2021
advertisement
সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খোলার জন্য ফর্মের সঙ্গে পোস্ট অফিস বা ব্যাঙ্কে আপনার মেয়ের বার্থ সার্টিফিকেট জমা করতে হবে ৷ এছাড়া মেয়ের বাবা-মায়ের পরিচয় পত্র (প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ), ও ঠিকানার প্রমান পত্র জমা দিতে হবে ৷
এই স্কিমে প্রতি মাসে ৩০০০ টাকা ইনভেস্ট করলে বছরে ৩৬,০০০ টাকা হয় ৷ ১৪ বছর ধরে ৭.৬ শতাংশ হিসেবে সুদ ক্যালকুলেট করলে আপনি পেয়ে যাবেন ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছর পর অর্থাৎ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৫,২২,২২১ টাকা ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2021 11:39 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB দিচ্ছে লাখপতি হওয়ার দুর্দান্ত সুযোগ, মাত্র ২৫০ টাকা দিয়ে খুলতে হবে এই অ্যাকাউন্ট